নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার বাংলােদশ

বাংলা ভালবাসি,ভালবাসি বাংলার আকাশ বাতাস,বিদ্রোহ করি বাংলাকে যারা শষান করতে চায় তাদের বিরুদ্ধে।

ভালবাসার বাংলােদশ › বিস্তারিত পোস্টঃ

মল-মূত্রের উপরে দাড়িয়ে পরিষ্কার হওয়া যায় না।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪

মল মূত্রের উপর অবস্থান করে কখনো পরিষ্কার হওয়া যায় না। বা পরিষ্কার হওয়ার কথা বলা যায় না। যতই আতর গোলাপ ছিটানো হোক কোন লাভ হবে না। ঐ ময়লার উপর দাড়িয়ে মিলাদ পড়ালেও তা হালাল হবে না। ঐ ময়লা থেকে যতক্ষন সরে না আসা যাবে ততক্ষন যতই পরিষ্কার হওয়ার কথা বলা হোক না কেন তা কোন কাজে আসবে না।
এই সরকার একটা অবৈধ প পন্থা অবলম্বন করে ক্ষমতা ধরে রাখার চেষ্টায় লিপ্ত। যতই উন্নয়ন করা হোক কোন লাভ হবে না। কারন ময়লায় অবস্থান করার মতই একটা কলঙ্কজনক নির্বাচন করে এই সরকার ক্ষমতায়। এটা কোন মতেই মানুষ ভূলে যাবে না। বাংলাদেশের ১৭ কোটি মানুষ্ই পাগল হতে হবে। তার পর হয়তো এটাকে বৈধ বলা যাবে। গৃহপালিত একটা বিরোধী দল বানিয়ে আজব এক নজির স্থাপন করেছে এই সরকার। যে বিরোধী দলে প্রধানকে জেলে নিয়ে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। যে বিরোধী দলের এক নেতা( বাবলু) সরকারের বদনামি সহ্য করতে পারেন না। এমনই এক আজব সরকার এই জাতির গাড়ে অবস্থান করছে। তথাকথিত উন্নয়ন দিয়ে এটাকে বৈধ বানানো যাবে না। দ্রুত নির্বাচনই এক মাত্র সমাধান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.