নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরইউ

আরইউ › বিস্তারিত পোস্টঃ

মিথ্যুক শমশের মাঝির সবুজ টুপি আসলে কয়টা!!

২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৭



যদি ক ও খ দুইটি বক্তব্যই সত্য হয়,

ক. শমশের মাঝি সব সময় মিথ্যে বলে।

খ. শমশের মাঝি বললো “আমার সবগুলো টুপি সবুজ রঙের।

তাহলে নিচের কোন বক্তব্যটি সঠিক?

১। শমশের মাঝির কমপক্ষে একটা টুপি আছে।
২। শমশের মাঝির শুধুমাত্র একটি সবুজ টুপি আছে।
৩। শমশের মাঝির কোন টুপিই নেই।
৪। শমশের মাঝির কমপক্ষে একটা সবুজ টুপি আছে।
৫। শমশের মাঝির কোন সবুজ টুপিই নেই।


১৭ তম ব্রাজিলিয়ান ম্যাথামেটিকাল অলিম্পিয়াড অফ পাবলিক ইশকুলস এর একটি সমস্যা অবলম্বনে (শুধু নাম পরিবর্তন করা হয়েছ)।

সমাধান এখানে

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৭

মিরোরডডল বলেছেন:




যেহেতু মাঝি সব সময় মিথ্যা কথা বলে, তাই টুপি বা সবুজ রঙের সাথে মাঝির কোন যোগসুত্রই নেই ।
মাঝির নামও শমশের না ।
মাঝি কি আসলেই মাঝি কিনা সেটা নিয়েও সংশয় আছে ।
যার শুরুই মিথ্যা দিয়ে তার সবই মিথ্যা, সবই ভুল :)



২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:০৭

আরইউ বলেছেন:



আহ! মিরর দেখি ম্যাথমেটিকাল লজিককে ফিলোসফিকাল কোনানড্রামের দিকে নিয়ে গেল।

২| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি ইন্টারেস্টিং :)

২ নাম্বারটা ছাড়া বাকি সবগুলোই সঠিক হওয়া সম্ভব। যদি শুধু মাত্র একটা সবুজ টুপি থাকে, তাহলে শমশেইরার সবগুলো টুপিই সবুজ কথাটা সত্য হইয়া যায়, তখন স্টেটমেন্টও রঙ হবে :)

আপনার লিংকে যাওয়া যাচ্ছে না যেহেতু রাইট ক্লিক বা কপি হয় না।

২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

আরইউ বলেছেন:




দেখি সবার রিজনিং পরে লিংক ঠিক করে দেব।

৩| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শমসের মাঝি কি কালার ব্লাইন্ড ?

২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

আরইউ বলেছেন:




একেবারেই না। সে মিথ্যা ছাড়া কথা বলতে পারেনা। আর সব ঠিক আছে।

৪| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:২৯

মিরোরডডল বলেছেন:



এই যে ধুলো এলো, এরপর সাচু আসবে ।
এরা থাকতে আবার আমরা কেনো !
আমরা বরং এঞ্জয় করি :)

এই যে লিংক কাজ করেনা, এটা থেকেই বুঝতে হবে সবার ওপরে মিথ্যা সত্যি !


২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১১

আরইউ বলেছেন:




লিংক কাজ না করায় ভালোই হয়েছে!

৫| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওদিকে কোনো কোনো পোস্ট ডলির প্রেজেন্স আশা করা হচ্ছিল

২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১২

আরইউ বলেছেন:




কোথায়, কখন, কে, কিভাবে, কেন!!

৬| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৮

মিরোরডডল বলেছেন:




ধুলো বলেছে, ২ নাম্বারটা ছাড়া বাকি সবগুলোই সঠিক হওয়া সম্ভব।
বুঝিয়ে বলবে ধুলো ২ নাম্বারটা কেনো সম্ভব না ।
পাচঁটা উত্তরই সঠিক হতে পারে, আবার পাঁচটাই ভুল হতে পারে ।
তাই কাটাকুটি, ফলাফল শূন্য ।

এখানে টুপি বলতে মনে হয় রূপক অর্থে অন্যকিছু বোঝায় :)
দেখি মাস্টারমশাই কি বলে ।

পোষ্টের প্রোফাইল পিক একটা সবুজ টুপি হতে পারতো ।

২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৪

আরইউ বলেছেন:




শুধু একটা বক্তব্যই যৌক্তিকভাবে সঠিক হতে পারে। কোন একটা কারণতো অবশ্যই আছে।

কোন রূপক অর্থে বলা হয়নি।

৭| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৯

অর্ক বলেছেন: ২।

শুধুমাত্র একটি সবুজ টুপি। বলার সময় সবুজ টুপি মাথায় ছিলো। সবসময় মিথ্যা বলে, একটির বেশি টুপি তার নেই।

২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৪

আরইউ বলেছেন:




দেখি আর কী মতামত পাওয়া যায়।

৮| ২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডলি@

যদি শমশেরের শুধু একটা টুপি থাকে এবং সেটা সবুজ রঙের হয়, তাহলে তার সবগুলো টুপিই সবুজ - এ স্টেটমেন্ট সত্য হয়। কিন্তু সে তো সত্য কথা বলে না :( তাই এ স্টেটমেন্ট সঠিক না।

কিন্তু ব্যাকরণের বচনগত দিকটার কথা যদি ধরি, তাহলে একটা জিনিসকে 'সবগুলো' বলা যায় না :) কিন্তু ম্যাথের হিসাবে 'এক'-ও সবগুলোর অন্তর্গত :)

ইজ ইট ক্লিয়ার?

২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৫

আরইউ বলেছেন:



গুড লাইন অফ আর্গুমেন্ট!

৯| ২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৩

মিরোরডডল বলেছেন:




জী ধুলো স্যার, ইট ইজ ক্লিয়ার ।
দাড়িয়ে বলবো না বসে বলবো :|


অর্ক মনে হয় ঠিক বলেছে । ২ ।
মিথ্যার ইমপ্রেশনে সত্যি বলা, সবগুলোই সবুজ, আসলে একটাই এবং সেটা সবুজ আর সেটাই সবগুলো ।


২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

আরইউ বলেছেন:




আমি কিন্তু বলিনি “রাইট” লাইন অফ আর্গুমেন্ট। অবশ্য “রং”ও বলিনি!

১০| ২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৭

মিরোরডডল বলেছেন:




এখন ব্লগের শমশের মাঝিকে দরকার ।
শমশের ওরফে সাচু এখনই একটা সবুজ টুপি পরে চলে আসা হোক,
অবশ্যই সঠিক উত্তরটি সাথে করে নিয়ে আসবে ।




২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

আরইউ বলেছেন:




শমশের মাঝি কখনোই সঠিক উত্তর দিতে পারবেনা। আমাদের সাড়ে চুয়াত্তর বা জলদস্যু অবশ্য পারতে পারে।

১১| ২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

মিরোরডডল বলেছেন:




আমি সিরিয়াস সঠিক উত্তর ২ ।
শমশের যেহেতু মিথ্যা না বলে থাকতে পারেনা তাই তার সবগুলো শব্দটা ব্যবহার হয়েছে শুধুই মিথ্যার রূপ দেবার জন্য, আবার তার স্টেটমেন্টটাও ঠিক থাকলো যেন কেউ বলতে না পারে সে মিথ্যা বলেছে । অনলি ফর আর্গুমেন্ট ।

ব্যাটা মিথ্যাবাদী হলেও বুদ্ধি রাখে মাথায় ।


২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

আরইউ বলেছেন:








এই সমস্যায় সত্য দুইটাঃ
ক. শমশের মাঝি শুধু মিথ্যাই বলে; তার বলা বাক্য মানেই সেটা মিথ্যা
খ. সে নিজের মুখে বলেছে যে তার সবগুলো টুপি সবুজ রঙের

তাহলে, “ক“ সত্য হলে “আমার সবগুলো টুপি সবুজ রঙের“ কথাটা অবশ্যই মিথ্যা।

এখন, শমশের মাঝির যদি শুধুমাত্র একটা সবুজ টুপি থাকে (বাক্য ২) তাহলে খ-এ শমশের মাঝিতো মিথ্যা কিছু বলছেনা। মানে, সেক্ষেত্রে “ক” ভায়োলেট হচ্ছে!

১২| ২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: Lie: All hats green.
Truth: At least one non-green hat. If there are no hats at all (0 hats), then 0 hats are green is technically true and Maji is not a liar.

At least one (non-green) hat.

২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫১

আরইউ বলেছেন:




আমি আপাতত সাইড বারে বসে থাকি!!

১৩| ২৯ শে জুন, ২০২২ রাত ৮:৩৯

কামাল৮০ বলেছেন: বয়স এবং করোনার কারনে কোন বিষয় নিয়েই বেশিক্ষণ ভাবতে পারি না।।তাই বিরত থাকলাম।

২৯ শে জুন, ২০২২ রাত ৯:৪২

আরইউ বলেছেন:



কোন সমস্যা নেই, কামাল।
আশা করি করোনার ঝামেলা এখন চলে গিয়েছে। ভালো থাকুন।

১৪| ২৯ শে জুন, ২০২২ রাত ৮:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ৫। শমশের মাঝির কোন সবুজ টুপিই নেই।

২৯ শে জুন, ২০২২ রাত ৯:৪৩

আরইউ বলেছেন:



আরেকটু ভাবুন, জলদস্যু!

১৫| ২৯ শে জুন, ২০২২ রাত ৯:৫৪

আমি মাছরাঙ্গা বলেছেন: ক. শমশের মাঝি সব সময় মিথ্যে বলে:
--> এই বক্তব্য শমশের মাঝিকে মূল্যায়ন করে এবং এটি সত্য ।
খ. শমশের মাঝি বললো “আমার সবগুলো টুপি সবুজ রঙের।
--> এই বক্তব্যের দুইটি অংশ - ১) শমশের মাঝির টুপি আছে ২) সবগুলো টুপি সবুজ রঙের

যেহেতু বক্তব্য "ক" বক্তব্য "খ" কে মূল্যায়ন করে, তাই বক্তব্য "খ" এর সমস্ত অংশই মিথ্যা। তাই বলা যেতে পারে "শমশের মাঝির কোন টুপিই নেই।"

১৬| ২৯ শে জুন, ২০২২ রাত ১০:৩৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: @সোনাবীজ ভাই, ১কে গাণিতিক ভাবে ধরুন, মাঝির ০টি টুপি, এর সবগুলো মানে ০টি সবুজ/লাল/হলুদ।

১৭| ২৯ শে জুন, ২০২২ রাত ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সলিউশনটা ইউটিউবে দেখলাম। কিন্তু আমি ঐ ব্যাখ্যার সাথে একমত না।

ম্যাভেরিক মামুন ভাই, আপনার কমেন্ট পড়েছি। এভাবে ব্যাখ্যা দিলুম :)


১। ধরি, শমশেরের ১টা সাদা টুপি আছে - কমপক্ষে ১টা টুপি আছে কোয়ালিফাই করে। 'আমার সবগুলো টুপি সবুজ' - এ কথাটা মিথ্যা হয়ে যায়। তার মানে, ১ সঠিক।

২। ধরি, তার একটা মাত্র টুপি আছে, তা সবুজ। তাহলে 'আমার সবগুলো টুপি সবুজ' - এটা সত্য হয়। অর্থাৎ, ২ নাম্বার সঠিক না।

৩। শমশেরের কোনো টুপিই নাই - কিন্তু সে বড়াই করে বলছে তার সবগুলো টুপিই সবুজ। হোয়াট এ লাইয়ার!!। ৩ নাম্বারও সঠিক।

৪। ধরি তার ১ বা একাধিক সবুজ ও ১ বা একাধিক সাদা টুপি আছে - কমপক্ষে ১টা সবুজ টুপি কোয়ালিফাই করে, কিন্তু শমশেরের 'আমার সবগুলো সবুজ' ভূয়া প্রমাণিত হয় :) । ৪ নাম্বার সঠিক।

৫। এটা ৩-এর কাছাকাছি। কোনো টুপিই নাই, কিংবা যা আছে শুধু সাদা টুপি আছে। - কোনো সবুজ টুপি নাই কথাটা কোয়ালিফাই করে, কিন্ত 'আমার সবগুলো সবুজ' যথারীতি ভূয়া প্রমাণিত। ৫ সঠিক।

১৮| ২৯ শে জুন, ২০২২ রাত ১১:০৫

কামাল৮০ বলেছেন: গুগল বলছে ১, ঠিক

১৯| ২৯ শে জুন, ২০২২ রাত ১১:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সঠিক উত্তর হোল অপশন ১ – শমশের মাঝির কমপক্ষে ১ টা টুপি আছে।

অপশন ১ নিয়ে শেষে আলাপ করছি।

অপশন ২-
অপশন ২ অনুসারে তার শুধুমাত্র ১ টা সবুজ টুপি আছে। কিন্তু এমন হওয়া সম্ভব যে তার ২ টা সবুজ টুপি আছে এবং ১ টা লাল টুপি আছে। সেই ক্ষেত্রেও শমশের মাঝির বক্তব্য ‘তার সবগুলি টুপি সবুজ’ মিথ্যা বলে গণ্য হতে পারে। এই কারণে অপশন দুই বাদ। কারণ অকাট্যভাবে বলা যাচ্ছে না যে তার শুধু মাত্র ১ টা সবুজ টুপি আছে।

অপশন ৩ নিয়ে পরে আলাপ করছি।

অপশন ৪ –
অপশন ৪ অনুসারে তার কম পক্ষে ১টা সবুজ টুপি আছে।। কিন্তু এমন হওয়া সম্ভব যে তার ২ টা নীল টুপি আছে। সেই ক্ষেত্রেও শমশের মাঝির বক্তব্য ‘তার সবগুলি টুপি সবুজ’ মিথ্যা বলে গণ্য হতে পারে। এই কারণে অপশন ৪ ও বাদ। কারণ অকাট্যভাবে বলা যাচ্ছে না যে তার কম পক্ষে ১ টা সবুজ টুপি আছে।

অপশন ৫ –

অপশন ৫ অনুসারে তার কোন সবুজ টুপি নেই। কিন্তু এমন হওয়া সম্ভব যে তার ১ টা সবুজ টুপি এবং ১ টা নীল টুপি আছে। সেই ক্ষেত্রেও শমশের মাঝির বক্তব্য ‘তার সবগুলি টুপি সবুজ’ মিথ্যা বলে গণ্য হতে পারে। এই কারণে অপশন ৫ ও বাদ। কারণ অকাট্যভাবে বলা যাচ্ছে না যে তার কোন সবুজ টুপি নেই।

অপশন ৩-

এই অপশন অনুযায়ী শমশের মাঝির কোন টুপিই নেই। এখন শমশের মাঝি যদি বলে তার সবগুলি টুপি সবুজ তাহলে এই কথাটা টেকনিক্যালি সত্যি। যেমন মনে করি কোন রুমে কোন মোবাইল ফোন নেই। কেউ যদি বলে ঐ রুমের সব মোবাইল ফোন বন্ধ তাহলে কথাটা সত্য। আবার যদি বলে ঐ রুমে সব মোবাইল ফোন চালু তাহলে এই কথাটাও সত্য। দুইটা বক্তব্যের কোনটাকেই মিথ্যা বলা যাচ্ছে না। একই কারণে যখন শমশের মাঝির কোন টুপি না থাকে তখন কেউ যদি বলে তার সবগুলি টুপি সবুজ তাহলে বুঝতে হবে এই কথাটি সত্যি। এই কারণে অপশন ৩ ও বাদ। কারণ শমশের মাঝির মিথ্যা বক্তব্য হোল ‘তার সবগুলি টুপি সবুজ’।

এখন বাকি থাকে শুধু অপশন ১ – শমশের মাঝির কমপক্ষে ১ টা টুপি আছে। এই কথাটার কোন বিকল্প পাওয়া যায় না। কারণ যদি বলা হয় তার ২ টা হলুদ টুপি আর ১ টা কমলা টুপি আছে সেই ক্ষেত্রেও এই কথাটা আসলে অপশন ১ এর অধীনেই পড়ে ( কমপক্ষে ১ টা টুপি থাকলেই ২ টা হলুদ আর ১ টা কমলা টুপি থাকা সম্ভব।)। যখন বলা হয় তার কমপক্ষে ১ টা টুপি আছে তখন শমশের মাঝির বক্তব্য ‘তার সবগুলি টুপি সবুজ’ মিথ্যা হয়ে যায়। কারণ কমপক্ষে ১ টা মানে তার মাত্র ১ টা টুপিও থাকতে পারে। সেই ক্ষেত্রে ‘তার সবগুলি টুপি সবুজ’ কথাটা মিথ্যা হয়ে যায়।

এই কারণে সঠিক উত্তর হোল অপশন ১ – শমশের মাঝির কমপক্ষে ১ টা টুপি আছে।

২০| ৩০ শে জুন, ২০২২ রাত ১২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভিডিওটা আবার দেখে এলাম। ব্যাখ্যা খুবই ফল্টি মনে হলো। তার আগে, পাজলটাই মনে হলো ফল্টি।

যদি ক ও খ দুটি বক্তব্যই সত্য হয়ঃ

ক। শমশের সব সময় মিথ্যা বলে।

খ। শমশের বলে, আমার সব টুপি সবুজ।

এখানে দুটো বক্তব্যই সত্য, কথাটা এভাবে বলা যাবে না। শমসের বলে, আমার সব টুপি সবুজ। - এ বক্তব্য কি সত্য? প্রিলিউডে তো তাই বলা হলো। কিন্তু প্রশ্নকর্তা আদতে তা বোঝাতে চান নি, বোঝাতে চেয়েছেন যে, শমসেরের স্বভাব হলো এই যে, সে সবসময় বলে ওর টুপি সবুজ।

অর্থাৎ, শুরুতেই কবি শমশেরের স্বভাব বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স বা কিছু শর্ত বলে দিচ্ছেন।

এজন্য, ওপেনিং স্টেটমেন্ট হওয়া উচিত এটা :

শমশের মাঝির বৈশিষ্ট্য যদি এমন হয় :

ক। সে সদা মিথ্যা কথা বলে।
খ। সে সদা বলে, তার সবগুলো টুপি সবুজ

তাহলে, নীচের কোনটি সঠিক?

১।
২।
৩।
৪।
৫।

এখানে প্রতিটা স্টেটমেন্টে দেখতে হবে, কোন কোন অপশন এক্সারসাইজ করলে স্টেটমেন্টগুলো সঠিক হওয়া সম্ভব। সম্ভাব্য সবগুলো অপশন অ্যাপ্লাই করে সঠিক স্টেটমেন্টগুলো আলাদা করতে হবে। ভিডিওতে উল্টোভাবে রঙ স্টেটমেন্টগুলো সিফট আউট করা হয়েছে।

সাচু ভাই বোধহয় ভিডিওর বঙ্গানুবাদ করেছেন!! মোবাইলবিহীন ঘরে সব মোবাইল বন্ধ কথা সত্যি হওয়াটা আজগুবি মনে হয়েছে। যাই হোক, ম্যাভেরিক ভাইই এর ভালো ব্যাখ্যা দিতে পারবেন।

ঘুমু দিতে গেলুম :)

২১| ৩০ শে জুন, ২০২২ সকাল ৯:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার টুপি কোথায়? :D

২২| ৩০ শে জুন, ২০২২ সকাল ৯:৫৬

জুল ভার্ন বলেছেন: কীসব জটিল জটিল ধাঁধাঁ দিয়ে গোলক ধাঁধাঁয় ফেলে দেন- আমার মাথা ঘুরাচ্ছে!

২৩| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:১৬

বিটপি বলেছেন: শমসের মাঝির একাধিক টুপি আছে। কারণ 'সবগুলো' দিয়ে একটি বুঝায় যা। বাক্যের অবজেক্ট টুপির সংখ্যা নয়, রং। তাই বাক্যটি মিথ্যা হতে হলে টুপির রং ভিন্ন হতে হবে। তাই বলা চলে, ৪ নং বাক্যটি সঠিক। কমপক্ষে মানে একাধিক সবুজ টুপিও থাকতে পারে, কিন্তু কমপক্ষে একটি টুপি আছে, যা সবুজ নয়।

২৪| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৩

অর্ক বলেছেন: দারুণ আয়োজন। ভরপুর উপভোগ করেছি। তবে শমসের মাঝির জায়গায় শুধু শমসের নাম থাকলেই যথেষ্ট ছিলো মনে করি। মাঝি বলাতে কিঞ্চিত বিভ্রান্ত হয়েছি ব্যক্তিগতভাবে। এতে মনে হয়েছে, বক্তা তার অভিজ্ঞতা তুলে ধরেছে এতে। শমশের মাঝি তার পরিচিত। তার নৌকায় ভ্রমণের সময় এরকম ঘটে। শুধু শমসের থাকলে ওভাবে ভাবার সুযোগ ছিলো না। ব্যক্তিগত মতামত আরকি! সবার ক্ষেত্রে এমন হয়নি নিঃসন্দেহে।

যাই হোক শুভেচ্ছা থাকলো। আরও চাই।

২৫| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:০৬

অপু তানভীর বলেছেন: যেহেতু সব সময় মিথ্যা কথা বলে তাহলে মাঝি মিয়ার কোন টুপিই নাই ।

২৬| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:২৪

আরইউ বলেছেন:



যারা অংশগ্রহন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সমস্যাটির সমাধান এই ভিডিওতে দেখুন https://m.youtube.com/watch?v=YQykZU8mcZY

২৭| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৫

মিরোরডডল বলেছেন:




ভিডিও দেখলাম ।
সত্যি ইন্টারেষ্টিং !
মাথা খারাপ করার জন্য যথেষ্ট :)
সো উইনার ইজ কামাল এন্ড সাচু ।
মামুনতো অংক বিশারদ, হি নোজ অলরেডি ।



২৮| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: শমশের মাঝির কোন টুপি নেই। তার সবগুলো টুপি সবুজ রঙের বলে সে তার টুপি না থাকার বিষয়টাকে শক্তভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.