![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের মান বলতে কি বোঝায়? তার আগে সম্ভবত প্রশ্ন আসে "মান" বলতে বোঝায়? যখনই মানের প্রশ্ন আসে তখনই তুলনার বিষয় চলে আসে। কোন একটা কিছুর মান ভালো বা খারাপ বলতে হলে সেই কিছুটাকে অন্য কোন কিছুর সাথে তুলনা করতেই হবে। তাই ব্লগের মান বলতে একই কনস্ট্রাকটের অন্য কিছুর সাথে এই ব্লগের তুলনা চলে আসে। যেহেতু সামহোয়ারইনের সাথে তুলনা করা যায় এমন কোন বাংলা ব্লগ দেখছি না, সেহেতু বর্তমান ব্লগকে ফেলে আসা ব্লগের তুলনায় মানহীন বলছি।
প্রসংগ কবিতা
প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেয়া উচিত - আমি কবি বা কবিতা বিদ্বেষী নই। সাহিত্য বা আরো বড় দাগে সৃষ্টিশীলতার যতগুলো মাধ্যম আছে তার মাঝে কবিতা বোধকরি সবচেয়ে সুন্দর, সাবলীল, স্নিগ্ধ! কবি মানুষের কথা বলে, কবি জীবনের কথা বলে, কবিতা ছোট ক্যানভাসে আস্ত জীবনের গল্প নিয়ে আসে - ডালিম গাছের তলে শুয়ে থাকা দাদীর গল্প, কাজলা দিদির গল্প, মায়ের কোলে ফিরে গল্প শুনতে পারার আকুতির গল্প। কবিতা মাত্র দুই লাইনে জীবনের গভীর বোধের কথা বলে "নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝোনা।" কবিতা মেঘলা দিনে দেখা কালো মেয়ের কালো হরিন চোখের গল্প বলে, বলে সাদা বা কালো সব বাইরে, ভেতরে সব সমান - কবিতা সমানাধিকারের কথা বলে, সাম্যের গান গায়। কবিতা যুদ্ধের ভয়াবহতার কথা বলে "নেভার সাচ ইনোসেন্স এগেইন।"
বর্তমানের সামহোয়ারইনে আমরা কী দেখছি, কী কবিতা পড়ছি? এগুলো কী কবিতা (সবাইকে বলছি না)। আচ্ছা কবিতা লিখতে ইচ্ছুক এমন সবার লেখা প্রতিষ্ঠিত কবিদের মত হবে না। সে মেনে নেয়া গেলো - একদিন লিখতে লিখতে হয়ে যাবে। আবার এও ঠিক কবিতার মানের লিটমাস টেস্টও পরিবর্তন হয়, হয়েছে এবং হবে। দাশ বাবুকে একদিন কুলীন শ্রেনী মেনে নিতে না চাইলেও আজ আধুনিক কবিদের মাঝে তিনি সবচেয়ে জনপ্রিয়। মানুষ মায়ের পেট থেকে পরেতো আর লিখতে শিখে যাবেনা। সে প্রত্যাশা করা উন্মাদের প্রত্যাশা হতে পারে, সাধারণ বুদ্ধির মানুষের নয়। কেউ প্রথম চেষ্টায় প্রমথ চৌধুরীর মত প্রবন্ধ বা জসীমউদদীনের মত কবিতা লিখবে এ কী হয়! সময় লাগবে। কিন্তু তাকে "অখাদ্যের" জন্য বাহাবা দিয়ে "কবি, বাহ বাহ বাহ!!" কিন্তু তার নিজের বিকাশের অন্তরায়, ঠিক যেমন "অতি মাতৃপ্রেম" বাচ্চার জন্য ভালো নয়।
আবার যখন কেউ কবিতার নামে নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়নে নামে তখন সেটা চোখে পরে। যিনি কবিতা লেখেন (অথবা চেষ্টা করেন) তিনি মানুষ। রাজনৈতিক জীব হিসেবে তার কোন দলকে সমর্থন করার একশত ভাগ স্বাধীনতা রয়েছে। কিন্তু কিছু বিষয় থাকে যা রাজনৈতিক মতের বাইরে, যেখানে তর্ক চলেনা, যা অস্বীকার করা যায়না, যা অস্বীকার করাকে স্বাধীন মতপ্রকাশ বলা যায়না। ইউএসএর মত দেশে যেখানে ফার্স্ট এমেন্ডমেন্টের জোরে দেশের প্রেসিডেন্টকে "*াক অফ ইউ পিস অব *ট" বলা যায়, সেই দেশে পারলে নাৎসিজম নিয়ে কথা বলুন, এন্টিসেমেটিক ভাবধারার কথা বলুন। না ও বলা যায়না, কিছু জিনিস বলা যায়না, অস্বীকার করা যায়না।
২৫ মার্চ ১৯৭১। বাংলাদেশের ইতিহাসে, বাংলার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। ভয়াবহ সেই কালো রাতে মানুষ ভীত হয়েছেন, আকস্মিক আক্রমনে হতচকিত হয়েছেন, জীবনের জন্য ভয় পেয়েছেন। কিন্তু তাঁরা সেদিন নেতৃত্বহীন ছিলেন না। সেদিন হঠাৎ কোথা থেকে একজন উড়ে এসে জাতিকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব বুঝে নেননি, কেউ নেতার হয়ে ব্যাটনটা হাতে তুলে নিয়েছেন পরের কারো হাতে তুলে দেয়ার জন্য। মেজর জিয়াকে গ্লোরিফাই করার জন্য ইতিহাসকে বিকৃত করার কী প্রয়োজন? স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা যদি ইতিহাস বিকৃতি হয়, তবে সে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, একটা প্যারাডকক্সে পরিনত হয়।
একটা কবিতা (অথবা কবিতা চেষ্টা) কি স্বাধীনতার মত বড় একটা মহান বিষয়কে ছোট করতে পারে, এর ঔজ্বল্য কে ম্লান করতে পারে? না, পারেনা। কিন্তু সমস্যা হচ্ছে মুলধারায় এর প্রবেশের পথ করে দিতে পারে। ইতিহাসকে অনেকদিন দাবিয়ে রাখা হয়েছে, অনেক বিকৃতি হয়েছে, মানুষের মাঝে ভুল ধারণা ঢুকিয়ে দেয়া হয়েছে। আর নয়, আর সুযোগ দেয়া নয়। গতকাল প্রথম আলো পত্রিকায় দেখলাম মুক্তিযুদ্ধ নিয়ে পিএচডি গবেষণা হয়েছে মাত্র গুটিকয়, ৫০টি ও নয়। যা হয়েছে তার অর্ধেক গত কয়েক বছরে। কেন এমন হয়েছে বুঝতে পারেন? আর কত এদের সুযোগ দেবেন? আর কত!!
[এই পোস্ট আপডেট হতে পারে]
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
আরইউ বলেছেন: মন্দ নয়, একদম মন্দ নয়, সাজিদ!
২| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাইনোকুলার নিয়ে গ্যালারিতে বসলাম।
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
আরইউ বলেছেন: স্বাগতম সম্রাট। গ্যালারিতে আপনার সময় ভালো কাটুক।
৩| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৫
কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ বিয়া করছেন ?
( সরি ইহা একটি ব্যক্তিগত প্রশ্ন... ওস্তাদের অনূভুতিতে লাগিলে কুঁড়ের বাদশা দায়ী নহে )
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২০
আরইউ বলেছেন: হা হা হা। আমার একটা বাচ্চা আছে- একটা মেয়ে। ধন্যবাদ!
৪| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২০
আহলান বলেছেন: হুমমম ... !! কালের দংশন ..
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২২
আরইউ বলেছেন: হয়ত! সময়ের সাথে সাথে সবকিছু বদলায়, এটা সত্য। সেই বদলানোকে অ্যাপ্রাইজও করতে হয়। সেই চেষ্টাই করছি।
৫| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৬
কুঁড়ের_বাদশা বলেছেন: হা হা হা। আমার একটা বাচ্চা আছে- একটা মেয়ে। ধন্যবাদ!
তা ওস্তাদ বউ বাচ্চা রেখে মানহীন কবিতার পিছনে লেগেছেন কেন!
ব্লগে পোলাপান লিখছে, লিখুক । লিখতে দিন...
পারলে সবাইকে উৎসাহ প্রদান করুন,তারাও একদিন ভাল করবে... এভাবে ওদের লজ্জা দিলে কেউ আর লিখবে না। তখন আপনার সমন্ধে ভেবে নিবে, যে আপনারও চাঁদগাজী দাদার মত বয়স বেড়ে। ধন্যবাদ।
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫
আরইউ বলেছেন: প্রিচিং করার জন্য ধন্যবাদ কুঁড়ের_বাদশা। বউ-বাচ্চা-স্বামী রেখে ব্লগে কবিতার পেছনে সময় দেয়া যাবেনা এটা কেনো মনে হচ্চে আপনার? আমি কাউকে লিখতে নিষেধ করিনি। যে লেখার সে লিখছে, আমি পড়ছি, পড়ে সমালোচনা করছি।
সমালোচনা উৎসাহ নয়?
৬| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৯
তারেক_মাহমুদ বলেছেন: হতাশ করলেন, ভিতরে কিছুই নেই, আপডেট কখন হবে?
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৬
আরইউ বলেছেন: দুঃখিত তারেক। আমি ধীরে ধীরে কিছু লেখা সংযোজন করবো। ভালো থাকুন!
৭| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬
কুঁড়ের_বাদশা বলেছেন: বউ-বাচ্চা-স্বামী রেখে ব্লগে কবিতার পেছনে সময় দেয়া যাবেনা এটা কেনো মনে হচ্চে আপনার?
মানছি,বর্তমানের কবিতাগুলো মানহীন
কারণ এখন পোলাপান লেখে শুধু
ওরে জরিনা..
ওরে সখিনা..
টাইপের !
বুঝলাম আপনি বিবাহিত মানুষ,আগের মত আপনার আবেগ নাই।আপনার পড়তে ইচ্ছে না করলে অন্য কিছু পড়েন। এমন পোষ্ট অর্থহীন বলে মনে করি।
বর্তমান প্রজন্মের মানহীন কবিতা লেখে একটা পোষ্ট দিয়ে নিজেকে মহাজ্ঞানী প্রমাণ করার চেষ্টা করছেন। এটা কোন ধরনের সমালোচনা? বিস্তারিত বুঝিয়ে দিবেন কী ?
২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
আরইউ বলেছেন: কোন কিছুকে অর্থহীন মনে করার পূর্ণ স্বাধীনতা আপনার আছে, সেই স্বাধীনতা আমি সন্মান করি।
আমি ব্যস্ততার কারণে পুরো পোস্ট লিখিনি। এখনি কিছু টেক্সট সংযুক্ত হয়েছে। হয়ত পরে আরো করবো।
৮| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯
কামরুননাহার কলি বলেছেন: বুজতেছি না কিছুই!!!!!
২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
আরইউ বলেছেন: আমিও বোঝার চেষ্টা করছি, কামরুননাহার!
৯| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯
শায়মা বলেছেন: ভাইয়া
আমাদের প্রিয় সামহ্যোয়ারইন ব্লগ মূমুর্ষ!!!
দিনে দিনে আজেবাজে নিক, বাজে ছবি ফ্লাডিং এসব দেখেও ভয়ে থাকি....
আগে সারাক্ষন পেইজ ওপেন রেখে উঠে যেতাম।
এখন ভাবি বাপরে কখন আবার কার কোন পোস্ট খুলে রাখি আর এইসব ছবি স্ক্রিনে দেখে আমার মান ইজ্জত ডুবায় !!!!!!
২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
আরইউ বলেছেন: শায়মা, আপনার উপস্থিতি আনন্দ দেয়।
কমেন্ট ফ্লাডিং আগেও হয়েছে, কিন্তু এবার যেটা দেখলাম তা... বলার ভাষা নেই। আমি ভিক্টিম ব্লগারের কাছে দুঃখ প্রকাশ করেছি। এটুকু ছাড়া আর কী করতে পারি বলুন?
১০| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫২
সুমন কর বলেছেন: মন্তব্য ১০ই আসল কথা !! পোস্ট খুলতে ভয় হয় !!
২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
আরইউ বলেছেন: কথা সত্য, সুমন।
১১| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫
ঢাবিয়ান বলেছেন: কবিতার পোস্টগুলোর জন্য আলাদা সেকশন খুললে ভাল হয়। যারা কবিতা পছন্দ করে তারা সেই সেকশনে ঢু মারবে। প্রথম পাতায় চার পাচটা কবিতার পোস্ট আসলেই অত্যন্ত বিরক্তি উৎপাদন করে।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৩
আরইউ বলেছেন: আমি আপনার সাথে একমত, ঢাবিয়ান! তবে সম্ভবত বিষয় ভিত্তিক ব্লগ আছে।
১২| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬
নূর আলম হিরণ বলেছেন: আগে পুরু লিখুন তারপর পোষ্ট করুন। এভাবে লিখা বিরক্তিকর।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫
আরইউ বলেছেন: আপনাকে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত, নূর। পোস্টে লেখা সংযোজিত হয়েছে। পরে আবারও আরো কিছু যোগ করতে পারি।
এবার পোস্টের বিষয়ে আপনার মতামত কি আমি জানতে পারি?
১৩| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: এই মান মান করেই তো আমিও চিন্তায় পড়েছিলাম ভাইয়া। ভালো লেখার মানদন্ড কি বা কি কি হতে পারে জানতে চেয়ে...
http://www.somewhereinblog.net/blog/Ochinpakhi/30226112
~~ব্লগ- ২০১৭~~ জরীপ ও প্রাপ্ত ফলাফল ও আমার স্বজনপ্রীতিমূলক প্রাপ্তিগুলি
১। কারা কারা এ বছরে পদার্পন করে সকলের মন জয় করে নিয়েছে। ( ৫ জনের নাম)
ক) তাদের অন্তত একটি করে সেরা লেখার নাম ও ব্লগ লিংক
খ) লেখাগুলি সেরা মনে হবার অন্তত ১-৩টি কারণ
গ) সেরা লেখার মানদন্ড কি মনে হয়( যদি জানা থাকে বা ভাবতে ইচ্ছে করে ) এবং সেই মানদন্ড আপনার প্রিয় লেখকের লেখায় আছে কিনা? ( অপশন্যাল)
২। পুরাতন লেখকদের মানে ২০১৭ এর আগের যে কোনো ব্লগারদের ....
ক) সেরা ১-৩ টি লেখা ( ব্লগ নিক/ লিঙ্ক ও লেখার নাম ও পরিচয় মানে লিঙ্ক)
খ) লেখাগুলি সেরা মনে হবার অন্তত ১-৩টি কারণ
গ) সেরা লেখার মানদন্ড কি মনে হয়( যদি জানা থাকে বা ভাবতে ইচ্ছে করে ) এবং সেই মানদন্ড আপনার প্রিয় লেখকের লেখায় আছে কিনা? ( অপশন্যাল)
আসলেই মানদন্ডগুলি নিয়ে আলোচনা হলে হয়ত এই ধরণের সমস্যা বা বিরক্তি বা তর্কাতর্কিগুলি কমে যেত। আমি নিশ্চিৎভাবে বলতে পারি মানসন্মত ও মানহীন কথাগুলি শোনামাত্র কারো কারো গাঁয়ে লেগে যাবে কারণ আমরা সবাই আসলে একটু হলেও লেখার সময় হয়ত চিন্তা করি আমার লেখাটা ভালো হচ্ছে তো? এই ভালো হওয়াটাই আসলে মান। কিন্তু কি বা কতটুকু ভালো তা আমরা জানিনা বা বুঝিনা ... কারণ ভালো লেখার কোনো নির্দিষ্ট মানদন্ড আসলেই নেই। তাই একজন মানহীন লেখকই হয়তো লিখতে লিখতে একদিন মানসন্মত লেখক হয়ে ওঠে। এই লিখতে লিখতে মান সন্মত হবার পিছে কিছু ক্রাইটেরিয়া আছে সেটা হয়ত মানদন্ড-
যেমন-
১। শুদ্ধ বানান
২। শুদ্ধ বাক্য গঠন
৩। শব্দ চয়ন
৪। ছন্দ বা মাত্রিক ব্যপার মাথায় রাখা
৫। থটফুল বা সুচিন্তিত টপিক ও কনটেন্ট
৬। মিনিংফুল কনক্লুশন
৭। ............
...........
১০০০০০০০০........ ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি .....
তাই লিখতে গেলে সমালোচনা শুনতে হবে। রেগেও যেতে পারে অনেকেই নিজের সমালোচনা সহ্য না করতে পেরে। রেগে মেগে যা ইচ্ছা তাইও বলে ফেলতে পারে। আপনার পছন্দ না হলে দূরে গিয়ে মরেন আমি আমার কাজ করবোই এমন তেমন বলে।
তবে বুদ্ধিমান লেখক বা মানুষের কাজ হলো শোনা, সমালোচনার জবাব আরও উলটা পালটা না দিয়ে ঠান্ডা মাথায় নিজেকে উন্নত করা। নিজের কাজের উন্নতি আনা। আবার দু মুখো সাপও হওয়া যেতে পারে। রাগও দেখানো আবার তলে তলে প্রাণপন চেষ্টা করা।
তবে রেগে মেগে কিছু চেষ্টার চাইতে ঠান্ডা মাথায় চেষ্টা বেশি সফল হয় কাজেই কেউ কখনও কিছু পড়ে প্রতিবাদ করলে সেটা যতক্ষন অশালীন আক্রমন না হয় ততখন ঠান্ডা মাথায় মোকাবেলা করা ও নিজেকে উন্নত করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।
এসব অবশ্য আমি পন্ডিৎ এর বাণী।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৮
আরইউ বলেছেন: আপনার বাণী আমার খুব ভালো লেগেছে, শায়মা। চমৎকার বলেছেন। আপনি ঠান্ডা মাথার মানুষ আমি জানি। ও, আমিও কিন্তু খুবই ঠান্ডা মাথার মানুষ। হা হা হা।
১৪| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬
নাগরিক কবি বলেছেন: সাধারণত ব্লগে লগ ইন না করেই এখন ব্লগ পড়ি। কারণ মন্তব্য ও প্রতিউত্তরের একটা ব্যাপার আছে। এটা একটা দায়িত্ব ও সৌজন্যদাতা ও বলতে পারেন। আপনার এইরক একটা পোস্ট দেখে অবশেষে লগ ইন করতেই হলো।আমি ছোট মানুষ, বেশি কিছু বুঝিনা। তবে শুধু এটাই বলবো, আজকাল জীবনানন্দ বলতে মানুষজন হুমড়ি খেয়ে পড়ে। আবার এককালে প্রতি সন্ধ্যায় বুদ্ধদেব বসু ও তার কবিতার মচ্ছবে হাংরিদের নিরক্ষর বলতো....
আশাকরি বুঝেছেন...
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:১০
আরইউ বলেছেন: মানছি নাগরিক। আমি বলছি না কবিতা দাশ বাবুর মত হতে হবে। আমি বলছি কবির সমালোচনা করতে হবে। কবিকে সমালোচনা শুনতে হবে। কবিকে দায়িত্বশীল হতে হবে। সবচেয়ে বড় কথা পাঠককে দায়িত্ব নিতে হবে কবিকে দায়ত্বশীল করতে।
১৫| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬
শাহ আজিজ বলেছেন: এত টেনশন লইয়েন না । লিখতে দিন , চর্চা করতে দিন , একসময় দাড়িয়ে যাবে। গত বেশ কিছুদিন একটি পোস্টে দেদারছে যৌন ক্রিয়ার কায়দা কানুন দেখে চোখে এলারজি হওয়াতে কাল ওষুধ কিনে আনলাম। দেখুন ঘরে সেয়ানা মেয়ে থাকলেই পোলাপাইন উকি ঝুকি মারবে, ইটে বাধা চিরকুট আসবে । সামুর একটা সময় ছিল , আবারো ফিরে আসবে সেই সময় । শুধু মডু মডু করে চিৎকার না করে সেলফ ডিফেন্স নিন। আর আপনি বা আপনারাই কে হে সিদ্ধান্ত নেবার কে কি লিখবে , কার পোশাক আশাক কেমন হবে , কপি কপি বলে চিল্লাবেন । উপরে কেউ একজন বলেছেন প্রতি বিভাগ আলাদা করার । দারুন উপদেশ, একসময় আমিও বলেছি কারন চায়না ফোরামে ঠিক এই ব্যাপার চর্চা হয়। এতে অনেকেই রাহুমুক্ত হবেন , লজ্জা পাবেন না ইত্যাদি। আপনারা লিখুন, সামু খুলেছে ভাবনা চিন্তা করেই , এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যাতে পৃথিবীর সব বিষয় আসতে পারে এবং আসবে। নো টেনশন ।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:১১
আরইউ বলেছেন: নাহ শাহ, টেনশন নিচ্ছিনা। একদমই না!!
১৬| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: আপডেট কি আদৌ হবে?
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩
আরইউ বলেছেন: ভালো প্রশ্ন রাজীব। আমার নিজেরই সন্দেহ ছিল আপডেট হবে কি না। কিছুটা হয়েছে। সামনে হয়ত আরো হবে।
১৭| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনি একটি গুরুত্বপূর্ন বিষয়ে লিখেছেন। সামহোয়্যারইন ব্লগ কি, তা কিভাবে চলে এবং কারা লিখেন এই সব বিষয় আপনারা অবশ্যই জানেন। তবুও অনেক নতুন ব্লগার সাম্প্রতিক সময়ে ব্লগিং করছেন, তাদের কথা মাথায় রেখে কিছু পুরানো বিষয়ে আবার বলছি।
১। সামহোয়্যারইন ব্লগ কোন ধরনের কন্টেন্ট জেনারেট করে না, কন্টেন্ট প্রিজার্ভ করে। অর্থাৎ সামহোয়্যারইন ব্লগ নিজস্ব কোন লেখক দ্বারা লেখা প্রকাশ করে না, বরং বিভিন্ন ব্লগারদের প্রকাশিত লেখা এখানে সংরক্ষিত হয়। সামহোয়্যারইন ব্লগ একটি স্বাধীন মত প্রকাশের মাধ্যম। এই স্বাধীন মত প্রকাশকে অনেকেই অপব্যাখ্যা করেন। অনুগ্রহ করে ব্লগনীতিমালা যদি কেউ পড়েন, তাহলে স্বাধীন মত প্রকাশ সম্পর্কে ধারনাটি স্পষ্ট হবে।
২। সামহোয়্যারইন ব্লগ কোন নির্দিষ্ট গোষ্ঠির জন্য নয় বরং এটা বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ। যেখানে গল্প, কবিতা, ফিচার, যাপিত জীবন, ভ্রমণ, দর্শন নিয়ে লেখার পাশাপাশি নাগরিক সাংবাদিকতা নিয়ে যে কেউ লিখতে পারেন।
৩। একটা সময় ছিলো যখন এই ব্লগে দেশের অনেক প্রথম সারির সাংবাদিক, লেখকরা লিখতেন। কারন সেই সময় সামহোয়্যারইন ব্লগ সহ অল্প কয়েকটি ব্লগ ছাড়া মত প্রকাশের সুবিধা তেমন ছিলো না। পাশাপাশি প্রচারের দিক থেকে এগিয়ে থাকায় এক সময় সামহোয়্যারইন ব্লগে প্রচুর গুরুত্বপূর্ন এবং স্পর্শকাতর বিষয়ে লেখা প্রকাশিত হতে থাকে। অনেক সাংবাদিক যে লেখা এডিটর বা সংবাদপত্রের প্রকাশনীতি বা মালিকপক্ষের নীতির কারনে প্রকাশ করতে পাারতেন না, তারা এখানে ছদ্মনামে লেখা শুরু করেন। পরবর্তীতে, ২০০৯/২০১০ সালের পর থেকে ফেসবুক, টুইটার ইত্যাদির মত সামাজিক মাধ্যমগুলো যখন আরো বেশি ব্যবহারবান্ধব এবং প্রযুক্তি সুবিধা প্রাপ্ত হলো এবং সাধারন মানুষের কাছে পৌঁছারীনোর ক্ষেত্রে ব্লগের তুলনায় কম সময় লাগা শুরু হলো, তখনই মুলত ব্লগের কিছুটা ছন্দপতন শুরু হয়। এটার সাথে ব্লগার বা ব্লগের মানের কোন সম্পর্ক নেই। তবে অনেক সময় সামহোয়্যারইন ব্লগের কিছু কিছু কারিগরী ত্রুটি ব্যবহারকারীদের বিরক্ত করেছে। এছাড়া দল, মত, ইজম ইত্যাদি ক্যাটাগরীতে বিভক্ত হয়ে ব্লগে আসা বন্ধ করেছেন। এটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার।
আমি এমন অনেকেই দেখেছি, শুধুমাত্র ব্যক্তিগত হতাশা বা কাজে ব্যস্ত থাকার কারনে ব্লগে আসতে পারছে না কিন্তু ফেসবুকে লিখছে, ব্লগ আর আগের মত নাই।
৪। ২০১৩ সালে শাহবাগ মুভমেন্টের পর কিছু বিরূপ ধারনা ব্লগ এবং ব্লগারদের গ্রাস করে। একটা বিশেষ গোষ্ঠির প্রচুর সদস্য ব্লগ বা ব্লগিং কি তা না জেনেই ব্লগে রেজিস্ট্রেশন করে এবং শুরু হয় একটি অন্ধকার সময়। আনন্দের বিষয় আমরা শক্তহাতে সেই অন্ধকার সময় পার করেছি। অনেকেই সেই সময় বিফল হয়ে ফেরত গেছেন, অনেকে আবার ব্লগিং এ মজা পেয়ে থেকে গেছেন।
৫। বর্তমানে অধিকাংশ মানুষ বই বিমুখ, গত ১০/১২ বছরে বই প্রেমিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বলেই আমার বিশ্বাস। তাছাড়া যারা প্রতিষ্ঠিত লেখক, তাদের হাতে খড়ি হয়েছে ব্লগে। এখন অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, বই বের হচ্ছে, নিজেদের একটি অবস্থানে পৌঁছেছেন, এই মুহুর্ত ব্লগের জন্য আলাদা বা বাড়তি টাইম বের করা তাদের জন্য সত্যি সম্ভব নয়। অনেকেই বিষয়টি স্বীকার করেন, অনেকেই করেন অভিযোগ। এটা যার যার দর্শনের ব্যাপার।
৬। সহ ব্লগার একটি গুরুত্বপূর্ন ব্যাপার ব্লগিং এর ক্ষেত্রে। অনেকেই পরিচিত সহ ব্লগারদের অভাবে ব্লগে আসেন না। আসলেও কিছুটা হতাশা বিরাজ করে। যেমন সম্প্রতি ব্লগার প্রফেশর শঙ্কু নামে একজন গুনী ব্লগার দীর্ঘদিন পর গল্প লিখেছেন। আগে তার লেখা প্রকাশিত হওয়া মাত্রই পাঠক হুমড়ি খেয়ে পড়ত। কিন্তু আজকে দেখলাম মাত্র অল্প কিছু মন্তব্য।
তাহলে উনার কি লেখার মান হারিয়েছে? বিষয়টা মোটেই তেমন কিছু নয়। জাস্ট উনি আবার ব্লগে দুই দিন সময় দিক, অন্যদের ব্লগে মন্তব্য করুক, অথবা উনার আগের সহ ব্লগাররা জানুক, পরিস্থিতি এক মিনিটে পালটে যাবে।
যাইহোক, আশা করি আপনাদের নানামুখী আলোচনায় ভালো কিছু উঠে আসবে। শুভেচ্ছা রইল।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭
আরইউ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা! আপনার প্রথম পয়েন্টটা গুরুত্বপূর্ন। ব্লগ ইটসেল্ফ লেখা সেখানোর দায়িত্ব নেয়নি। তবে স্বাধীন মত প্রকাশের ঠিক সীমারেখাটা কী তা নিয়ে আলোচনা করা যেতে পারে। বঙবন্ধু স্বাধীনতা চাননি এমন ইঙিত দেয়া মত প্রকাশের স্বাধীনতা নয়। বাংলাদেশের মানুষ মেজর জিয়ার ঘোষণার আগে নেতৃত্বহীন ছিল এটা সত্য নয়।
আমি আপনার মন্তব্যের পয়েন্ট-বাই-পয়েন্ট জবাব দেয়ার চেষ্টা করবো বা এ নিয়ে আলোচনা করবো।
ধন্যবাদ!
১৮| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:০২
শায়মা বলেছেন: হা হা হা আই লাভ ঠান্ডা মাথার জিনিয়াস ভাইয়ামনি!!!!!!!
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৩
আরইউ বলেছেন: সে তো জানি!!
১৯| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:১৬
নূর-ই-হাফসা বলেছেন: সবার নিজস্ব কথা বলতেই পারে ,অন্যের ক্ষতি না হলেই হলো । তবে বিশেষ কোন ব্যক্তি কিংবা ইতিহাস রাজনীতি কিংবা ধর্ম ভিত্তিক লেখা অবশ্যই সঠিক হ ওয়া উচিত ।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৭
আরইউ বলেছেন: আমি আপনার সাথে একমত, নূর-ই-হাফসা! অন্যের ক্ষতি না করে নিজের কথা বলায় কোন দোষ নেই। কবি (বা একজন লেখক) ইতিহাসবীদ নন- ইতিহাসের সত্য-অসত্য তাকে তুলাদন্ডে পরিমাপ করে পরিবেশন করতে হবে এমনও নয়। সৃষ্টিশীল মানুষকে স্বাধীনতা দিতে হয়। কিন্তু কিছু বিষয় থাকে যা নিয়ে তর্ক চলেনা, যা ভুল ভাবে পরিবেশন করা উচিত নয়।
ভালো থাকুন আপনি।
২০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:১৭
সোহানী বলেছেন: যেহেতু আলোচনা শুরু করেছেন এবং পুরোনো ব্লগার হিসেবে যোগ দেয়ার তাগিদ অনুভব করলাম। আপনি কোন কবিতাকে ইঙ্গিত করছেন তা স্পষ্টই বুঝতে পারছি। তাই বলি অাপনার প্রসঙ্গ দুটি নাকি একটি? এলেবেলে কবিতা ছাপা হচ্ছে সেটা একটি প্রসঙ্গ আর কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রসঙ্গ .... সেটা ভিন্ন। যাহোক আপনার ক্ষোভ দ্বিতীয়টা নিয়ে। অার উপরের কাভা ভাই বা শায়মা সহ সকলেই উত্তর দিয়েছেন প্রথমটা নিয়ে। সেটার উত্তর চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন তারা। আমি শুধু একটু সহনশীল হবার কথা বলবো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রসঙ্গে । যে যার মত লিখুক, এটা স্বাধীন দেশ... বাক স্বাধীনতা সবা্রই আছে। আপনি এতে দ্বিমত প্রকাশ করতে পারেন কিন্তু বাধাঁ দিতে পারেন না বা সবার মুখ বন্ধ করতে পারেন না।
ভালো থাকুন সবসময়
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৬
আরইউ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সোহানী, এবং আলোচনায় স্বাগতম!
আমার প্রসংগ কবিতা এবং মূল থিম হচ্ছে "কবিতার মান"। কবিতার নামে "রাজনৈতিক এজেন্ডা ছড়ানোর চেষ্টা" এবং "ইতিহাসের বিকৃতি এবং ভুল তথ্য পরিবেশন" "কবিতার মান" এর সাথে সাংঘর্ষিক নয় বরং সম্পুরক।
বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমি যদি আপনাকে যা তা বলি আপনি কীভাবে নেবেন, হাউ উড ইউ রিঅ্যাক্ট? এই প্রশ্নের জবাবটা জানতে চাচ্ছি।
ধন্যবাদ আবারও।
২১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @সোহানীঃ
ঢের হলোগো এ'কদিনে
স্বাধীনতার তালিম;
চল্লো আপু গিইল্যা আসি
কবা'র মামা হালিম।
২২| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৪:০৫
নাগরিক কবি বলেছেন: সমালোচনা নিতে হবে, সমালোচনা করতে হবে - এ কথায় একশো ভাগ সমর্থন দিচ্ছি
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৭
আরইউ বলেছেন: চিয়ার্স, নাগরিক!
২৩| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৪:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় ভাই, আপনার পোষ্ট পড়েছি শিরোনাম দেখেই কৌতূহল হল তাই পড়েই গেলাম মন্তব্য প্রতিমন্তব্য সহ।
আমার কিছু কথা বলতে খুবই ইচ্ছে করছে, জানিনা কতটা ঘুছিয়ে বলতে পারবো। সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মতো নতুন অনভিজ্ঞ একজনের কথায় মনে কষ্ট না নেয়ার অনুরোধ।
প্রথমে মানহীন কবিতা প্রসঙ্গক্রমে বলতে চাই, ব্লগে অনেক খ্যাতিসম্পন্ন কবিরা তাদের মানসম্পন্ন কবিতা লেখেন তাদের কবিতা নির্বাচিত পাতায় অহরহ, প্রকাশ পাওয়া মাত্র নির্বাচিত পাতায় চলে যাচ্ছে নিশ্চয় ভালো মানসম্পন্ন বলেই।
অাবার ধরেন আমি কবিতার ক'ও বুঝি না তবুও কবিতার মতো অনেক লিখেই চলেছি, এক্কেরে মাননহীন কারণ আমার কোন কবিতা আজ পর্যন্ত নির্বাচিত পাতায় জায়গা করে নিতে পারেনি। তাতে কি, আমি বেহায়ার মতো লিখেই চলেছি, কয়েকমাস একটু ব্যস্ততার জন্য কমে গেছে হয়তো, তা নাহলে এতদিনে নির্লজ্জের মতো দুশো পুরা করেই ফেলতাম। এখন কথা হচ্ছে এই যে আমি নির্লজ্জের মতো মানহীন কবিতা লিখেই চলেছি তা কেবল কোন বাঁধা পাইনি বলেই। কেউ বলেনি এইসব মানহীন এবরা জেবরা কবিতা এই নামি দামি ব্লগে লিখা যাবেনা। বরঞ্চ আরো উৎসাহ পেয়েছি সবার কাছ থেকে, শ্রদ্ধেয় ব্লগারদের উদার উৎসাহদানে অনুপ্রাণিত হয়েছি আর লিখেছি। তাছাড়া ব্লগ নীতিমালাতে কোথাও মানহীন লেখা পোষ্ট করা যাবেনা লিখা না থাকার জন্যও হয়তো লেখার সুযোগ পেয়েছি। কিন্তু আপনি যেভাবে বলছেন, আমার মতো যারা মানহীন লেখা লিখে তারা ব্লগের সুনাম নষ্ট করছে তাতে নিজেকে অপরাধী ভাবতে শুরুকরে দিয়েছি। কারণ অনেক শ্রদ্ধা আর ভালোবাসা এই ব্লগটি জুড়ে আমার। কিন্তু আমার মানহীন লেখায় যদি ব্লগের সুনাম নষ্ট হয় তাহলে সেটা মস্ত বড় অন্যায় মনে করছি, যে অপরাধ আমাকে ভীষণ কষ্টের কারণ হবে। কারণ আমি ব্লগটিকে সুনামের সাথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।
এর আসি আপনার মূল যে বিষয়টি। আপনার সাথে আমার মতো সকলেই একমত প্রকাশ করবেন যে ইতিহাস বা বাঙালি জাতির স্পর্শকাতর জায়গা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে মিথ্যে বা ইতিহাস বিকৃত হয় তা লিখা যাবেনা।
এক্ষেত্রে আমার আরো একটু কথা হচ্ছে যে, মতের ভিন্নতা থাকতেই পারে, কেউ তার বিশ্বাস ভালোবাসা প্রকাশ করতেই পারে। সেক্ষেত্রে যেহেতু ব্লগ আলোচনা সমালোচনার জায়গা সেহেতু আপনি আলোচনা বা সমালোচনার মাধ্যমে সঠিকটা জানা থাকলে জানাতে পারেন, কিন্তু কাউকে তীক্ষ্ণ কথায় আঘাত করাটা কতটা অযৌক্তিক সেটা আপনি ভালো জানবেন আমার চেয়ে। সে তার বিশ্বাস লিখেছে, সেটা সঠিক নয় তা আপনি আলোচনার ঘরে সুন্দর করে সঠিকত্ব তুলে ধরলেই যথেষ্ট। এক্ষেত্রে আহমেদ জী এস ভাইয়ের পোষ্টটি বিবেচ্য। যারা ইতিহাস জানতে আগ্রহী, যারা সঠিক জানতে আগ্রহী তারা সঠিকটা খুঁজে ঠিকই বের করে নিবে। তাই ভুলটুকু আপনি সুন্দর করে আলোচনার ঘরে রেখে আসলে ইতিহাস সচেতন মানুষরা ঠিকই আপনার মন্তব্য পড়ে দেখতেন। তাতে লেখক পাঠকের মাঝে তিক্ততা না গড়ে সখ্যতা গড়তে পারতো
পরিশেষে আবারো বলছি ভাই, যদি আমার মানহীন লেখা ব্লগের সুনাম নষ্ট হওয়ার কারণ হয় তবে জানাবেন লিখবো না। কারণ আমি চাই না আমার জন্য প্রিয় ব্লগটির সুনাম নষ্ট হোক।
সবশেষে আমার কথাগুলো যদি আপনাকে সামান্য কষ্ট দিয়ে থাকে তাহলে ক্ষমা করে দিয়ে ডিলিট করে দিয়েন।
আপনার শুভ হোক এই কামনায়।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫
আরইউ বলেছেন: ধন্যবাদ নাঈম। আপনি চমৎকার গুছিয়ে বলেছেন।
আপনি একজন কবিতাপ্রেমী মানুষ আমি বুঝতে পারছি। ব্লগের প্রতি আপনার ভালোবাসাকে আমি কুর্নিশও জানাই। আপনার লেখার কারণে সামহোয়ারইনের সুনাম নষ্ট হচ্ছে এমন ভাবার কারণ নেই। আর আমি আপনাকে ব্যক্তিগতভাবে কিছু বলিনি।
নীতিমালা দিয়ে কবিতার মানোন্নয়ন করা যায়না, আসলে এক্ষেত্রে কোন নীতিমালা ইমপোজ করাই হয়ত সম্ভব নয়। বাট ইউ নো হোয়াট, পাঠক এবং একজন এসপিরেশনেল কবির মাঝে আলোচনা-সমালোচনার যে মিথষ্ক্রিয়া সেটা সম্ভবত কবিতার মানোন্নয়ন করতে পারে। আপনি একটা লেখা পোস্ট করে কয়টা মন্তব্য পেয়েছেন যা আপনার লেখাকে ক্রিটিকালি অ্যপ্রাইজ করেছে? আমি জানিনা ওভাবে সমালোচনা হয় কিনা বা কেউ ওভাবে রিভিউ করে কিনা।
এবার আসা যাক দ্বিতীয় প্রসংগে- আপনার বক্তব্য ডাবল স্টান্ডার্ড হয়ে গেলো। কিছু বিষয়ে মতের ভিন্নতা বলে কিছু নেই। আজ স্বাধীনতার (প্রায়) ৫০ বছর পরে আপনি যদি মত প্রকাশের স্বাধীনতার কথা বলে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে যান, মনের মাঝে ভিন্ন চেতনা পুষে রাখেন তবে সেই আপনার স্বাধীনতাকে আমি অস্বীকার করি! আপনার মনে যদি হয় বঙবন্ধু স্বাধীনতা না চেয়ে পাকিস্তানের ক্ষমতা চেয়েছে তবে বাংলাদেশের মাটিতে আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি প্রত্যাখান করি।
আবারো বলছি কিছু জিনিস আছে যাতে আমাদের জিরো টলারেন্স নীতি থাকা উচিত। স্বাধীনতার ইতিহাস সেগুলোর একটি।
ভালো থাকুন আপনি।
২৪| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিকই তো।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫
আরইউ বলেছেন: আপনাকে ধন্যবাদ মোহাম্মদ। ভলো থাকুন সর্বদা।
২৫| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১৩
মলাসইলমুইনা বলেছেন: ওপেন ফোরাম হিসেবেই ব্লগটা চলুক | শুধু নোংরামিটা যেন না হয় যেমন হলো গত সপ্তাহে নতুন নকীবের ক্ষেত্রে সেটা দেখতে হইব কঠিন ভাবে | মানুষ স্বভাবতই ডিফেন্সিভ ন্যাচারের | অনবরত হাবিজাবি লিখে কেউ হাততালি পাবে না ব্লগে আর হাততালিহীন অনন্তকাল ব্লগেও টিকে থাকতে পারবে না | অবেলায় ফোটা ফুল কুড়ি সব ঝরে যাবেই | যারা নতুন তারা এসব দেখে ভালো লিখতে চেষ্টা করবে নইলে জানবে তাদেরও জায়গা ছাড়তেই হবে | এই চেক এন্ড ব্যালান্সের মধ্যে দিয়েই ব্লগে ভালো লেখক/লেখিকা আসবে আর তাদের থেকেই ভালো লেখা পাওয়া যাবে বলেই আমি বিশ্বাস করি | ধন্যবাদ লেখার জন্য |
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩
আরইউ বলেছেন: ধন্যবাদ নাইমুল।
ব্লগে হাবিজাবি লিখে হাততালি পাওয়া যায় এবং মানুষ পায়ে আসছে। কারণটা পরিষ্কার। অনেক সময় দেখবেন একটা ভালো লেখা মাত্র দু'টো কমেন্ট, যার একটা লেখকের প্রতিমন্তব্য। আবার দেখবেন "বেহুদা" পোস্টে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে (এই পোস্টও তার একটা উদাহরণ হতে পারে)! এখানে "গিভ-এন্ড-টেক" ফেনোমেনন কাজ করে। এর দোষ নেই, হয়ত, হয়ত কমিউনিটি ব্লগিং এর জন্য এর প্রয়োজন আছে। কিন্তু, এর ডাউন সাইড হচ্ছে এর ফলে আপনি কন্সট্রাকটিভ সমালোচনা করতে পারবেন না অথবা সমালোচান থেকে বঞ্চিত হবেন।
ভালো থাকুন।
২৬| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৭
তারেক_মাহমুদ বলেছেন: কোন পোষ্টের প্রেক্ষিতে এই পোষ্টের উদ্ভব সেটা ভালই বুঝতে পারছি। আপনার বক্তব্যের সাথে আমার দ্বিমত নেই। তবে আপনার পোষ্ট দেওয়ার স্টাইলটা আমার পছন্দ হয়নি। প্রথমে আপনি শিরোনাম পোষ্ট করলেন তারপর চার লাইন, তারপর মুল বক্তব্য। এটা বিরক্তিকর, আপনি আগে পুরোটা রেড়ি করে তারপর পোষ্ট দিলেই ভাল করতেন। ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮
আরইউ বলেছেন: আমি দুঃখিত তারেক_মাহমুদ আপনার বিরক্তির কারণ হবার জন্য।
পোস্ট এভাবে দেয়ার একটা লজিক ছিল আমার কাছে। আমি ব্লগারদের রিঅ্যাকশন দেখতে চেয়েছিলাম। আমিতো বলতে পারি মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে আমি যেভাবে খুশি সেভাবে লিখবো (যদিও একটা কুযুক্তি)।
ভালো থাকুন।
২৭| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫
কলাবাগান১ বলেছেন: স্বাধীনতার এত বছর পরে এসেও ডিফাইনিং মোমেন্ট খুজে এর অছিলায় স্বাধীনতার ইতিহাস কে প্রশ্নবিদ্ধ....
নাগরিক কবি যে কবিতা লিখলেন স্বাধীনতাকে 'কটাক্ষ' করে...সেটা কি কেবলই কবিতা না রাজনৈতিক প্রপাগান্ডা???
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০
আরইউ বলেছেন: এবং দুঃখজনক হচ্ছে এদের পাল্লাটা ভারী, ঐ কবিতার কেউ সমালোচনা করলোনা। যারা বাহাবা দিলে তারা কেউ কি ওটা বুঝে পড়েছে!
নাগরিক কবির-র কবিতা আমি পড়িনি।
২৮| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখানে সবাই শিখতে আসে। পড়ে এবং লিখে সবাই শিখুক।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১
আরইউ বলেছেন: সমাহোয়ারইন প্রাথমিক বিদ্যালয়!!
২৯| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৪
তারেক ফাহিম বলেছেন: অামি জানার জন্য আসছি।
পাঠক হয়েই আছি, লিখতে পারি না, মন্তব্য করি।
লেখার প্রেরণা আসে বিজ্ঞ ব্লগারদের প্রেরণায়।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৬
আরইউ বলেছেন: ধন্যবাদ তারেক। মন্তব্য ব্লগিং এর সবেচেয়ে কঠিন কাজ। লিখতে তো সবাই পারে বভা সবাই লেখে; কয়জন মন্তব্য করতে পারে?
ভালো থাকুন।
৩০| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৭
রাফা বলেছেন: একুশ বছরের জন্জাল এখানেও হানা দিবে এটাই`তো স্বাভাবিক।ইতিহাস নতুন করে লেখা যায়না।ধুলোর আস্তরণের নিচে চাপা পড়লেও সত্যিকারের অনুসন্ধানকারিরা মাটি খুড়ে বের করে নিয়ে আসে।
তবে বিপরীত শক্তি তাদের প্রচেষ্টা অব্যাহত রাখছে বলে কিছুটা সময়`তো লাগবেই।কাঠালপাতা ভক্ষণকারি ও তাদের লালন পালনকারিরা যথা সময়ে আস্তাকরে নিক্ষিপ্ত হবে এটা আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি।
ভালো লিখেছেন,ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩০
আরইউ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন রাফা!
৩১| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে নতুনরা প্রথমে যতই ভাল লিখুক মূল্যায়ন হয়না।
ধীরে ধীরে তাকে উঠে আসতে হয়। পুরাতন যারা তাদের সামান্য লেখাও অসামান্য হয়ে যায়-লাইক, কমেন্টের ঝড় বয়।
লেখা যাই হোক পরিচিতির কারণে ভাল না লাগলেও বলে দেয় সুন্দর হয়েছে।
দৃষ্টি ভঙ্গি পাল্টানো উচিৎ।
ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩১
আরইউ বলেছেন: এটা সত্য, অনেকাংশে। তবে নতুন নয়, আগে থেকেই হয়ে আসছে।
আপনাকেও ধন্যবাদ মোঃ মাইদুল। ভালো থাকুন।
৩২| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
শায়মা বলেছেন: কবিতা হোক ছবিতা হোক আর যাই হোক ইতিহাস বিকৃত করা যাবে না।
একটি জাতীর ইতিহাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। নতুন দিনের মানুষের কাছে পুরোনো দিনের জয় বা পরাজয় সবই পৌছে দেবার দায়িত্ব ইতিহাসবিদ, লেখক বা কবি সবারই। এই লিখিত ডকুমেন্টগুলোই একদিন নতুনদেরকে জানাবে পুরোনোদিনের সত্য কথাগুলি।
রাজনীতিতে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই কিন্তু ইতিহাসে আছে। সত্যি বলতে আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাই মাঝে মাঝে আসলেই কি হয়েছিলো আমাদের জাতি বা দেশের সেদিনের ইতিহাসে?
যদিও আমরা ব্লগের লেখক বা কবিরা বড় বড় লেখক বা কবি নই যাদের লেখা টেক্সট বুকে যাবে বা বাচ্চারা পড়বে। তবুও আমরা তো পাঠকও। কাজেই ইতিহাস বিষয়ক যে কোনো লেখাই সঠিক তথ্য তুলে ধরার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে।
অবশ্যই ব্লগে ব্যাক্তি স্বাধীনতা থাকবে। মত প্রকাশের স্বাধীনতাও। তাই বলে কি নতুন নকীব ভাইয়ার ব্লগে যে ব্যাক্তি তার মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগ করে আজে বাজে ছবি দিচ্ছে সেটা বৈধতা পেয়ে যাবে???? কখনও না।
ঠিক একইভাবে দল মত নির্বিশেষে যদি কেউ নিজের দল নিয়ে একপেশে কিছু লিখেও ফেলে এবং অন্য দলের কেউ এসে প্রতিবাদ জানায়, তাকে তা ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে প্রমান করবার দায়িত্বও সেই লেখকের। এইখানে লেখক এবং পাঠক দু জনেরই সুস্থ্য সুন্দর আলোচনার অবকাশ আছে।
এতে রাগারাগি বা দলাদলির কিছু নেই। বরং সুন্দর আলোচনার মাঝে আসল সত্য অনুধাবন করে যে ভুল আছে সে নিজের ভুল তখনই শোধরানোর সুযোগ পাবে।
আর ইউ ভাইয়া তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ। এই প্রিয় হবার পিছে কারণ কি? আমি কি ব্যাক্তিগত তোমাকে চিনি? না আমি তোমাকে এই ব্লগ, লেখা এবং তোমার সুচিন্তিত মতামত ও ব্যাখ্যা দিয়েই তোমাকে চিনি। এই কারণেই তুমি আমার পছন্দের মানুষও। তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে পিছ পা হও না সে কথা নতুনেরা না জানলেও আমরা পুরোনোরা জানি। একই সাথে তুমি একজন জেন্টেল মানুষও। ( যদিও তোমার কবিতা বিদ্বেষী মনোভাব আগেও অনেকবার দেখেছি। )
যাইহোক, যে কবিতা নিয়ে তুমি এই পোস্ট লিখেছো বা আহত হয়েছো সেই লেখকও যে আমার অনেক প্রিয় মানুষ সেও এই ব্লগের কারো অজানা নয়। বরং তাকে তোমার চাইতে ব্লগ ছাড়াও ফেসবুকেও আমি একটু বেশি চিনি এবং জানি। তাই তোমরা যখন ভুল বুঝাবুঝিতে চলে যাও আমার খুবই খারাপ লাগে। যত ফানই করুক না কেনো বা তোমার কাছে ভুল একটিভিটি মনে হোক না কেনো আমার কাছে মনে হয়েছে সেও একজন জেন্টেলম্যান এবং ভালো হৃদয়ের মানুষ। কাজেই আমার অনুরোধ-
দুজনেই সুন্দর আলোচনায় সত্য মিথ্যা বা ভুল নিয়ে আলোচনা করে সত্যটাকেই প্রকাশের চেষ্টা করো। দলকানা বলে একটা কথা আছে । সেই কথাটাও মাথায় রেখে আলোচনা করো সত্যটাকেই প্রকাশ করতে এবং নতুনদেরকে জানাতে। তোমাদের মত জ্ঞানী, গুণী ও আমার প্রিয় দুজন মানুষের কাছে এটাই আমার চাওয়া। তোমাদের দুজনের কাউকেই হার্ট হতে দেখতে চাইনা ।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭
আরইউ বলেছেন: আমি ওনাকে চিনিনা, মানে ব্যক্তিগতভাবে চিনিনা। তবে ব্লগের বিতর্কিত নিকের সাথে তার মিল আছে, ভয়ঙ্কর ধরনের মিল। তাই আমার সন্দেহ উনি ঐ ব্লগার। যাইহোক আমার ধারণা ভুল হতে পারে। সন্দেহের বশে ওনাকে বিলিয়ার-এর পোস্টে ওভাবে বলা উচিত হয়নি। অন্যায় হয়েছে।
আমার বন্ধু আপনার বন্ধু বা আমার শত্রু আপনার শত্রু হতেই হবে এতে আমি বিশ্বাসী নই। আর উদার হস্তে প্রসংশা করার জন্য অনেক ধন্যবাদ শায়মা!
৩৩| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: গাইতে গাইতে গায়েন । কবিতা চর্চা করে উন্নতি সাধন সম্ভব। কবিতা ব্যাপক ক্ষমতাবান। অনেক সময় গ্রামারের তোয়াক্কা করে না । বানানের তোয়াক্কা করে না। সাহিত্যের অন্য যে কোন শাখার তুলনায় কবিতা তাই বেশি শক্তিশালী । আমার প্রত্যাশা মানসম্মত কবিতা লেখা । কবিতায় বাস্তবতা তুলে ধরা ।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮
আরইউ বলেছেন: আপনার প্রত্যাশা পুরণ হোক। ভালো থাকুন সেলিম!
৩৪| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: I am fed up.
Bye Bye tata Samu for few years.
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯
আরইউ বলেছেন: সে কী বিলিয়ার!!! এটা কোন কথা হলো??
৩৫| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিলিয়ার রহমান বলেছেন: I am fed up.
Bye Bye tata Samu for few years.
বিরক্ত হয়ে কয়েক বছরের জন্য সামু ছেড়ে চলে যাওয়াটা মানতে পারছি না মেয়াবাই! এসব থাকবেই, সাথে সবাইকে থাকতে হবে।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯
আরইউ বলেছেন: আমিও আপনার সাথে একমত সম্রাট!
৩৬| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: কথায় আছে প্রতিটি কবিকেই দার্শনিক হতে হয়। কবিতা লেখা গল্পের তুলনায় অনেক কঠিন। ঠিক যেমনটা ফুটবলে হয়, পেনাল্টি স্যুটাউট , পুরোখেলাটার কঠিনতম। এখানে স্বল্পবিস্তরে বৃহদ ভাবনা গেঁথে দিতে হয়। কবিতার ধরন আছে, যেমন আছে সামাজিক, তেমনি আত্মকেন্দ্রিক। কিন্তু কবিকে সর্বদাই মহান হতে হয়। লেখায় সার্বিক ভাবনা ফুটে না উঠলে তা আদৃত হওয়াটা বড্ড কঠিন। সকলে তা পারেনা। নিজের বিলাপ আর চাহিদা তুলে ধরতে অনেকে কবিতাকে আঁকড়ে ধরে। এখানে কিন্তু ঐ নবাগতটি নিষ্পাপ। কারন তার উদ্দেশ্য শুভ্র। কিন্তু সে মহান নয়। সে কবিও নয়। তবে এক প্রতিষ্ঠিত কবি বুঝতে পারবেন কবিতার সন্মোহন কে। কবিতার সঙ্গে থাকতে থাকতে ঐ নবাগতটিও সার্বিক ধারনাকে ছুঁয়ে ফেলবে। আর তাছাড়া সে মহানতার দিকে যখন পা বাড়িয়েছে তখন তাকে সেদিকে পথ করে দেওয়াটাই যথোচিত। রবীঠাকুরের প্রথম কবিতাও ছিল *** জল পড়ে পাতা নড়ে ****। তাই উদ্দেশ্য ভালো হলে ভবিষ্যত ভালো হবেই। আপনি অনেক শ্রদ্ধেয়। সবই বুঝেন। ভালো থাকুন, ভালো রাখুন।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪০
আরইউ বলেছেন: চমৎকার বলেছেন সঞ্জীব! ধন্যবাদ।
ভালো থাকুন।
৩৭| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০২
শায়মা বলেছেন: আমি জানি তুমি এমন ধারনায় বিশ্বাসী নও ভাইয়া আর তাছাড়া আমার এমনও মনে হয় তুমি আমার বা আমাদের অনেকের মতন ক্ষুদ্র বা সীমাবদ্ধ চিন্তার উর্ধে!
তোমার কাছে শেখার আছে অনেক কিছুই!!!! উদার হস্তে প্রশংসা হয়নি! ইহা অশেষ!
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২
আরইউ বলেছেন: এভাবে প্রসংশা করতে নেই শায়মা!! মারাত্মক লজ্জার বিষয় হয়ে গেলো দেখছি।
৩৮| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সোহানী বলেছেন: লেখক বলেছেন: বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমি যদি আপনাকে যা তা বলি আপনি কীভাবে নেবেন, হাউ উড ইউ রিঅ্যাক্ট? এই প্রশ্নের জবাবটা জানতে চাচ্ছি।
ব্যাক্তিগত আক্রমণ বা যা তা বলা এক কথা আর রাজনৈতিক ভিন্ন চিন্তাধারা পোষন করা ভিন্ন কথা। একটির সাথে আরেকটি কেন গুলিয়ে ফেলছেন বুঝতে পারছি না। বিলিয়ার যে সংকলন দিয়েছে সেটাতেতো মনে হয় না কাউকে ব্যাক্তিগত আক্রমন করেছে।
আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন।
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
আরইউ বলেছেন: যতদিন স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে আক্রমন, তা নিয়ে মিথ্যা অপপ্রচার, আপনার কাছে আপনাকে আক্রমন সমতুল্য মনে না হবে, যতদিন এই ইতিহাসকে নিজের মনে না করতে পারবেন ততদিন আমি কী বলেছি বুঝতে পারবেননা, গুলিয়ে যাবে!!
৩৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তরে কৃতজ্ঞতা, ভালো লাগলো। একমত পোষণ করি সবসময় আপনার দ্বিতীয়'তে বলা কথাগুলোতে।
বাঙালি জাতির গৌরবময় ইতিহাস সংস্কৃতি অবিকৃত থাকুক এটাই কাম্য সবসময়।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪
আরইউ বলেছেন: ধন্যবাদ, নাঈম। ভালো থাকুন।
৪০| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২২
কালীদাস বলেছেন: সকালে প্রথমবার পোস্টটা পড়ে হেসেছিলাম খানিকটা এরপর পেছনের পোস্ট দুইটা পড়লাম কিছু কমেন্টসহ। তারপর হা হা করে হাসলাম
কারণগুলো বলি।
প্রথমে আমার মত পুরা ব্যাপারটা নিয়ে। আমি আপনার গ্রাউন্ডকে সাপোর্ট করি; যদিও লীগ বা দল কোনটাকেই দুই চোখে দেখতে পারি না আমি এক অর্থে। বিলিয়ারকে যতটুকু চিনেছি আমি, উনি একজন আমুদে টাইপের ভদ্রলোক এবং আপনার চিন্তার মতই ওনার চিন্তা। পলিটিকাল ঐ পংক্তিটাকে উনি সেভাবে গুরুত্ব দেননি, সত্যি বলতে কি পাত্তাই দেননি; কারণ মার্জিনের বাইরে যায়নি (জামাতের ফেভারে যায়নি)। ভদ্রলোক সত্যি বলতে কি আপনাদের দুইজনের মাঝে পড়ে বিব্রত হয়ে চুপসে গেছেন।
প্রথমবার হেসেছিলাম আপনার পোস্ট পড়ে কবিতার সমালোচনার ধরণটা দেখে। আমি জানিনা শায়মা আপা আপনাকে আর আমাকে সেইম লোক মনে করে বসেছেন কিনা না মনে হয়, আমি অতটা মেধাবি না
আপনার সমালোচনাটা একটু বেশিই কড়া হয়ে গেছে। আপনার কমেন্টে আপনাকে পুরান পাপীই
মনে হয়, আপনি নিশ্চয়ই দেখেছেন আগেও ব্লগে কবিতার মাত্রা ভালই ছিল। ঝন্ঝার বছরগুলো পার করার পর যারা এসেছে তাদের অনেকে ধরেই নিয়েছে কবিতা লেখাই সেফ ব্লগে। পারসোনালি আমি মনে করি না লিখলে শিখবে কিভাবে! এখনকার বেশ কিছু কবির কমন সমস্যা হল এনারা অন্যদের কবিতা তেমন পড়েননা বললেই চলে। কয়েকজনকে খেয়াল করেছি, একই প্যাটার্ণের দুর্বল কবিতা লিখে যাচ্ছেন মাসের পর মাস; নিজেদের ডেভেলপ করার কোন এটেমপ্ট নেই। কারণটা অবশ্য খানিকটা রুডভাবে বলে ফেলেছেন টাইটেলে!! নিজেকে নোবেল পাবার কাছাকাছি মনে করলে সারা লাইফ একই লেভেলে থাকতে হয়।
আমি হা হা করে হেসেছি কারণ স্পেসিফিক কয়েকটা নিকের কমেন্ট দেখে, যাদের কার্যকলাপ আমাকে প্রায়ই বিনোদন দেয় একজনকে আপনি তেমন একটা খেয়াল করেননি, যার নাক একটা বিশেষ গন্ধেই কেবল মাত্র টিউন করা, যে কারণে অন্যান্য গন্ধ বোঝার মত ডেটাবেজই ওই নিকের নেই। গরু, পর্ক, মুরগি, ভেড়া, রুই মাছ, মুলা খোরের পাদ ... যেটাই সামনে আনা হোক, ঐ নিক কেবলই কই মাছের গন্ধ চেনে, যে কারণে বিচার বুদ্ধিও ঐ লেভেলেরই। সেকেন্ড নিকটার মালিক আপাদমস্তক পোজার, পোস্টগু/কমেন্টলোতে সেটা উপচে পড়ে এবং একটা বিশেষ টপিকে প্রায়ই ল্যান্জা দেখিয়ে ফেলে না বুঝেই। দুইটা নিকই নিজেদের ফোকাস করতে পছন্দ করে অনেক জায়গায় এবং ধরণটা নেহায়াত বালখিল্যতা মনে হয় আমার কাছে। দুই পোস্টেই ঐ দুইটা নিক ছাড়াও তাদের কয়েকজন অনুসারিও কাছাকাছি মন্তব্য করে গেছে। আরেকটা ছাগলও কমেন্ট করেছে, যে পুরাই নিজের খেয়ালখুশিতে কমেন্ট করে আর ব্লগারদের লাত্থি খেলে চকির নিচে লুকায়।
যাউকগা, জগতের সকল প্রাণী সুখী হোক। হ্যাপি ইস্টার
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯
আরইউ বলেছেন: ইস্টার-এর লং উইকেন্ড কাটিয়ে ফিরলাম। আমার প্রিয় এক পাহাড়ে ক্যাম্পিং-এ গিয়েছিলাম। স্যাটেলাইট ফোন ছাড়া বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ ছিলনা।
বিলিয়ার পুরো বিষয়টা ব্যক্তিগতভাবে নিয়েছে দেখে আমার খারাপ লাগছে। আশা করি সে দ্রুত ফিরে আসবে।
বিভিন্ন নিকের কর্মকান্ড দেখে আমিও হাসি। পায়ে না পরলে হাত বাড়িয়ে ক্যাচাল করার কোনো ইচ্ছা নেই, সেই বয়সও নেই। এখন অনেক মার্জিত হয়ে গেছি।
ভালো থাকুন কালীদাস!
৪১| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪
কালীদাস বলেছেন: *কারেকশন: পোস্ট/কমেন্টগুলোতে!!
বেইজ্জতি টাইপের বানান ভুল
৪২| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৯
শায়মা বলেছেন: উফ কালীদাসভাইয়া এতদিনের ব্লগার হিসাবে একটু সাহসী হতে আরও। এই নিক ঐ নিক সেই নিক কিচ্ছুই তো বুঝলাম না !
স্বয়ং নিকগুলা বলে দিলে ভাবতে ও বুঝতে সুবিধা হত! তাতে অবশ্য আরও আরও পাগলা ফ্লাডিংও শুরু হয়ে যেত হয়তো পাগলাদের! না বলে একদিকে ভালোই হয়েছে কিন্তু কিছুই বুঝা হলো না !
আর তোমাকেও আমি অনেক অনেক মেধাবী ভাবি! আরইউ ভাইয়া আর তোমাকে এক মানুষ ভাবিনা! দুজনে দু রকম বুদ্ধিমত্তা ও ধৈর্য্যের মানুষ। তোমার ধৈর্য্য একটু কম মনে হয় কিন্তু সুচিন্তিত নিরপেক্ষ মতামতে তোমার জুড়ি নেই !
তাই দুজনই আমার এত প্রিয় ...
৪৩| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭
কালীদাস বলেছেন:
@শায়মা আপা: নাহ, কারো ভয়ে না, ভবিষ্যত বিনোদনটুকু নষ্ট করতে চাইনি বলেই নিকগুলো কারা সেটা ভেঙে বলিনি। আপনি আমার চেয়ে অনেক রেগুলার, যদি সব পোস্ট/কমেন্ট একটু খুঁতিয়ে খেয়াল করেন, চিনতে সমস্যা হবে না পোজারদের। আর ছাগল তো ছাগলই। আপনি ব্লগের অনেকেরই অনেক কিছু জানেন তবে বিনয় দেখিয়ে সাধারণত বলেন না, হয়ত এদের আপনিও মার্ক করেছেন। হ্যাঁ, আমার টেম্পারমেন্টের সমস্যা আছে; ভদ্রতাবোধও খুব একটা সুবিধার না; যে কারণে আমাকে ট্রাপে ফেলে ব্যান খাওয়াতে পেরেছিল কিছু জা** সাত বছর আগে। এখন ব্লগের শান্তির জন্যই তালগাছীদের এড়িয়ে চলি। থুক্কু, আজকে দশ বছর পুরানো এক তালগাছীকে বলে ফেলেছি সে তালগাছী (তালগাছের ইমো হবে এখানে)
৪৪| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন: হা হা হা কালীদাসভাইয়া কাঁঠালপাতা খাওয়া ছাগু পাগু, জা শি আমু বামু অনেক কিছু শুনেছি তালগাছীও শুনেছি! অন্য গুলার মানে জানি তালগাছী মানে কি জানতে হবে! হায় হায় এতদিনেও জানা হয়নি কেনো!!!!
আর হ্যাঁ আমি সাধারণত অশান্তি এড়িয়ে চলি। আনন্দে থাকতে চাই তবুও মানুষ নামে কেউ কেউ অমানুষ মাঝে মধ্যে বা প্রায়ই ঘাড়ে এসে পড়ে। তবে আমিও দরকারে খড়গহস্ত হতে বেশি সময় নেই না !
এটা টেম্পারমেন্টে সমস্যা না মনে হয় আমার এটাই আমি! আমার আমি।
আর হ্যাঁ তোমার কমেন্ট চেক করে দেখে আসি কাকে তালগাছী বললে!!!!!!
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২১
আরইউ বলেছেন: হা হা হা, শায়মা! ঐ যে কথায় আছেনা "বিচার মানি, কিন্তু তালগাছটা আমার।" ওখান থেকেই তালগাছী।
৪৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪
সায়েদা সোহেলী বলেছেন: কবতে লেখার/পোস্ট দেবার এক সুপ্ত বাসনা নিয়ে ব্লগে লগইন হয়েছিলাম বহুদিন বাদে , কিন্তু এই পোস্ট দেখে ত এখন উল্টো পথে দৌড় দিতে হচ্ছে
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২২
আরইউ বলেছেন: কোনো সমস্যা নেই, সায়েদা! লিখুন। সমালোচানতো হবেই।
৪৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪
অর্ক বলেছেন: অনেকাংশেই পোস্টের সাথে সহমত। একজন নগণ্য পাঠক হিসেবে বলবো, বাংলা কবিতা এখন অনেক এগিয়ে গেছে। কবিতার মানের বিষয়টি আপেক্ষিক। আপনার কাছে যা অতি সাধারণ মামুলি একটি লেখা মনে হচ্ছে, আরেকজন হয়তো সেটা পড়েই শিহরিত হয়ে উঠছে বারবার। শক্তি চট্যোপাধ্যায়’র শত শত কবিতা আছে যা পাঠোদ্ধার করতে রীতিমতো গবেষণা করতে হয়। কিন্তু তিনি কিংবদন্তিতে পরিণত হয়েছেন ‘অবনী বাড়ি আছো’ লিখেই! আপামরজনসাধারণ একে গ্রহণ করেছে। বোদ্ধা, বিদগ্ধ পাঠকের কাছে এটাকে সে অর্থে বিশেষ কিছু মনে হবে না।
ব্লগে স্বতঃস্ফূর্তভাবে চর্চা করতে দেয়া উচিৎ সকলকে। মানের প্রশ্নে গেলে, উপরোক্ত মন্তব্যকারীর মতো আমাকেও উল্টোদিকে দৌড় দিতে হবে! চর্চা করতে করতে নিশ্চয়ই আমরা উন্নতি করবো। তবে ব্লগে পিঠ চুলকানি আড্ডাবাজী এগুলো বরং আমাদের এগোনোর পথে বিরাট অন্তরায়। পূর্ণরূপে সহমত। যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকে আছে বলেনও আড্ডা দেয়ার জন্যে লেখা পোস্ট করে, ভালো লেখা বা মান নিয়ে তাদের মাথাব্যথা নেই।
কবিতায় রাজনৈতিক এজেন্ডা আর এমন কি, ব্লগে অনেক নিয়মিত ব্লগারকে উগ্রপন্থীদের মতো কথা বলতে দেখেছি!
তবে আজকে ২০১৮ সালে কবি জসীমুদ্দিন’র মতো কবিতা লেখা’র মধ্যে কী মুন্সিয়ানা খুঁজছেন! বিশ্বাস করেন, চাইলে নেটে দেখতে পারেন, আমাদের মতো অনলাইনেই লেখে এমন অনেকের বিভিন্ন কবিতা অনেক সময় জয় গোস্বামী’কেও ছাড়িয়ে যায়।
ধন্যবাদ ও শুভকামনা। পোস্টে ভালোলাগা।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪
আরইউ বলেছেন: ধন্যবাদ অর্ক। কবিতা কঠিন হতে হবে, বা পরাবাস্তব হতে হবে, বা লুকানো কোন বার্তা থাকতে হবে - এতে আমি বিশ্বাসী নই। আমার কাছে জীবনের কথা বলে এমন কবিতা সুন্দর, শুধু কাঠামোটা ঠিকঠাক থাকলেই হলো।
ভালো থাকুন।
৪৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
লিজেন্ট ভাই নতুন কিছু লিখছে না কেন???
,
১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৬
আরইউ বলেছেন: হা হা হা! সারকাজম!!
আজকেই তো লিখলাম মোঃ নিজাম।
ধন্যবাদ, ভালো থাকুন।
৪৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কিচু লিকুন না
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১১
আরইউ বলেছেন:
আপনি আসুন আবার, কিছু লিখুন!
৪৯| ১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৬
ডঃ এম এ আলী বলেছেন: অসুস্থতাহেতু গত বছর নভেম্বর ডিসেম্বরে মাসে ব্লগে তেমন ভাবে বিচরণ করতে পারিনি বলে এমন গুরুত্বপুর্ণ একটি পোষ্ট দেখা হয়ে উঠেনি । আজকে প্রথম পাতার বা দিকে থাকা নামটি দেখে মনে হল একটু দেখে আছি । পোষ্ট সাথে থাকা মন্তব্যগুলি বেশ মনযোগ দিয়ে পড়লাম । কবিতা কিংবা লেখার মান নিয়ে যার যার ব্যক্তিগত কিছু মতাদর্শ থাকাই স্বাভাবিক । তবে যে বা যারা সাহিত্য চর্চা করেন কিংবা করবেন বলে মনস্ত করেছেন তাদের একটু ভাবা উচিত সাহিত্যের বিভিন্ন শাখা নিয়ে পড়াশুনার জন্য শুধু বিশ্ববিদ্যালয় নয় স্কুল কলেজেও রয়েছে বিস্তর সুযোগ । সাহিত্যের প্রতিটি বিভাগের জন্য রয়েছে বেশ কিছু লিখিত অলিখিত শৈলীরূপ , কাঠামো ও তত্বকথা, রয়েছে কিছু নীতিমলা । অবশ্য যথাযথ শৈলীরপ মেনেই যে লিখতে হবে তাতো নয় , নীজের কথা কিংবা ভাবনা নীজের খাতায় লিখে রাখার জন্য লেখকের রয়েছে অবাধ স্বাধিনতা যেমন বাথরুম সিংগার মনের সুখে সেখানে বসে যে কোন সুরেই গেয়ে যেতে পারেন , তবে স্টেজে গাইতে হলে তাকেতো সংগীতের বোলচাল শিখেই নামতে হবে, না হলে শ্রোতার কাছ হতে নিক্ষেপিত বিষয়গুলিতো গায়ে মাখতেই হবে । তেমনি কোন লেখা কিংবা কবিতা লিখে তা প্রচার মাধ্যমে ডেলে দেয়ার সময় পাঠকের রুচীর কথাতো ভাবনায় রাখতেই হবে লেখক কিংবা কবিকে ।
ধরে নিতে হবে অগনিত পাঠকের মাঝে কেও না কেও লেখাটির তাল লয় মাত্রা ও কনটেন্ট নিয়ে বিরক্ত হলেও হতে পারেন, যদি না সেটা সত্যিকার অর্থেই একটি কবিতা হয়ে উঠে । উল্লেখ্য যে , প্রতিষ্ঠিত সকল কবিরই কবিতার ভাষা ও ছন্দ এবং তার মধ্যে থাকা প্রতিটি শব্দই কবিতার ব্যকরনের মধ্যে তার শিকড় ও ডালপালাসমেত রয়েছে সিমাবদ্ধ , অবশ্য কবিতার বাহ্যিক দিক বৃত্তাবদ্ধ হলেও তাদের ভাব অসীম , তাদের নেই কোন সীমা পরিসীমা । কাজেই লেখক কিংবা কবি হিসাবে আত্ম প্রকাশ করতে হলে কমপক্ষে এর গতানুগতিক একটা স্বীকৃত মান নিয়েইতো মাঠে নামতে হবে। লেখাটির সাহিত্যিক কিংবা কাব্যিক মান বিচারের দায় সামুর নয় , এর দায় লেখকের নীজের । সামু দেখবে লেখাটি প্রকাশের নীতিমালা লঙ্গিত হয়েছে কিনা । যাহোক, লেখা কিংবা কবিতাটি প্রকাশিত হয়ে গেলে প্রকাশিত লেখার জন্য পাঠকের করা সমালোচনা হজম করার মানসিকতা থাকতে হবে , পাঠকের গঠণমুলক সমালোচনা সয়ে সয়ে নীজের লেখার মান বাড়ানোর প্রয়াস নেয়াই হবে যতার্থ কাজ ।
কালির অক্ষরে লেখা কবিতাটির বিষয়ে শুধু সুন্দর ও ভাল হয়েছে বলে মন্তব্য করাটাও ইদানিং আর একটা বড় মাপের রেওয়াজে পরিনত হয়েছে মর্মে দেখা যায় । কোন আংগীকে, কেন , কি কারণে , কোন দৃষ্টিকোন হতে কবিতাটি সুন্দর বা ভাল লেগেছে তা সিংহভাগ পাঠকের মন্তব্যেই অনুপস্থিত দেখা যায়, যদিও মনে হয় কবিতাটি এর যোগ্য নয়। তবে কোন কবিতা ভাল লাগা কিংবা না লাগা সেটা একদিকে যেমন একান্তই একজন পাঠকের ব্যপার তেমনি একজনের মন্তব্যের বিষয়টি আরেকজন পাঠকের পক্ষে মুল্যায়নের স্বাধিনতাকেওতো অগ্রাহ্য করা যায়না । শুধু কি তাই , কিছু কিছু মন্তব্যের ভাষা দেখে মনে হয় মন্তব্যদানকারী কি আদৌ কবিতাটি পাঠ করেছেন , মন্তব্যের ভাষা আর কবিতার কথা কিংবা মুলভাবের মধ্যে দেখা যায় যোজন যোজন ফারাক । এখন কোনটাকে মানহীন বলা হবে, কবিতাটিকে না কবিতার বিষয়ে থাকা মন্তব্যকে । পোষ্ট দাতা একজন আর মন্তব্যদানকারীর সংখ্যা বহজন, এখন কোনদিকে যাওয়া যায় বলেন । যাহোক লেখক কিংবা পাঠকের মত প্রকাশের স্বাধিনতার দৃষ্টিকোন হতে এগুলিতো এখন একটি মামুলি ব্যপার ।
তবে সবচেয়ে আপোষহীন ও অপন্দনীয় বিষয় হলো ( যেমনটি এ পোষ্টেও বলা হয়েছে ) অনেক কবিতা গঠনে ও কাব্যিক শৈলীতে অপরূপ হলেও সেগুলি যখন কোন এক চরনে এসে হঠাত করে বিশেষ কোন একটা দিকে বাক নেয়, তখন সেটা কবিতার মুল বৈশিষ্টটাই বিসর্জন দিয়ে বসে, সেটা একদিকে যেমন হয়ে উঠে মহল বিশেষ কোন একটি দিক ঈঙ্গিতময় কাজ আর দিকে নীজেরই ভ্রান্ত কোন অনুভব হতে উদ্ভুদ হয়ে সেটা হয়ে উঠে আরো বড় মাপের একটি ভ্রান্ত কাজ । কোন কোন কবিতায় দেখা যায় দেশের স্বাধিনতাই যেন সকল অবিনাসের মূল , স্বাধিনতা প্রাপ্তি নিয়েই যত আহাজারী , আর দিকে স্বাধিনতা প্রাপ্তি নিয়ে আহাজারী না থাকলেও আছে এর ইতিহাস নিয়ে হাস্যকর টানাটানি, তারা ভুলে যায় সেকালের অনেক সঠিক ইতিহাস জানা মানূষসহ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহনকারী জনতার কিছু অংশ এখনো সঠিক ইতিহাসটুকু বুকে নিয়ে আছেন টিকে এই ধরাদামে । মুক্তিযুদ্ধের চেতনার নাম শুনলে অনেকেই হয়ে যান অচেতন , তাই এর সাথে জোরে দেন হাল আমলের কিছু কিছু অঘটন, যদিও অঘটনগুলি যে কোন বিচারেই নীজ দোষে নিন্দার যোগ্য, তাই বলে এর সাথে অনেক কষ্টে ও ত্যাগ তিতিক্ষা অআর লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত দেশের গর্বিত স্বাধিনতাকে জুরে দেয়া কেন ? সেসব লেখা কিংবা কবিতা পাঠে কেবলি মনে পরে কিসের সাথে কি পান্তাভাতে ঘি । আর কতকাল চলবে এরকম তা ভাবতেও অবাক লাগে। স্বাধিনতা ও মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য কতইনা তাদের আয়োজন , তিনারা একাও নন , সাথে আছে বহুজন , কথা বার্তায় তা বুঝাও যায় বিলক্ষন । যাহোক, বিবিধ কারনে পোষ্টটি প্রিয়তে তুলে রাখলাম ।
ঈদের শুভেচ্ছা রইল
০৩ রা মে, ২০২১ বিকাল ৩:২১
আরইউ বলেছেন: আপনার চমৎকার মন্তব্যটি আমার আগে চোখে পরেনি; পুরোনো পোস্টে আসা হয়না আর ব্লগ থেকে কোন নোটিফিকেসনও পাইনি। দুঃখিত। মন্তব্য প্রিয়তে নেয়া গেলে আপনার মন্তব্যটি নিয়ে রাখতাম।
ভালো থাকুন, ডঃ আলী।
৫০| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
কষ্ট করে লেখা মন্তব্যটি নজরে আসলে ভাল লাগত ।
শুভেচ্ছা রইল
৫১| ১০ ই মে, ২০২১ বিকাল ৩:২৯
শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!!!!!!!!
কেমন আছো????
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১২
আরইউ বলেছেন:
ইয়ে, মানে, ভালো আছি, শায়মা!
৫২| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৪০
আমি তুমি আমরা বলেছেন: পোস্ট পড়তে বসে মূল বক্তব্য কোনভাবেই ধরতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না কার উদ্দেশ্যে পোস্ট। পরে খেয়াল করে দেখলাম এটা ২০১৮ সালের পোস্ট, কালীদাসের মন্তব্য পড়ে বুঝলাম হয়ত ব্লগার বিলিয়ার রহমানের কোন লেখার কাউন্টার হিসেবে এই পোস্ট এসেছে।
যেহেতু ঘটনার প্রেক্ষাপট স্পষ্ট নয় আমার কাছে, তাই পোস্ট ভাললাগা-মন্দ লাগার প্রশ্নটাও অবান্তর।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১০
আরইউ বলেছেন:
আমি খুবই দুঃখিত মন্তব্যের জবাব আগেই না দেয়ায়। দয়াকরে ক্ষমা করবেন। এটা অনেক আগে একটা “প্রতিক্রিয়া” ধরণের পোস্ট।
ভালো থাকুন, “আমি তুমি আমরা”!
৫৩| ০৭ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:০২
চাঁদগাজী বলেছেন:
বেকুবী ভাবনাচিন্তা।
৫৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এর শেষ এখানেই? অপু তানভীরকে বলেন, আমাকে কমেন্টব্যান-মুক্ত করতে, যাতে আমি আপনার ও অপুর ম্যাঁওপ্যাঁও'এর উত্তর দিতে পারি
৫৫| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখার মান বাড়ান, ধানক্ষেত আর ছাগলের কাহিনী লিখে কেহ ব্লগার হতে পারেনি।
৫৬| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর সূচনাবক্তব্য দিয়ে পোস্ট শুরু হয়েছে। তবে ইতিহাস বিকৃ্তির জন্য শুধু এক পক্ষের দোষটাকে দেখলেই চলবে না। ইতিহাসকে ইতিহাস হতে দিন, ইতিহাসই একদিন বলে দেবে, কারা কারা কোন উদ্দেশ্যে তার উপর কেঁচি চালিয়েছে।
আজকাল কবিতাবিদ্বেষী হিসেবে নিজেকে জাহির করাটা হালফ্যাশনে পরিণত হয়েছে। এক চিহ্নিত কুম্ভীলককে দেখলাম তিন দিন আগে প্রকাশিত তার স্বঘোষিত গুরুর একটি পোস্টে মন্তব্য করেছেঃ "সামুতে যারা কবিতা লিখে এবং যারা কবিতার পোষ্টে মন্তব্য করে তাদের শাস্তি হওয়া উচিৎ"! চোরের মায়ের বড় গলা!
সে আরও লিখেছেঃ "এক নির্বোধ দিনের পর দিন আবোল তাবোল লিখছে। অনেকে আবার সেগুলোতে মন্তব্য করছে" অর্থাৎ, তার বিবেচনায় যেসব লেখা আবোল তাবোল, সেখানে কেউ মন্তব্য করতে পারবে না।
ডঃ এম এ আলী এর ৪৯ নং মন্তব্যটি চমৎকার হয়েছে; অত্যন্ত যুক্তিপূর্ণ, সুবিবেচিত ও সুচিন্তিত এই মন্তব্যটির জন্য তাকে ধন্যবাদ জানিয়ে গেলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৭
আরইউ বলেছেন:
খায়রুল, আশাকরি আপনি ভালো আছেন। আপনার পোস্ট পড়া হয়; লাইক দিয়ে পোস্ট যে পড়েছি সেটা জানান দেয়ার চেষ্টাও করেছি। আপনার সর্বশেষ পোস্ট “শীতের মেরুতে অগস্ত্য যাত্রা, এ কোন খেয়ালে.....“ পড়ে মন্তব্য করতে যাবো এমন সময় মন্তব্যের ঘরে কয়েকটা মন্তব্য পড়ে আর কিছু লেখা হয়নি। মন্তব্য লিখতে গেলে পোস্টের বিষয়ের বাইরে মন্তব্য করা হত।
ইতিহাস বিষয়ে চমৎকার বলেছেন।
আমি নিরস মানুষ হলেও কবিতা ভালোবাসি। আমার ব্যক্তিগত ধারণা কবিতা সাহিত্যের কঠিনতম ধারা। কিন্তু অনেক সময় ২ লাইনের একটা সুলিখিত কবিতায় যে গল্প একজন কবি বলতে পারেন তা হয়ত ২০০ পাতার উপন্যাসেও বলে শেষ হয়না।
কুম্ভীলকের মন্তব্য দেখেছি; কাকে উদ্দেশ্য করে মন্তব্যটা সে করেছে তাও সম্ভবত বুঝতে পেরেছি। ঐ কুম্ভীলক সাহেব মনে করেন তার “লেখা” ও তার গুরুজীর পাড়ার টং দোকানের আলাপই শুধু ব্লগিং; ওগুলোই শুধু মন্তব্য আদান-প্রদানের জায়গা। যাহোক, যার অন্যের লেখা মেরে দিয়ে ব্লগিং করতে হয়, এমনকি মন্তব্যও করতে হয় কোন জায়গা থেকে কপি-পেস্ট করে তার কথার কী দাম আছে বলুন!
যেমনটা প্রতিউত্তরে বলেছি, সম্ভব হলে আলী-এর মন্তব্যটা প্রিয়তে নিয়ে নিতাম।
আপনার জন্য অনেক শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১২
আমি সাজিদ বলেছেন: আকাশে হাতি দিচ্ছে ডাক
ঘেটু ছানা জিন্দাবাদ
কবিতা। ভাইয়া।