নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরইউ

আরইউ › বিস্তারিত পোস্টঃ

আসুন একটু খেলাধুলা করি!

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৫



মোবাইল গেমসের প্রতি আমার আগ্রহ প্রায় শুন্য। শুন্য না হয়ে "প্রায় শুন্য" হওয়ার কারণ হচ্ছে এক সময় নকিয়া ৩৩১০-তে স্নেক গেমটা খেলতাম; স্নেক খুব প্রিয় ছিল।

স্মার্টফোনের সহজলভ্যতার কারণে এখন মোবাইল গেমিং ডিভাইস সবার হাতে হাতে। অনেকেই অলস সময় কাটাতে এটা ওটা গেমস খেলে থাকেন। আমার এ বিষয়ে আগ্রহ নেই, একদমই নেই। তবে কিছুদিন আগে এক টুইটার বন্ধু একটা গেমের সাথে পরিচয় করিয়ে দিল (এটা ঠিক মোবাইল গেম নয়, তবে আমি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে খেলি)। প্রতিদিন একবার করে এই গেমটাতে ৫-১০ মিনিট সময় দেই, একদম নিয়ম করে। গত (প্রায়) সাড়ে চার মাসে ব্যস্ততার কারণে সম্ভবত এক সপ্তাহ মিস করেছিলাম।

Worldle

খেলার নাম Worldle। নামটা যদি পরিচিত মনে হয়ে তবে আপনি সম্ভবত শব্দ মেলানোর খেলা Wordle এর কথা ভাবছেন। পুরো ইন্টারনেট বিশ্ব মাতিয়ে দেয়া ভাইরাল ওয়ার্ড গেম Wordle এর আদলেই তৈরী Worldle, যেখানে আপনাকে একটি দেশের ম্যাপ দেখে ৬ বারের চেষ্টায় দেশটার নাম বলতে হবে। প্রতিটি অনুমানে আপনার অনুমিত দেশ থেকে ম্যাপের দেশটি থেকে কতদুর এবং কোনদিকে (ডানে-বায়ে, উপরে-নিচে) তা আপনাকে দেখানো হবে।


ছবিঃ স্ক্রিনশট Worldle -- অনেক সময় দেশ খুব অপরিচিত মনে হলে আমি "বাংলাদেশ" দিয়ে শুরু করি মোটামুটি একটা ধারণা পাবার জন্য। এরপর আস্তে আস্তে চেনা পরিচিত দেশে ধরে ধরে এগিয়ে যাই।

পৃথিবীর ম্যাপ আমার প্রিয় বিষয়গুলোর একটা। আমি এই গেমটা এখন পর্যন্ত ১৩৫ বার খেলেছি। সম্ভবত ১ বা ২ বার সঠিক দেশ চিন্হিত করতে পারিনি। ১৬ টি দেশ চিন্হিত করেছি প্রথমবারের চেষ্টায় (বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দি ইউএসএ, ইন্দোনেশিয়া, পপুয়া নিউগিনি, নিউ জিল্যান্ড, জার্মানি, কংগো, গ্রিনল্যান্ড ছাড়া আরো কিছু দেশ)। সর্বোচ্চ ৬ বার লেগেছে ৩ টি দেশের ক্ষেত্রে (ভ্যাটিকান সিটি, আরেকটা কিরিবাস, আরেকটা ডেনমার্ক বা দি ইউকে-র ডিপেন্ডেন্ট টেরিটরি)।


ছবিঃ স্ক্রিনশট Worldle -- আজ পর্যন্ত আমার ব্যক্তিগত পারফরমেন্স।

এই ডেভলপারের আরেকটা গেম আছে নাম Emovi। ইমোজি বা ইমোটিকন দেখে ম্যুভির নাম বলতে হবে তিন চেষ্টায়। প্রথম ২ বার না পারলে একটা হিন্টস দেয়ে হবে।


ছবিঃ স্ক্রিনশট Emovi

খেলাগুলো চেষ্টা করে দেখুন। ভালো লাগবে হয়ত!

প্রথম ছবিটি আমার তোলা

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৫

শেরজা তপন বলেছেন: আপনার তোলা ছবিটা সুন্দর।
এইসব গেমের প্রতি আমার আগ্রহ জিরো। একসময় অনলাইনে পোকার খেলেছি প্রচুর।

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩২

আরইউ বলেছেন:




ধন্যবাদ, শেরজা!
মানচিত্রের ব্যাপারে আগ্রহ থাকলে ওয়ার্ল্ডেল গেমটা ভালো লাগতে পারে। এটা একটা পাজলের মত, ম্যাপ দেখে দেশ খুঁজে বের করা।
ভালো থাকুন।

২| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুই এক্কে দুই,
দুই দুগোনে চার!
সাত এক্কে চার!
ধুর! ভুল হয়ে গেছে!

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪১

আরইউ বলেছেন:




নূরু সাহেব, ভুল পোস্টে মন্তব্য করেছেন সম্ভবত। অথবা আপনার মন্তব্যটি আমি বুঝতে পারিনি।

৩| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪২

পুরানা দামান বলেছেন: সুন্দর, পড়ে আগ্রহী হলাম খেলার ব্যাপারে।

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

আরইউ বলেছেন:



ধন্যবাদ, পুরানা! খেললে জানাবেন কেমন লাগলো।
ভালো থাকুন।

৪| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা চমৎকার হয়েছে।
Thor: Love and Thunder পেরেছি।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:০৬

আরইউ বলেছেন:



ধন্যবাদ, জলদস্যু!
মানচিত্রের গেমটা খেলে দেখবেন। আজ রাত ১২:০০ টার পর নতুন গেম দেবার কথা।

৫| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ভাইয়া সবচেয়ে সহজ খেলা লুডু।

কোনো বোর্ড গুটি ছক্কা টক্কা দরকার নেই।


শুধু আঙ্গুল বুলিয়েই মোবাইলে খেলা যায়। :)

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:০৮

আরইউ বলেছেন:



রাজকন্যা যদি বলে লুডু সেরা তবে লুডুই সেরা! কার ঘাড়ে কটা মাথা আছে রাজকন্যার সেরা খেলাকে সেরা না বলার!

৬| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫১

মিরোরডডল বলেছেন:




নাহ এ খেলার সাথে পরিচয় নেই ।
সাউন্ডস ইন্টারেষ্টিং !

ছবির জায়গাটা সুন্দর ।
ঠিক যেন বাসার কাছের সৈকতের মতোই ।
আকাশের মেঘগুলো কি অদ্ভুত, ছুঁয়ে দিতে ইচ্ছে করে ।


০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:১৩

আরইউ বলেছেন:



খেলে দেখুন, মিরর। অস্ট্রেলিয়াতে ১২:০০ টা বাজে তো নতুন চ্যালেন্জ এভেইলেবল হবার কথা।

ছবিটা (অনেকের মতে) পৃথিবীর সবেচেয়ে সুন্দর বিচের। ঐ বিচের বালু এতটাই পরিশুদ্ধ আর সাদা ধবধবে যে নাসা ওখানকার বালু নাকি হাবল টেলিস্কোপ বানাতে নিয়েছিল।

৭| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:০০

ককচক বলেছেন: আমি woodoku খেলি। ভালোই লাগে।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:১৩

আরইউ বলেছেন:



এটাও খেলে দেখুন, ককচক!
ভালো থাকুন সবসময়।

৮| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:০৬

জুল ভার্ন বলেছেন: বিলিভ ইট অর নট! আমি কখনোই মোবাইলে গেম খেলিনি, ভিডিও দেখিনি এমনকি ইউটিউবেও কিছু দেখিনা।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:১৬

আরইউ বলেছেন:


মোবাইল গেম থেকে দূরে থাকাই ভালো। আমি অবশ্য ইউটিউব ভিডিও দেখি মোবাইলে নিয়মিত।
ধন্যবাদ, জুল ভার্ন!

৯| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:

Wordle গেমটা শুরু করবো বলে শুরু করা হয়নি।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:৩৯

আরইউ বলেছেন:



আর অপেক্ষা না করে শুরু করে ফেলুন!

১০| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১১:৩৫

মো: তৌহিদ ইসলাম আবির বলেছেন: আমার প্রচুর মোবাইল এবং কম্পিউটার গেম খেলা হয়েছে। তবে এই গেম টা খেলি নাই। ধন্যবাদ শেয়ার করার জন্য। খেলে দেখা যাবে।

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৯

আরইউ বলেছেন:



জানাবেন কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ, তৌহিদ!

১১| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পারিনা :(

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৪০

আরইউ বলেছেন:



হাল ছেড়ে দিলেতো হবেনা, স্বপ্নবাজ! চেষ্টা করুন, আরো চেষ্টা করুন।

১২| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৮

অপু তানভীর বলেছেন: ওয়ার্ডলি প্রথম দিকে খুব খেলতাম । বিশেষ করে আমি আর আমার স্টুডেন্ট প্রতিদিন এই নিয়ে আলোচনা হত । আমি আগে মিলিয়ে ফেললে ওকে আমি হিন্ট দিতাম আগে মিলালে আমাকে হিন্টস দিতো ! এখন অনেক দিন আর খেলি না !

আপনার এই ওয়াল্ডলি খেলার চেষ্টা করলাম । সত্যি বলতে কি এই খেলা শুধু কঠিনই না বেশ কঠিন ! প্রতিটা দেশের ম্যাপ সম্পর্কে একটা ধারণা না থাকলে এই খেলা যাবে না । প্রথমবা খেললাম । এই দেখেন রেজাল্ট #Worldle #195 5/6 (100%)

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৪

আরইউ বলেছেন:



৫ বারে পেরেছেন; খুব ভালো। মানচিত্র সম্পর্কে ভালো ধারণা থাকলে বিশেষ করে কোন দেশের/দেশগুলোর পাশে কোন দেশ/দেশগুলো অবস্থিত জানা থাকলে খেলাটা খুব জটিল নয়! বাসায় বাচ্চা থাকলে, ছোট ভাই-বোন থাকলে তাদের ওয়ার্ল্ড ম্যাপ বিষয়ে আগ্রহ জাগাতে বা ধারণা দিতে এই খেলাটা সাহায্য করতে পারে।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:৪০

মিরোরডডল বলেছেন:




সেটা কি অস্ট্রেলিয়ার Jervis bay Hyams beach ?
পৃথিবীর সবচেয়ে সাদা বালুর বিচের এটা একটা ।
তা নাহলে বলতে পারছি না । :|



০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৭

আরইউ বলেছেন:



ইয়া, না! হোয়াইট স্যান্ড, নাসা, হাবল টেলিস্কোপ, অস্ট্রেলিয়া লিখে সার্চ দিলেই উত্তর পেয়ে যাবার কথা।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:৪৩

মিরোরডডল বলেছেন:


আর ইউর এই ছবির সৌন্দর্যটা বেশী হয়েছে ওই মেঘগুলোর জন্য ।


০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৮

আরইউ বলেছেন:




কান্ট এগ্রি মোর!

১৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: মোবাইলে গেমের মধ্যে স্নেক বোধ হয় সবাই খেলেছে। এটি অবশ্য নকিয়া মোবাইল সেটের প্রথম দিককার কথা । এখন সালমান গেম খেলে মোবাইলে। আবার বায়নাও ধরেছে কিনে দেবার জন্য ।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৩

আরইউ বলেছেন:




ধন্যবাদ! বাচ্চাদের মোবাইল ডিভাইসে খুব বেশি সময় কাটানো কিন্তু স্বাস্থ্যকর নয়। ভালো থাকুন, সেলিম!

১৬| ০৬ ই আগস্ট, ২০২২ সকাল ৭:০৪

মিরোরডডল বলেছেন:




কুইন্সল্যান্ডের Whitehaven Beach.

০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৩

আরইউ বলেছেন:




বুলস আই!

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: মানচিত্রের ব্যাপারে আমারও অনেক আগ্রহ আছে। ছোটবেলায় দুই ভাইবোন মিলে (সাতজনের মধ্যে দুইজন পিঠেপিঠি, বাকিরা নয়) অক্সফোর্ড স্কুল এ্যাটলাস খুলে একে অপরকে ধরতাম। এটা ভবিষ্যত জীবনে অনেক ডিভিডেন্ড দিয়েছে।
শিরোনামের ছবিটা খুব সুন্দর! এমন ছবি দেখলে মন ভালো হয়ে যায়।
৫ নং প্রতিমন্তব্যটা চমৎকার!

আমি কখনো সেলফোনে কিংবা কম্পিউটারে কোন ভিডিও গেম খেলিনি। তবে আপনার পোস্টটা পড়ে Wordle খেলার আগ্রহ জন্মেছে, যদি সেটা এখনও চালু থাকে।

১৮| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

মিরোরডডল বলেছেন:





যাক বাবা এতোদিন পর দেখা গেলো তাহলে!

Hope all is going well.


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.