নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

শিক্ষিক দের আর্থিক অবস্থার উন্নতি

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

নেপোলিয়ান বেনাপোট এর নাম হয়তো আমরা অনেক কেউ জানি ---
তার একটা বিখ্যাত বানী ছিলো ; তোমরা আমাকে শিক্ষিত মা দাও , আমি তোদের শিক্ষিত জাতি দিবো ।
তার কথাটা যথার্থই ঠিক ছিলো । আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা অনেক কেই দায়ী করে থাকি । কিন্ত একবারের জন্য ভেবে দেখার সময় পাই না ঐ শিক্ষা কে ছড়িয়ে দেওয়া মানুষদের সম্পর্কে । আমি আসলে শিক্ষিকদের কথাই বলতাছিলাম ।
দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের শিক্ষিকদের আমরা যথাযত সম্মান দিতে জানি না ।
একটা প্রাইমারী স্কুলের শিক্ষিক সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত পরিশ্রম করে যে টাকা বেতন পায় তা দিয়ে তার জীবিকা নির্বাহ করা অনেক দূরহই হয়ে উঠে ।
আমাদের দেশের শিক্ষিকরা পার্শ্ববর্তী দেশ হতে অনেক বেশিই কম বেতন পান জীবিকা নির্বাহ করার জন্য ।
অথচ প্রতিবছর সরকার বিভিন্ন দিকে হাজার হাজার কোটি টাকা খরচ করে । শিক্ষিক দের আর্থিক অবস্থার উন্নতির করতে হবে । যারা ঐ শিক্ষাটা কে ছড়িয়ে দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করে আছে তাদের দিকে যদি না তাকিয়ে অন্য দিকে তাকাই তাহলে কেমন সম্ভব হবে শিক্ষার মান উন্নয়ন ।
তবে তাদের বেতন বৃদ্ধি করলেই যে শিখার মান বেড়ে যাবে না তা কিন্তু নয় । মূলত যাত্রাটা শুরু হবে মাত্র তখন ।



‪#‎Ronykhan_ron‬

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

খেলাঘর বলেছেন:

নেপোলিয়ন যা বলেছে, তা পুরানো।

আমি বলছি, দেশের প্রতিটি নাগরিককে আমরা শিক্ষিত করে তুলবো; কাউকে আরবে রাস্তাঘাট পরিস্কারের কাজ নিতে হবে না।

আগামীবার আমাকে quote করবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৯

রনিখান রন বলেছেন: আরবে রাস্তা ঘাট পরিস্কার না করে যদি নিজের দেশে করতে পারতাম তাহলে দেশ টা অন্য রকম হতে পারতো ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.