![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি-
মনে কি পড়ে তোমার সেই হিজলতলের স্মৃতি?
যেথায় ঘটেছিল সেদিন জোড়া খানেক প্রেম-পিরিতি ?
নয় নয়টি বছর হয়ে গেল তবু সেসব যেন দুচোখে ভাসে
ভুলতে চাইলেও হয়না ভোলা যেন ফিরে ফিরে আসে ৷
আতিক-
সেই আট জনের অনেকেই তো আজ বেধেঁছে ঘর
সালমান সহ আমি আজও সাজতে পারিনি বর,
তাহমিনা এখনো বউ সাজেনি রয়ে গেছে একা
সজলও তার পিছু ছাড়েনি সে যে বড্ড বোকা ৷
আমি-
আজো মনে পড়ে হৃদয় চিত্তে সে ব্যথাতুর ক্ষণ
বুক ভেঙ্গেছে তবু বলিনি তারে করেছিলেম পণ,
যারে ভালোবাসি সে সুখে থাকুক এই ছিল ব্রত
শত বিরহ যাতনা জেগেছে সয়ে গেছি অবিরত ৷
আতিক-
এখন কেন আফসোস করো সময়ে যা হয়নি বলা
নিজের মনে নিজে কুঠার মেরেছো করে অবহেলা,
শুনেছি সে সুখেই আছে হাসি খুশিতে ভরা পরিবার
হারানো জিনিষে মায়া রেখনা ভুলে যাও অধিকার ৷
আমি-
কি হতো বলে সেদিন কেউ পায়নি তো আপন করে
কিছু স্মৃতি জমা হতো বয়ে যেতে হতো বছর ভরে ,
নিজে নিজেই বিরহে ভোগী করিনি তাকে আমন্ত্রণ
সেও যদি আমার মত হতো কেমনে সইতে সেই ক্ষণ?
আতিক-
আজও হয়নি জানা সে ঘটনায় কি হলো লাভ-ক্ষতি
আবেগী হয়েই ঐসব করেছি কৈশোর বয়সের গতি,
মুচকি হেসে বিনোদিনী চলে গেছে হয়না আর দেখা
শত স্মৃতি জমিয়ে রেখেছি স্মৃতিপটে তার ছবি আঁকা ৷
আমি-
বুঝিবে কিসে অস্থির মনা সবে না বলায় কত যে শান্তি,
ভয় করি করতাম সেদিন যদি হত কোনোও ভুল ভ্রান্তি!
আতিক-
যা হবার তা হতো সেদিন পেয়ে যেতে প্রকাশের সুখ
প্রেমানলে দগ্ধ হতে হতোনা এমন হালকা হতো বুক ৷
আমি-
চাঁদকে সবে বড্ড ভালোবাসি গায়ে মাখি তার আলো,
কেউ কি বলতে পারো সে কাউকে কি বাসে ভালো?
আতিক-
কিশোর বেলায় দিয়ে মন বলতে পারোনি ভালোবাসি,
মনের কথা মনে রইলো বারটি বছর থেকে পাশাপাশি ৷
আমি-
বলি বলি করে হয়নি বলা হেরেছি বিবেকের কাছে ,
বামন হয়ে চাঁদে হাত বাড়াই লোকে যদি বলে পাছে !
আজ কাল করে কত সহস্র দিন যে ভেবেছি এ কথা
উপন্যাস রচে পায়েল বানাবো তারে বুঝবে প্রেম-গাঁথা ৷
ভেবেছি ডায়েরী দিয়ে জানাবো ভালোবাসার কাহিনী,
পুষ্পকাননে আমি মালী ছিলাম সে ছিল প্রিয় মালিনী ৷
©somewhere in net ltd.