![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
নেপোলিয়ান বেনাপোট এর নাম হয়তো আমরা অনেক কেউ জানি ---
তার একটা বিখ্যাত বানী ছিলো ; তোমরা আমাকে শিক্ষিত মা দাও , আমি তোদের শিক্ষিত জাতি দিবো ।
তার কথাটা যথার্থই ঠিক ছিলো । আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা অনেক কেই দায়ী করে থাকি । কিন্ত একবারের জন্য ভেবে দেখার সময় পাই না ঐ শিক্ষা কে ছড়িয়ে দেওয়া মানুষদের সম্পর্কে । আমি আসলে শিক্ষিকদের কথাই বলতাছিলাম ।
দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের শিক্ষিকদের আমরা যথাযত সম্মান দিতে জানি না ।
একটা প্রাইমারী স্কুলের শিক্ষিক সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত পরিশ্রম করে যে টাকা বেতন পায় তা দিয়ে তার জীবিকা নির্বাহ করা অনেক দূরহই হয়ে উঠে ।
আমাদের দেশের শিক্ষিকরা পার্শ্ববর্তী দেশ হতে অনেক বেশিই কম বেতন পান জীবিকা নির্বাহ করার জন্য ।
অথচ প্রতিবছর সরকার বিভিন্ন দিকে হাজার হাজার কোটি টাকা খরচ করে । শিক্ষিক দের আর্থিক অবস্থার উন্নতির করতে হবে । যারা ঐ শিক্ষাটা কে ছড়িয়ে দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করে আছে তাদের দিকে যদি না তাকিয়ে অন্য দিকে তাকাই তাহলে কেমন সম্ভব হবে শিক্ষার মান উন্নয়ন ।
তবে তাদের বেতন বৃদ্ধি করলেই যে শিখার মান বেড়ে যাবে না তা কিন্তু নয় । মূলত যাত্রাটা শুরু হবে মাত্র তখন ।
।
।
#Ronykhan_ron
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৯
রনিখান রন বলেছেন: আরবে রাস্তা ঘাট পরিস্কার না করে যদি নিজের দেশে করতে পারতাম তাহলে দেশ টা অন্য রকম হতে পারতো ভাই
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
খেলাঘর বলেছেন:
নেপোলিয়ন যা বলেছে, তা পুরানো।
আমি বলছি, দেশের প্রতিটি নাগরিককে আমরা শিক্ষিত করে তুলবো; কাউকে আরবে রাস্তাঘাট পরিস্কারের কাজ নিতে হবে না।
আগামীবার আমাকে quote করবেন।