নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার বাংলােদশ

বাংলা ভালবাসি,ভালবাসি বাংলার আকাশ বাতাস,বিদ্রোহ করি বাংলাকে যারা শষান করতে চায় তাদের বিরুদ্ধে।

ভালবাসার বাংলােদশ › বিস্তারিত পোস্টঃ

ভোট ছাড়া এমপি মন্ত্রী ওলাদের নাচুনি এবার মেয়র ইলেকশনে বুঝা যাবে।

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৭

চুরি ছাড়া বা বিনা ভোট ছাড়া বর্তমান সরকারের কেউ তথাকথিত এমপি মন্ত্রী হতে পারবে না। কারন তারা এমন এমন পাপ করেছে তারা ভাল করেই জানে জনগন তার গোপনে ব্যালট দিয়ে দে্বেই দেবে। বর্তমান সরকারের এমন যে ভাবখানা তারাই যেন মানুষের হায়াত মউতের ধারক।(নাউযু) । তিন তিন বারের একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে তারা যে কি অমানবিক অন্যায় আচরন করছে তা তারা ভাল করেই জানে। জনগনও দেখেছে। সুতারং তাদেরকে শুধু গোপনেই জনগন শিক্ষা দিতে পারে। সেই শিক্ষা অতীতেও দিয়েছে। ভবিষ্যতেও দিবে। আওয়ামী লীগকে তাই নির্বাচনে জিতার জন্য অন্য পথ দেখতে হবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা অন্য পথ খুজছেও। যেমন বিরোধীদলের সব নেতা কর্মীদের জেলে দিয়ে তারা একতরফা ইলেকশন করা চেষ্টা করছে। মনে করেছিল ৫ তারিখের মত ই খোলঅ মাঠে গোল দিবে। কিন্তু সমস্যা করে দিল। এবার আর রক্ষা নাই।
চুরি করেও কুলাতে পারবে না। জনগনের মধ্যে গনজোয়ার সৃষ্টি সময়ের ব্যপার মাত্র। বাকীটা সময়ই বলে দিবে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪২

জিনিয়াস পাগল বলেছেন: ঠিক বলেছেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.