![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরে লাখো শহীদের প্রানের বিনিময়ে, লাখো মায়ের সম্ভ্রমের দামে বাংলাদেশ নামের দেশটির জন্ম। স্বাধীন দেশের স্বপ্নে যাঁরা পাকি হানাদারদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছেলেন, সেই মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সূর্য সন্তান। বাঙালী, বাঙলাদেশী হিসেবে আমরা সবাই তাঁদের সর্বোচ্চ সন্মান জানাতে শিখেছি। আমাদের আড্ডায়, আমাদের মহল্লায়, আমাদের বন্ধুমহলে, আমাদের পরিবারে একজনও মুক্তিযোদ্ধা থাকলে, সেটা আমাদের গর্বের বিষয়। একজন মুক্তিযোদ্ধার সান্নিধ্য পাওয়া আমাদের কাছে অনেক কিছু; একজন মুক্তিযোদ্ধার স্থান আমাদের কাছে অনেক উপরে; তিনি/তাঁরা অনেক সন্মানের, ভালোবাসার।
অনলাইন, ব্লগ, সোশাল মিডিয়া এসব জায়গায় চাইলে কেউ (মোটামুটি) শতভাগ এনোনিমিটি মেনেটেন করতে পারে। এখানে চাইলে রাজাকার মুক্তিযোদ্ধা হতে পারে, ঠিক যেমন করে বেকার রাজা হতে পারে, ছেলে মেয়ে সাঁজতে পারে, ১৫ বছরের কিশোর ৩৫ বছরের যুবকের বেশ ধরতে পারে। এখানে চাইলে বাঙলাদেশে রামপুরার টেলিভিশন ভবনের পাশের ৬ তলা বাড়িটার ছাদে বসে বলতে পারে আমি আমেরিকার হামট্রামিক থেকে ব্লগিং করছি! ব্লগে আমি যা না তার বেশ ধরা কঠিন কিছু নয়!
আচ্ছা, ব্লগে যদি বলি আমি মুক্তিযোদ্ধা, আপনি কীভাবে প্রমান করবেন আমি নই?
নোটঃ
১. জুল ভার্ন, আলী সহ অনেক মু্ক্তিযোদ্ধা ব্লগার সামহোয়ারইনে লেখেন। এটা আমাদের সবার জন্য সন্মানের। তাঁরা কখনোই “আমি মুক্তিযোদ্ধা” এই ঠোলটা পেটাননা, পেটাতে দেখিনি। তাঁদের লেখা, মন্তব্য, প্রতিমন্তব্য, অন্য ব্লগারদের সাথে ইন্টারাকশন, অন্য মানুষের প্রতি, অন্য মানুষের মতের প্রতি সন্মানবোধ অতুলনীয়। আমার মনে কখনোই প্রশ্ন জাগেনা আসলেই কি তাঁরা মুক্তিযোদ্ধা! কারণ তাঁদের মানবিক গুনাবলীই বলে দেয় সন্দেহের বিন্দুমাত্র সুযোগ নেই; হ্যাঁ, তাঁরা সর্বোচ্চ সন্মানের জায়গাটা পাওয়ার উপযুক্ত মানুষই বটে
২. দু’ একটা মাথামোটা গর্থব পোস্টের মর্মকথা বুঝতে নাও পারে। না বোঝার দায় আমার নয়। তবে হ্যা, পোস্টে কোনভাবেই বলা হয়নি একজন মুক্তিযোদ্ধাকে কতৃপক্ষ বা ব্লগার কারো কাছে প্রমান করতে তিনি একজন মুক্তিযোদ্ধা। তাঁর কর্ম, ব্যবহার, ব্যক্তিত্ব এমনিতেই জানান দেবে যে তিনি জাতীর সূর্যসন্তানদের একজন।
২| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনার ব্লগিং জীবনে মুক্তিযুদ্ধের পক্ষে কোন পোষ্টে মুক্তিযোদ্ধাদের পক্ষে কমেন্ট করেছেন?
৩| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
ড: এম এ আলীকে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উপলক্ষ্য কোনদিন "অভিনন্দন" জানায়ে ছিলেন?
৪| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
সামুর এডমিনের সর্বশেষ পোষ্টে আপনি কতবার কমেন্ট করেছেন, আপনি বারবার কমেন্ট করে, এডমিনকে কি বলতে চেয়েছেন? আপনি কেন বারবার কমেন্ট করলেন?
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
সাড়ে ৬ বছরে, আপনার ২য় পোষ্ট দেয়া উপলক্ষে আপনাকে অভিনন্দন।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০২
চাঁদগাজী বলেছেন:
কোন মুক্তিযোদ্ধা কি আসল মুক্তিযোদ্ধা, নাকি আসল নন, সেটা নির্ণয় করা কি আপনার বা কোন ব্লগারের দায়িত্ব হওয়া উচিত? আপনার কাছে কোন মুক্তিযোদ্ধা কি কোন কিছু চাচ্ছে, যেখানে প্রমাণ করার দরকার আছে ?
এই ধরণের পোষ্ট প্রমাণ করছে যে, আপনি মুক্তিযু্দ্ধের সমর্থক নন।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের আপনি সন্মান করেন; এখনো ১ম পাতায় "শহীদ বুদ্ধিজীবি দিবস" নিয়ে ২ টি পোষ্ট আছে; কোনটাতে আপনার কমেন্ট আছে?
৮| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
বিজয়ের মাসে আপনি মুক্তিযোদ্ধাকে পরীক্ষা করে দেখতে চান, তিনি কি আসল, নাকি নাকি? আপনি কে? মুক্তিযোদ্ধাদের কমান্ডার/ অফিসার ছিলেন, এখনো অনেকই আছেন; তাঁরা জানেন কে কি, আপনি কিভাবে এই দায়িত্ব পেয়েছেন বলে আপনার মনে হয়?
মুক্তিযোদ্ধাদের মাঝে প্রতি হাজারে ২/১ জন হয়তো ব্লগিং'এর সুযোগ পেয়েছিলেন; আপনি এঁদের কেহ?
৯| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১২
চাঁদগাজী বলেছেন:
এডমিন সাহেবের সর্বশেষ পোষ্টে আপনি যতগুলো কমেন্ট করেছেন, সেগুলো পড়ে দেখেন, বুঝতে পারবেন যে, আপনি মুক্তিযু্দ্ধের কেহ নন।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৫
অপু তানভীর বলেছেন: -ঠাকুর ঘরে কে রে?
-আমি কলা খাই নি ।
১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
আরইউ বলেছেন:
মিনসে কি বেহায়া দেখেছেন!
১১| ১৪ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫০
অপু তানভীর বলেছেন: এই যে অনলাইন এনোনিমিটির কথা বললেন এটা থেকেই অনেকটাই ধরা যায় যে কে আসল মুক্তিযোদ্ধা আর কে ভুয়া মুক্তিযোদ্ধা !
অনলাইনে নিজের পরিচয় লুকিয়ে অনেকে লেখালেখি করেন । এটা নানান কারণে হতে পারে । আপনি যখন এনোনিমাস হিসাবে অনলাইনে আসেন এর মানে হচ্ছে আপনি আপনার কোন কিছুই কাউকে জানতে দিতে চান না । কিন্তু সব কিছু লুকিয়ে রেখে কেবল আপনি মুক্তিযোদ্ধা সেই পরিচয় প্রকাশ করেন তখন বুঝতে হবে যে আপনার ভেতরে ভেজাল আছে । প্রায় শতভাগ নিশ্চিত যে আপনি আসল মুক্তিযোদ্ধা নন !
আগে যখন এই মুক্তিযোদ্ধ যুদ্ধ অপরাধ কিংবা রাজাকার ইত্যাদি ব্যাপারে প্রবল যুক্তি তর্ক হত ব্লগে তখন যে কয়জন ব্লগে এসে রাজাকারদের পক্ষে কথা বলার চেষ্টা করতো তারা প্রথমেই এই কথা বলতো যে হয় সে নিজে নয়তো তাদের বাবা চাচা নানা মুক্তিযুদ্ধ করেছে । এটা একটা কমন ট্রেন্ড ছিল !
এটাও একটা পয়েন্ট ! ভুয়ারা সব সময় নিজের ঢাক ঢোল পিটায় । আসল রা নিজেদের ঢাক ঢোপ পিটায় না ।
এবার যদি বলি আসল পরিচয়ে যারা অনলাইনে আসে । তাদের পরিচয় কেউ না কেউ ঠিক ঠিক জানেই । ব্লগ কিংবা ফেসবুকের কথা যদি বলেন কেউ যখন আসল পরিচয় নিয়ে আসবে তাকে কেউ না কেউ কোন না কোন সময়ে ঠিকই চিনে ফেলবে আর তখন সে আসলেই মুক্তিযুদ্ধ করেছে কিনা সেটা বের হয়ে আসবে ! যেমন ধরুন জুলভার্ন ভাইয়ের কথা । ওনার কথা আমি কিন্তু ওনার কাছ থেকে জানি নি । বাস্তবের মানুষের কাছ থেকে জেনেছি যারা আসলেই ওনাকে চিনেন ।
১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
আরইউ বলেছেন:
আমি আমার ব্লগ জীবনে খুব কম ব্লগারকে মুক্তিযোদ্ধার প্রিভিলেজ নিতে দেখেছি। কিছু লোক চিৎকার করতে থাকে “লুক এট মি, আমি মুক্তিযোদ্ধা... আমি, আমি, আমিই সেই লোক... ...“ কিন্তু, কাজে-কর্মে-ব্যবহারে-বিচার-বিবেচনায় তাদের পাড়ার দু‘ পয়সার মাস্তান ছাড়া আর কিছুই ভাবতে পারিনা।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৭
জগতারন বলেছেন:
আরইউ , মুক্তিযুদ্ধ, ও মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশ্ন করার কে ?
কতৃপক্ষকে এই আরইউ -এর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার আহবান করছি।
১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
আরইউ বলেছেন:
ভালো প্রশ্ন!
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৮
ইসিয়াক বলেছেন: লুকোচুরি মানেই তার ভিতর গলদ আছে এটা মানতেই হবে । আর সবচেয়ে বড় কথা বৃক্ষ তোমার নাম কি ফল এ পরিচয়। যে কোন মানুষ সম্মান তার কাজে ও কথায় ও আচরণের মাধ্যমে পেয়ে থাকে অভদ্রতায় নয়।
১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
আরইউ বলেছেন:
করেছেন কী? একদম আসল জায়গায় হাত দিয়েছেন, ইসিয়াক!
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪
সোনালি কাবিন বলেছেন: অপু তানভীর বলেছেন: ভুয়ারা সব সময় নিজের ঢাক ঢোল পিটায় । আসল রা নিজেদের ঢাক ঢোল পিটায় না ।
১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
আরইউ বলেছেন:
কথা কিন্তু মন্দ বলেনি অপু!
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
@অপু তানভীর,
ঠাকুর ঘরে ও ব্লগে আমি আছি; মুক্তিযোদ্ধা-বিরোধী ও মুক্তিযু্দ্ধ-বিরোধীদের বিরুদ্ধে সব সময় কথা বলে আসছি। আপনি এডমিন সাহেবের সর্বশেষ পোষ্টে কতবার বলেছেন "হেভিওয়েট" ব্লগারকে শাস্তি দিতে? কে সেই হেভিওয়েট ব্লগার? সেটা হচ্ছেন, যিনি ঠাকুর ঘর ও ব্লগে আছেন।
আপনিও মুক্তিযোদ্ধা কোটা-বিরোধী পোষ্টে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে মন্তব্য করেছেন।
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
@সোনানী কানিন, অপু তানভীর,
আমার ব্লগিং'এর শুরু থেকে যারা দল বেঁধে আক্রমণ করেছিলো, তাদের ১ জনও সফল হয়নি।
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
@ইসিয়াক,
আপনি নীচু মানের লেখা লেখেন; মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিরোধী পোষ্টে আনন্দের সাথে সহমত প্রকাশ করেন, দেখছি।
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২
ইসিয়াক বলেছেন: @চাঁদগাজী " আমি কখনও বলেছি আমি উচ্চ মানের লেখক? আমি তো সাধারণ মানুষ। মনের খেয়ালে লিখি।"
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬
অপু তানভীর বলেছেন: আমি কেবল ভুয়া যোদ্ধা বিরোধী। অনলাইনে ভুয়া যোদ্ধার অভাব নেই। নিজেকে সবাই যোদ্ধা দাবী করতেই পারে! এখন সেই মুখের কথায় আমাকে বিশ্বাস করে নিতে হবে সে যুদ্ধ করেছে? আর না বিশ্বাস করলে আমি মুক্তিযোদ্ধা বিরোধী হয়ে গেলাম? শ্লার বলদের যুক্তি আর কাকে বলে!!
সত্যি কথা হচ্ছে আপনার এই পোস্ট কোন মুক্তিযোদ্ধার গায়ে লাগবে না। লাগার কথাও না। কেবল যারা ভুয়া তাদের জ্বলে উঠবে এবং উঠেছেও।
১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৫
আরইউ বলেছেন:
মাথামোটা, বেকুব, নকল করে পাশ বা অটোপাশ লোকজনদের জন্য নোট নং ২ যোগ করেছি পোস্টে!
২০| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
@অপু তানভীর,
আপনার লেখার মানই কম, আপনার কথার কোন মুল্য আছে বলে মনে হয় না
২১| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
ইসিয়াক বলেছেন: @চাঁদগাজী " আমি কখনও বলেছি আমি উচ্চ মানের লেখক?
-আপনার শুরুটা ছিলো পর্ণ পদ্য দিয়ে; আমার মনে হয়, উহা থামাতে আমার সাহায্য লেগেছে।
২২| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৮
ইসিয়াক বলেছেন: @ চাঁদগাজী দয়া করে না জেনে আমার সম্পর্কে নোংরা মন্তব্য করবেন না।আমার সব পোস্ট আমার ব্লগে আছে। ব্লগের সবাই জানে আমি কি লিখি না লিখি। এখন তে আমার ধারণা হচ্ছে আপনার মানসিক সমস্যা আছে। ডাক্তার দেখান আর আপনার আশু রোগ মুক্তি কামনা করছি।
২৩| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
@ইসিয়াক ,
আমার বিপক্ষে ব্লগে পোষ্ট আসলে, আপনি তাতে লাইক দিয়েছেন, আমার বিপক্ষে মন্তব্য করেছেন সব সময়। আপনি ব্লগিং করুন, তবে আপনার লেখার মান কম।
২৪| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৫
জ্যাকেল বলেছেন: ব্লগে দেখি মহা হাউকাউ চলতেছে, ডাইনোসর বিলুপ্ত হইয়া গিয়াছে তেলাপোকা টিকিয়া আছে। ইহা আসলেই তেলাপোকার স্বার্থকতা। কোয়ালিটি কাউন্ট করার টাইম আছে?
১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৮
আরইউ বলেছেন:
মনের কথা বলেছেন। এক চোরা আর এক বুলি এখন হেভিওয়েট ব্লগার!
২৫| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক নন। ব্লগর অপু তানবীর, জ্যাকেল, সোনালী কাবিন, এরা মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে কমেন্ট করে থাকেন।
২৬| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৯
নেওয়াজ আলি বলেছেন: একটা কথা সত্য এই বার/তের বছরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে এবং যারা বানিয়ছে স্বার্থের ( হয়তো ভাগ না পেয়ে) কারণে তারাই ধরিয়ে দিয়েছে।
১৫ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৪৩
আরইউ বলেছেন:
শুধু গত ১২/১৩ নয়, আমিতো মনে করি অনেক আগে থেকেই কিছু সুযোগসন্ধানী মুক্তিযুদ্ধকে ক্যাশ ইন করেছে/ করছে।
২৭| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:১৬
বিষন্ন পথিক বলেছেন: মুক্তিযোদ্ধাদের সেই আদর্শ ,অনুপ্রেরনা জাতি হিসাবে আমরা ফলো করলে আজ দেশ অন্য রকম হতো, গরীব হতে পারতাম কিন্তু সততা থাকত। এই বাজে মানসিকতা নিয়ে আমরা আবার বিচার করতে বসেছি কে যুদ্ধ করেছে, কে করে নাই। আরে, আমি নিজে কি সন্মান দিলাম একজন মুক্তিযোদ্ধাকে? ব্লগিয় সনদ দিয়ে তাবিজ বানায়ে রাখার জন্য?
১৫ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৪৪
আরইউ বলেছেন:
ভালো বলেছেন।
২৮| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৩
বিটপি বলেছেন: আপনি মুক্তিযোদ্ধা বা তার বাবা - সেটা জেনে আমার কোন দরকার নেই। ব্লগে আমি চাই আপনি আপনার চিন্তা ভাবনা গুলো শেয়ার করবেন - আমি প্রয়োজন মনে করলে আমার মন্তব্য করব। আপনি মুক্তিযোদ্ধা হলে যে মন্তব্য করব, না করলেও তাই করব।
১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৮
আরইউ বলেছেন:
ঠিক তাই হওয়া উচিত, বিটপি
২৯| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৭
নীল আকাশ বলেছেন: প্রথম ৮টা মন্তব্য পড়েই বুঝছি - ঠাকুর ঘরে কে চুরি করে রে হাদারাম? আমি না আমি না।
আমাদের ব্লগেও এইরকম একজন ভুয়া, ধাপ্পাবাজ, চাপাবাজ মুক্তিযোদ্ধা আছে। তাকে বহুবার মুক্তিযোদ্ধা হবার সপক্ষে ডকুমেন্ট দেখাতে বলা হয়েছে। আমি তাকে কয়েকবার মুক্তিযোদ্ধাদের গেজেটে তার সিরিয়াল নাম্বার দেখাতে বলেছিলাম কিছুই সে দেখায়নি।
আপনিও তার কাছে চেয়ে দেখতে পারেন। বাইন মাছের মতো পিছলিয়ে যাবে।
১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯
আরইউ বলেছেন:
আমি কারো কাছে প্রমান চাইছিনা। আমি অনলাইনে চাইলেই আমি নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করতে পারি। তবে আমার দাবী আমাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিতে পারেনা।
৩০| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৭
সোনালি কাবিন বলেছেন: নীল আকাশ বলেছেন:
আমাদের ব্লগেও এইরকম একজন ভুয়া, ধাপ্পাবাজ, চাপাবাজ মুক্তিযোদ্ধা আছে। তাকে বহুবার মুক্তিযোদ্ধা হবার সপক্ষে ডকুমেন্ট দেখাতে বলা হয়েছে। আমি তাকে কয়েকবার মুক্তিযোদ্ধাদের গেজেটে তার সিরিয়াল নাম্বার দেখাতে বলেছিলাম কিছুই সে দেখায়নি
# একেবারে জায়গামত হাত দিয়েছেন।
১৬ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:১২
আরইউ বলেছেন:
কাউকে প্রমান করতে হবেনা। আচরণে, ব্যক্তিত্বে এমনিতেই প্রকাশ পায়।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধা কোটা-বিরোধী পোষ্টে আপনি মুক্তিযোদ্ধা কোটার পক্ষে ছিলেন, নাকি বিপক্ষে ছিলেন?