নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরইউ

আরইউ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়ারইন ব্লগের মডু হওয়া সহজ কাজ নয়!

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১০


গতকাল একটা পোস্ট চোখে পরল কচ্ছপ নিয়ে। পড়ে দেখলাম, ভালো লেখা, গোছানো, তথ্যপূর্ণ। লাইক দেবো তার আগে ভাবলাম একটু দৈবচয়ন ভিত্তিতে একটা লাইন নিয়ে গুগল করে দেখি। দেখলাম ঐ লাইনটা হুবহু অন্য সোর্সে আছে। আরো খোঁজাখুঁজি করে বুঝতে পারলাম লেখাটার সিংহভাগ অন্তত দু‘টি সোর্স থেকে হুবহু কপি-পেস্ট। দেখা গেল ঐ পোস্টে কাল্পনিক_ভালোবাসা “লাইক” দিয়েছেন। মানে সাড়ে সর্বনাশ, কপি-পেস্ট লেখা নির্বাচিত পাতায় গেছে। এরকমটা যে এবারই প্রথম হয়েছে তা কিন্তু নয়। রাজীব নূর সাহেবের কপি-পেস্ট নির্বাচিত পাতায় গিয়েছিল আর সেজন্য মডারেটরের সমালোচনা আমি করেছিলাম।

কিন্তু, একটু ভিন্ন দৃষ্টিতে দেখলে প্রশ্ন আসে মডারেটর কি আসলে শতভাগ সময় এ ধরনের বিষয়ে পুলিশিং করতে বাধ্য? মডারেটর কি ব্লগারদের উপরে এতটুকু আস্থা রাখতে পারেননা যে ব্লগাররা কপি-পেস্ট করবেননা, চোরাই লেখা ব্লগে পোস্ট করবেননা!

কয়েকদিন আগে এক “ব্লগার” মন্তব্যের ঘরে আরেকজন ব্লগারকে “মাথায় মগজ বলতে কিছু নেই” বলেছেন। বিষয়টি আমার চোখে পরায় আমি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। পরে দেখলাম কতৃপক্ষ ঐ ব্যক্তিগত আক্রমন করা মন্তব্যটা মুছে দিয়েছেন। আরও পরে জানতে পারলাম ঐ ব্লগারকে নীতিমালার আওতায় নেয়া হয়েছে। ব্লগার আর তার চ্যালা-চামুন্ডা খয়ের খাঁ কুলের ধারণা ঐ ব্লগারকে নীতিমালার আওতায় আনাটা অন্যায় হয়েছে; ঐ ব্লগার পারপোরেটর নয় বরং সেই ভিকটিম। ঐ ব্লগার নিজের ভুলটুকু বুঝে, মেনে নিয়ে নিজেকে না শুধরে বলছেন কাল্পনিক_ভালোবাসা যেহেতু বাংলাদেশের সমসাময়িক একটি (প্রায় রাজনৈতিক) বিষয় নিয়ে লিখেছেন সেহেতু তার পোস্টে যেন উক্ত ব্লগার কোন মন্তব্য করতে না পারে তাই উক্ত ব্লগারকে পোস্ট ও কমেন্ট ব্যান করে রাখা হয়েছে।

একজন নিরপেক্ষ ব্লগার হিসেবে আমি জানিনা উক্ত ব্লগারের এই “ব্যান থিওরি” সত্য কিনা। তবে, এতটুকু বুঝতে পারি সামহোয়ারইনের মডারেটর হওয়া সহজ কথা নয়। বাদী, বিবাদী, চোর, পুলিশ সহ সব পক্ষের সমালোচনা হজম করতে হয় বেচারাদের!

ছবিঃ আমার তোলা।

মন্তব্য ৫৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৬

জটিল ভাই বলেছেন:
আপনি যে পোস্ট সম্পর্কে বলছেন সে পোস্টদাতার ইউজার নেম কি জানেন? আমাকে বলার জন্য নয়, আপনাকে একটা জিনিস বুঝাবার জন্যে প্রশ্নটা করলাম। জটিলবাদ।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩১

আরইউ বলেছেন:




দেখেছি। আমি জানিনা উনি কেন ঐ শব্দটা ইউজার নেম হিসেবে নিয়েছেন। ব্যক্তিগতভাবে অবশ্য আমি শব্দটাকে নেতিবাচক অর্থে দেখিনা।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ, জটিল! ভালো থাকুন।

২| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

ভুয়া মফিজ বলেছেন: সামহোয়ারইন ব্লগের মডু হওয়া সহজ কাজ নয় অবশ্যই সহজ কাজ না, বিশেষ করে লেখালেখির একটা প্ল্যাটফর্মে যদি চোর-বাটপারের আনাগোনা থাকে। আরও কঠিন হয়ে যায়, যদি কোন ব্লগার তার কয়েকজন ছ্যাচড়া টাইপের চামচা পরিবেষ্টিত হয়ে একটা প্যারালাল মডারেশান প্যানেলের এনভায়রোনমেন্ট তৈরীর কোশেশ করে; আর ব্লগ টিমসহ ''চামচা প্যানেল'' এর বাইরের ব্লগারদের বিরুদ্ধে নিয়মিত বিষোদগার করতে থাকে।

এই রকমের একটা বৈরী পরিবেশে দায়িত্বপালন করার জন্য সামু'র ব্লগ টিমের জন্য এ বিগ থ্যাঙ্কস!!!

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪২

আরইউ বলেছেন:




চমৎকার একটা কথা বলেছেন “বৈরী পরিবেশ“। এখানে যারা লিখছেন সবাই প্রাপ্তবয়স্ক। অথচ আমাদের এত এত অভিযোগ। মাঝে মাঝে মনে হয় আমি নিজেও কিন্ডির বাচ্চাদের মত অভিযোগ করি।

ভালো থাকুন, ভুয়া!

৩| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪২

খায়রুল আহসান বলেছেন: লেখার এই চোরাকারবারি নিয়ে পড়তে পড়তে এবং দেখতে দেখতে আমি অবসাদগ্রস্ত হয়ে পড়েছি। এমনিতেই তীব্র গরম, দিনে ৩/৪ বার করে ১ ঘণ্টার জন্য বিদ্যুৎ চলে যায় (সরকারী ঘোষণায় বলা হয়েছিল ১ বার করে ১ ঘণ্টার জন্য যাবে), তারপর ব্লগে এসেও এসব চুরি চামারি দেখে মনটা ভীষণ ছোট হয়ে যায়। এ নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী কে? একজন সাধারণ মানুষও বোঝে, জ্বালানী তেলের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অর্থনীতিক কারণে নয়, জ্বালানী বিভাগের সীমাহীন চুরিচামারিকে সামাল দেয়ার জন্যই করা হয়েছে।

যাই হোক, কোন দ্বিমত নেই যে ব্লগের মডারেটরের কাজটা খুবই কঠিন, যেমন কঠিন দেশের সর্বক্ষেত্রে চুরিচামারি বন্ধ করা। সমাধান অবশ্যই আছে, তবে সে পথে হাঁটবে কে?

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

আরইউ বলেছেন:



“লেখার চোরাকারবারি“ শব্দটা আমার খুব পছন্দ হয়েছে, খায়রুল।
এই কপি-পেস্ট নিয়ে ব্লগে এত আন্দোলনের পরও যখন কেউ কপি-পেস্ট করে তখন কিছুটা নিরুৎসাহিত হয়ে যাই; আপনার মতই অবসাদগ্রস্ত ও হতাশ হয়ে পরি।
দেশের সব সেক্টরে চুরি বন্ধ করা সম্ভব না হলেও চুরি যে ভুল, এটা যে অনৈতিক, এটা যে সঠিক “সংস্কৃতি“ নয় এই বোধটা গড়ে তোলা জরুরী।
লেখাচুরি বন্ধে কাল্পনিক_ভালোবাসা সহ ব্লগ কতৃপক্ষ খুবই ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন। ব্লগের পরিচিত ও কুখ্যাত চোরাকারবারিরা এখন মোটামুটি কপি-পেস্ট বন্ধ করেছে।
বিদ্যুতের এই অবস্থা শীঘ্র ভালো হয়ে যাক এই কামনা করি (যদিও খুব একটা আশাবাদী হতে পারছিনা)।
শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ।

৪| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪২

জুল ভার্ন বলেছেন: একজন চামচা ব্লগারের প্রায় প্রতিটা পোস্টই শব্দে বাক্যে উস্কানিমূলক.... যা মডারেশনের নজরে আছে কিনা জানিনা!

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০০

আরইউ বলেছেন:



আপনি যার কথা বলছেন আমি সম্ভবত তাকে “ব্লগ ভাঁড়” বলে সম্বোধন করি। উনি যাই লেখেন, যাই করেন আমার কমেডি মনে হয়!!
আমার ধারণা কতৃপক্ষ বিষয়টি দেখেছেন।
ধন্যবাদ ও শুভকামনা, জুল ভার্ন।

৫| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০২

ভুয়া মফিজ বলেছেন: @জুল ভার্ন ভাইঃ জীবনের শুরু থেকেই পারিবারিক, সামাজিক আর প্রাতিষ্ঠানিক সুশিক্ষা নিশ্চিত করা একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। এটার গুরুত্ব তৎক্ষনাৎ বোঝা যায় না, সে'জন্যে এটাকে প্রায়শঃই ইগনোর করা হয়। ফলে অনেকেই সুশিক্ষার জায়গায় কুশিক্ষা নিয়ে বড় হয়, কিন্তু সে নিজে সেটা বুঝতে পারে না। এটার ইমপ্যাক্ট আলটিমটলি গিয়ে পরে ব্যক্তি আর সমাজ জীবনে।

আমাদের দেশে শাসক শ্রেণী থেকে শুরু করে সামাজিক মিডিয়া পর্যন্ত সব জায়গায় এদের আনাগোনা। ব্লগ আর বাইরে থাকে কিভাবে?

আমি জানি এটা মডারেশানের নজরে আছে, তবে তারাও মনে হয় আজকাল খানিকটা টায়ার্ড এদের বেহায়াপনায়!!!

৬| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১২

জুল ভার্ন বলেছেন: @আরইউ;ওকে অনেকেই "নফর বগোলার" সম্বোধন করে। ওই নফর বগোলার সবার পোস্টের হিট, কমেন্টস গোনে....


@ভুয়ামফিজ ভাই;আপনার বক্তব্যের সাথে দ্বিমত নাই।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৭

আরইউ বলেছেন:




বুঝতে পারছি! সমস্যা হলো ঐ ব্যক্তিকে আমি একদমই সিরিয়াসলি নিতে পারিনা। ওনার মন্তব্য, পোস্ট দেখলেই আমার বাংলা সিনেমার কৌতুকভিনেতা দিলদার, টেলি সামাদের (ওনাদের ছোট করছিনা) কথা মনে পরে। এমন ভাঁড়ামোময় কাউকে সিরিয়াসলি নেয়া যায় বলুন!

৭| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

ভুয়া মফিজ বলেছেন: ব্যাপকভাবে বিনোদিত হতে চাইলে এই পোষ্টটা আর মন্তব্য পড়ে দেখতে পারেন। =p~

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৪

আরইউ বলেছেন:




ধন্যবাদ, ভুয়া। পাঠকের পোস্টটা আমি রিডিং লিস্টে রেখেচি; মন্তব্য সহ পড়ে দেখতে হবে।

৮| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫২

অপু তানভীর বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ নীতিমালা হচ্ছে যখন কাউকে কোন কারণে নীতিমালার আওতায় আনা হয় তখন সেই কারণটা গোপণ রাখা হয়। কেবল উক্ত ব্লগারকে সেই কারণটা মেইল করে জানানো হয়। এই নীতির সুবিধা নিয়ে অনেকে অসৎ আচরণ করে। যেমন ধরেন আমি আপনার এই পোস্টে কোন বাজে কমেন্ট করলাম। ব্লগ টিম সেটা দেখলো এবং আমাএ মন্তব্য মুছে দিয়ে আমাকে কমেন্ট ব্যান করলো। এখন আমার কমেন্ট যেহেতু মুছে দেওয়া হয়েছে আর নীতিমালা অনুযায়ী আমার ব্যানের কারণ যেহেতু গোপণ থাকবে সেহেতু আমি যদি অসৎ হই তাহলে আমি বলে বেড়াতে পারি যে মডু আমাকে বিনা দোষে ইচ্ছাকৃত ভাবে ব্যান করেছে। কিন্তু একজন সৎ নিষ্ঠবান ব্লগার এমন কাজ কোন দিন করবে না। আমার এগারো বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে ব্লগ টিম ব্লগারদের সব সময় সর্বোচ্চ ছাড় দিয়ে এসেছে। অনেক সময় নিয়ম ভাঙ্গার পরেও কিছু বলে নি। কিন্তু আজ পর্যন্ত কাউকে বিনা কারণে নীতিমালার আওতায় আনে নি। যদি কাউকে আনা হয়, এর অর্থ হচ্ছে সে বারংবার নিয়ম ভেঙ্গেছে।। যারা মানুষকে বলে বেড়ান যে তাদের বিনা কারণে নীয়িমালার আওতায় আনা হয়েছে তারা স্রেফ মিথ্যা বলছেন। এদের বিরুদ্ধে আসলে আর কিছু বলার নেই।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৭

আরইউ বলেছেন:




ভালো বলেছেন, অপু। মিথ্যে বলা, কন্সপিরেসি থিওরি চাওর করাই এদের কাজ।
ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:০১

পদাতিক চৌধুরি বলেছেন: যেসব কারণে আজকে আপনার পোস্টটা ভালো লেগেছে -
১-ছবিটি অসাধারণ।
২-'চোরাই লেখা' শব্দটি ব্যবহার করায়।
খারাপ লেগেছে মগজহীন কোন ব্লগারকে ইম্পর্টেন্স দিয়ে পোস্টে উল্লেখ করায়।
তবে সে যাইহোক মডারেটরেরে দুঃখ প্রসঙ্গে শতভাগ সহমত। বেচারা বড় একা। দুই পক্ষের দড়ি টানা-টানিতে বেচারার বাস্তবিক জীবন যায় যায় অবস্থা।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৮

আরইউ বলেছেন:




ধন্যবাদ, পদাতিক। সমসাময়িক বিষয় নিয়ে লেখায় প্রসংগক্রমে উহার কথা চলে এসেছে।
ভালো থাকুন সবসময়।

১০| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৭

শেরজা তপন বলেছেন: কাল ঐ লেখাটা আপনার মন্তব্য ও উত্তর আমি পড়েছিলাম
ঠিক বলেছেন- সহজ কথা নয়।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪০

আরইউ বলেছেন:



ধন্যবাদ, শেরজা।
কোনটা তথ্যসূত্র থেকে নিয়ে নিজের মত করে লেখা আর কোনটা টুকলিফাই করা এই সামান্য বিষয়টা এরা বোঝেনা।
শুভকামনা নিরন্তর!

১১| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৯

ককচক বলেছেন: আজকেও একটা পোস্ট ব্লগে এসেছে। পোস্টের বক্তব্য আমি গতকাল আমি হুবহু প্রথম আলোতে পড়েছিলাম।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৩

আরইউ বলেছেন:




ঐ পোস্টে আপনার মন্তব্য দেখলাম। আপনার মন্তব্যের জবাবে উনি কী লেখেন পড়ার অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ, ককচক, একজন সচেতন ব্লগার হিসেবে প্রোএকটিভলি ঐ ব্লগে প্রশ্ন করার জন্য।
ভালো থাকুন, শুভকামনা!

১২| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা অসাধারণ হয়েছে।

মাঝে মাঝেই এডু-মডুদের বিরুদ্ধে অভিযোগ শোনা যায়। তাতে খুব একটা কিছু এসে যায় না। যার যা বুঝ সে সেটা বুঝে নিবে।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৫

আরইউ বলেছেন:



সে আর বলতে! সেই ব্লগের শুরু থেকে কতৃপক্ষ অনেক ঘাটের জল খেয়েছে আর তাই তাদের বুঝতে খুব একটা সময় লাগেনা।
অনেক ধন্যবাদ, জলদস্যু। ভালো থাকুন।

১৩| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৮

কামাল৮০ বলেছেন: মডুর কিছু সহযোগী দরকার।তা হলে কাজটি সহজ হয়ে যায়।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:০০

আরইউ বলেছেন:



বর্তমান বাস্তবিকতায় তা কতটুকু সম্ভব আমি জানিনা। আর সব কিছু মাডারেটরকেই করতে হবে কেন, কামাল? লেখার চোরাকারবারি করতেই হবে, নিজে লিখতে সমস্যা হলে ব্লগে আসার দরকার কী? অন্যকে ব্যক্তি আক্রমন করতেই হবে? সভ্য মানুষ হতে এত সমস্যা হলে ব্লগে আসার দরকার কী?
ভালো থাকুন সব সময়।

১৪| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৫

সোনালি কাবিন বলেছেন: উনার বিরুদ্ধে আমার এখনো প্রথম পাতায় পোস্ট দেবার ক্ষমতা পাই নাই। নিজের ব্লগেও দিয়ে সাজিয়ে রাখিনি। অথচ ভালো ভালো পোস্টদাতাদের সংগেও উনি কয়েকবার আমার নাম জপিসেন। শুধু কমেন্ট করাতেই আমার এ দশা :-/

নিজেরে কেউকেটা মনে হতিসে। =p~

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৬

আরইউ বলেছেন:




হা হা হা! কী আর করবেন!!
ভালো থাকুন সব সময়, সোনালি কাবিন।

১৫| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ব্লগিং পোষ্ট মন্তব্য পরিচিত মনে হয়। চেনা মনে হয়।
অনেক কিছুই দেখছি। কি আর বলবো।

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৯

আরইউ বলেছেন:



আপনার সাথে আগের নিকে ব্লগিং করা হয়েছে তাই হয়ত কিছুটা চেনা চেনা মনে হয়।

১৬| ০৯ ই আগস্ট, ২০২২ ভোর ৫:০৭

মিরোরডডল বলেছেন:




মডারেটর কি ব্লগারদের উপরে এতটুকু আস্থা রাখতে পারেননা যে ব্লগাররা কপি-পেস্ট করবেননা, চোরাই লেখা ব্লগে পোস্ট করবেননা!

এই আস্থা থেকেই হয়তো সব পোষ্ট চেক করা হয়না ।
ব্লগ এডমিন হওয়া আসলেই সহজ কাজ না ।
প্রতিদিন কি পরিমান পোষ্ট আসে ।
এটা কি সম্ভব সবগুলো চেক করা কপি পেস্ট কিনা !

But you did good job.
এই ছবিটাও খুব সুন্দর। কোথায় এটা ?

আমার মনটা খুবই বিষণ্ণ ।
আমার অনেক অনেক প্রিয় একজন মানুষ মারা গেছে ।
প্রিয় শিল্পী Olivia Newton-John.

তার কিছু গান ক্লোজ টু মাই হার্ট ।









০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৩

আরইউ বলেছেন:




ধন্যবাদ, মিরর!
সত্যি বলতে দু‘ একটা গান শোনা ছাড়া ওনার বিষয়ে আমি তেমন কিছু জানতাম না। কিন্তু আপনার আবেগটা বুঝতে পারছি।
ছবিটা ফোর মাইল বিচ, পোর্ট ডগলাসে তোলা।

১৭| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৮:২৯

বিটপি বলেছেন: মডারেটর হওয়া যে কি পরিমাণ কঠিন, সেটা বুঝা গেছে চাঁদগাজী সিন্ড্রোমে। এই ব্লগার অকারণেই বিভিন্ন ব্লগারকে উত্তেজিত করে তুলতেন। বিস্তর অভিযোগ এবং রিপোর্টিংয়ের কারণে ওনাকে কখনও সাময়িক ব্যান, কখনও কমেন্ট ব্যান, কখনও জেনারেল করে সতর্ক করা হয়। তারপরেও মুক্তিযোদ্ধা টাইটেল আছে বলে মডারেটররা ওনাকে ব্যান করার সাহস পাচ্ছিলেন না। কিন্তু সব সীমা অতিক্রম করে যখন চাঁদগাজী ব্যক্তি আক্রমণের লিমিট ক্রস করে ফেলে, তখন মডারেটরদের আর কোন উপায় থাকেনা ওনাকে সামু থেকে সরিয়ে দেয়া ছাড়া।

কিন্তু এরপরেই শুরু হয় ওনার চামচাদের ইয়া নাফসী ইয়া নাফসী কারবালা ক্রন্দন। আর ব্যাপক ধৈর্য্য ধরার পরেও সব দোষ পড়ে মডুদের উপর। কিন্তু ব্যান করার আগে মডুরা যে বারবার সতর্ক করেছিলা, সেটা আর কেউ বলেনা।

এই সময়টা মডূরা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে বুঝা যায়।

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৪

আরইউ বলেছেন:



ভালো বলেছেন, বিটপি।
ধন্যবাদ ও শুভকামনা।

১৮| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৯:০৫

ঢাবিয়ান বলেছেন: সব কাটমোল্লা, ছাগু, বলদ ব্লগার দেখি এইখানে এসে জড়ো হয়েছে =p~ =p~ যাক আপনাদের সবাইরে মাইনাস। =p~

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৬

আরইউ বলেছেন:




মোটামুটি ওস্তাদ আর সাগরেদের পাল ছাড়া সবাই ঐসব ক্যাটাগরিভুক্ত।
সবার মাইনাস বুঝে নিলাম, ধন্যবাদ!
ভালো থাকুন, ঢাবিয়ান।

১৯| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৫

মেহেদি_হাসান. বলেছেন: ছবিটা সুন্দর, আপনি কোন দেশে থাকেন?

মডারেটর হওয়া অবশ্যই কঠিন কোন কপি-পেস্ট কোনটি অরিজিনাল লেখা এগুলো বের করা চাট্টিখানি কথা না তারপরও তারা যতটুকু করতে তার জন্য মডারেশন প্যানেলকে ধন্যবাদ সেইসাথে আপনাকেও।

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৮

আরইউ বলেছেন:



ধন্যবাদ, মেহেদি_হাসান! ছবিটা অস্ট্রেলিয়ার পোর্ট ডগলাসে ফোর মাইল বিচ বলে একটা জায়গায় তোলা।
হ্যা, সবার মন রক্ষা করা সহজ নয়, হয়ত সম্ভবও নয়।
ভালো থাকুন সব সময়।

২০| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪০

ঢাবিয়ান বলেছেন: @ ভুয়া মফিজ , আপনার প্রথম মন্তব্যের সাথে আরো কিছু তথ্য যোগ করলাম।

বাংলাদেশের নামি দামি কিছু এড এজেন্সি

মাত্রা- আফজাল হোসেন
এশিয়াটিক জে ডব্লিউটি - আলী জাকের
গ্রে- নির্ভিক সিং, শাওন
এডকম- গিতিয়ারা চৌধুরি
ব্রান্ডভেন্ট কমিউনিকেশন- মনিরুল আহসান
ধানসিড়ি- শমি কায়সার
এক্সপ্রেশন- ত্রপা মজুমদার ইত্যাদি ( সুত্র ঃ ব্লগার তন্ময় ফেরদৌস )

আমাদের কৈশর তারুন্যে বিজ্ঞাপন জগত দাপাতেন উপড়ে উল্লেখিত ব্যক্তিরা। ইদানিং কালে ইনারা খুব সম্ভবত নিস্ক্রিয়।
সেই সময়ের বিজ্ঞাপনগুলোর কথা মনে আছে? গুনে মানে কোথায় ছিল তাদের অবস্থান। আর এখনকার বিজ্ঞাপন, নাটকের শর্ট ক্লীপ দেখতেও বমি আসে।

২১| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৬

অপু তানভীর বলেছেন: পোস্টের ছবি সম্পর্কে যে মন্তব্যটা করতে চাই হচ্ছে সেটা হচ্ছে এটা কোন দেশের ? এখানে কি আপনি থাকেন এখন নাকি বেড়াতে গিয়েছিলেন ? আপনি থাকেন কোন দেশে ?

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৭

আরইউ বলেছেন:




এটা অস্ট্রেলিয়ার পোর্ট ডগলাসে ফোর মাইল বিচ বলে একটা জায়গা আছে ওখানে তোলা। গ্রেট ব্যারিয়ার রিফ দেখতে কেয়ার্ন্স গিয়েছিলাম কোভিড-১৯ শুরু হওয়ার কয়েক মাস আগে। কেয়ার্ন্স থেকে পোর্ট ডগলাস ৬০ কিমি এর মত দূরে। অসম্ভব সুন্দর জায়গা। কেয়ার্ন্সও সুন্দর। সমুদ্রের পাশেই ছোট্ট শহর। শহরের মাঝে একটা পাবলিক সুইমিং পুলের ছবি দিচ্ছি এখানে; ওরা এটাকে বলে লাগুন (Lagoon)।


২২| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৪

জ্যাকেল বলেছেন: @ বিটপি
আপনার মন্তব্যে কারবালা'র ঘটনাকে এভাবে মেনশন করাটা সঠিক হয় নি। কারবালা মুসলিম জনগণের সবচেয়ে নির্মম ঘটনা, এটাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত মুসলমান হোক/যেকোন মত/ধর্ম অনুসরণকারী যেই হোক।

২৩| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১০

ভুয়া মফিজ বলেছেন: @ঢাবিয়ানঃ রেজা আলী'র বিটপি বাদ পড়ে গিয়েছে।

একসময়ে পেশাগত কারনে আমাকে মাত্রা, বিটপি, এশিয়াটিক, এডকম, গ্রে, এক্সপ্রেশানস (ত্রপা না বলে রামেন্দু মজুমদার বলা উচিত) আর ইন্টারস্পীডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়েছে। এই জগৎ সম্পর্কে আমার চেনাজানা বহু বছরের!! :)

২৪| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামুর মডু হওয়া সহজ নয় বরং কঠিন। আমাদের মডুও তরল বা বায়বীয় নয় উনি কঠিন। :)

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৯

আরইউ বলেছেন:




হা হা হা। ভালো বলেছেন সাড়ে চুয়াত্তর — মডু বায়বীয় বা তরল হলে সমস্যা।
ভালো থাকুন, অনেক শুভকামনা।

২৫| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৮

কিশোর মাইনু বলেছেন: অনেক আগে একবার আমার এক পোস্টে কপি-পেস্টের সিল পড়েছিল। সেটা ও ছিল তথ্যবহুল একটি পোস্ট। আমি সেই অভিযোগের জবাবে আমার পুরো ব্লগের আসার ইতিহাস লিখে পোস্ট দিয়েছিলাম। ৪ বছর পর এসে আবার লাগল। তাই আবার ও দিচ্ছি কফিয়ত এবং Explanation । প্রথমে চিন্তা করেছিলাম,ইগ্নোর করি। কিন্তু পরে দেখলাম আপনি যটেস্ট পরিমাণে সম্মানিত একজন ব্লগার, হিংসাত্মক ব্লগার নন। তাই নিজেকে ব্যাখ্যা করাটা দায়িত্ব মনে করছি।
৪বছর আগের আমার নিজেকে ব্যাখ্যা করে নিজের সম্পর্কে, ব্লগে আসার কারণ, থাকার কারণ সহ দেওয়া পোস্টটি পড়ার জন্য আপনার কাছে পড়ার জন্য অনুরোধ রইল। সাথে আরও যারা আমার জবাব জানতে আগ্রহী তাদের কাছে ও বিনীত নিবেদন রইল পোস্ট টি থেকে ঘুরে আসার জন্য। ট্যাগ দেখা যায় কিনা আমি জানিনা। যদি দেখা যায় এই চিন্তা করে ট্যাগে স্বীকারোক্তি ও জবাবদিহিতা ট্যাগ দুটি লাগিয়ে দিলাম। এবং সেই পোস্টের সকল ভুল বানান ও ঠিক করে দিলাম আপনার সুবিধার্তে।

ধন্যবাদ, ভাল থাকবেন। শুভকামনা রইল।

১০ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১১

আরইউ বলেছেন:



ধন্যবাদ, কিশোর, লিংক দেয়ার জন্য। আমি যতটুকু বুঝতে পারছি লেখালেখির প্রতি আগ্রহে আপনার কোন খাঁদ নেই; লেখালেখি ভালোবাসেন বলেই ২/৩/৪ টা সূত্র থেকে লেখা কপি-পেস্ট করেছেন।
সমস্যা হচ্ছে আপনি যেভাবে তথ্য ব্যবহার করেছেন আপনার লেখায় সেটাকে প্লেজারিজম বলে (না বুঝে হলেও এটা একটা অন্যায়)।

ধরুন আপনি একটি সূত্রে (নাম দিলাম সূত্র ) একটা লেখা পেলেন এমনঃ
সোহালিয়া দেশে পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর পিলিমিলিসোরাস-এর বাস। এরা দৈর্ঘে ১০০ মি, প্রস্থে ১০ মি পর্যন্ত হতে পারে। এদের গড় ওজন ১৫ কেজি হলেও ৩০ কেজি ওজনের পুরুষ পিলিমিলিসোরাসের দেখা মেলে প্রকৃতিতে।

ধরুন সূত্র তে আপনি পেলেনঃ
পিলিমিলিসোরাস অনেক দিন বেঁচে থাকে, গড়ে ৮০০ বছর। ৩০৩২ সালে সোহালিয়ার মুলিয়াভেল নামে এক দ্বীপে পাওয়া একটি স্ত্রী পিলিমিলিসোরাসের বয়স সিলিকন ডেটিং-এর মাধ্যমে ১৯০০ বছর নির্নয় করা হয়।

ধরুন আপনি সূত্র ক এর লেখার পর সূত্র খ এর লেখা বসিয়ে বললেন এটা আপনার লেখা বা আপনি সম্পাদনা করে লিখেছেন। বিষয়টা ভুল। আপনি ২ টি সূত্র থেকে তথ্য নিয়ে নিজের মত কিছু লেখেননি। আপনি যদি এমন কিছু লিখতেন “পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর এর নাম পিলিমিলিসোরাস যা সোহালিয়াতে বাস করে। এই ডাইনোসরের দৈর্ঘ ১০০ মি, প্রস্থ ১০, এবং গড় ওজন ১৫ কেজি হয়ে থাকে। অবশ্য পুরুষ পিলিমিলি ডাইনোসর ওজন ৩০ কেজি পর্যন্ত হয়েছে বলে জানা যায়। এদের গড় আয়ু ৮০০ বছর হলেও ১৯০০ বছর বয়সি পিলিমিলিসোরাস পাওয়া গিয়েছিল সোহালিয়া দেশের মুলিয়াভেলে। সিলিকন ডেটিং টেকনিকের মাধ্যমে মুলিয়ভেলে পাওয়া পিলিমিলিসোরাসের বয়স নির্ধারণ করা হয়েছিল। তথ্যসূত্রঃ ক, খ“

এটা হচ্ছে তথ্য নিয়ে নিজের মত করে লেখা।

আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন।

২৬| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:১২

জ্যাকেল বলেছেন: কুথাকার মঠেল হান্টার নিয়া কাউকে কাউকে দেখা যায় মন্তব্য করতে। যে ছাগশিশু উহার ওস্তাদ আর শাগরেদ ছাড়া সকলকে কাঠমুল্লা বিম্পি কাতারে গুনে বসে তার মষ্তিষ্কে যে কি মাল আছে তা বুঝাই যায়। আপনাদের উদ্দেশ্যে সবিনয়ে বলতেছি ঐ রাজাকারের বাচ্চারে নিয়ে কোন কিছু আলাপ না করাই সঠিক হবে।

আর মডু হওয়া নিয়ে আমার মতামত, মডুকে তার মত কাজ করতে দিতে হবে। আমরা যতই হুম হাম তিড়িং বিড়িং লাফাই না কেন মডুকে সবসময় ধীর স্থির মননে বুঝ বিবেক সহকারে সিদ্ধান্ত নিতে হবে। এটাই হয়ে আসছে (৯৯%)।

১০ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৫

আরইউ বলেছেন:



আপনি কার কথা বলছেন বুঝতে পারছি। এই ভদ্রলোকের সাথে আমার কোন সমস্যাই ছিলনা। তবে উনি অযাচিতভাবে অন্যের সমস্যা নিজের করে নিতে পছন্দ করেন সম্ভবত। উনি নিজেকে এতটাই খেলো করেছেন, এতটাই হাস্যকর করে তুলেছেন যে ওনাকে আমি কোনভাবেই সিরিয়াসলি নিতে পারিনা!
আমি ভদ্রলোকের সার্বিক সুস্থ্যতা কামনা করি।

২৭| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:১১

আমি তুমি আমরা বলেছেন: মডারেটর যদি নিরপেক্ষ থেকে যথাযথভাবে নিজের কাজ করতে চান, তাহলে অবশ্যই তার কাজ অসম্ভবরকমের কঠিন। কিছু ব্লগারের দায়িত্বহীন আচরণ সেটাকে আরও কঠিন করে তোলে।

১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৯

আরইউ বলেছেন:



একদম সঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ, “আমি তুমি আমরা“। শুভকামনা নিরন্তর।

২৮| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৯

কিশোর মাইনু বলেছেন: অনেকদিন পর যখন ফিরে আসার চেষ্টা করি তখন হাতের কাছে যা পাই তাই ই তুলে দেই ব্লগে। স্রেফ শুরু করার জন্য। আমার নোটবুক থেকে কিছু একটি বৃহৎ অংশ কপি করা কপি করা হয়েছে, সেটা সত্যি। কিন্তু সেই নোটগুলো কোথাথেকে সংগ্রহ করেছিলাম বা আদৌ সেটা নিজের মত করে লেখা না কপি-পেস্ট সে ব্যাপারে চিন্তা ও করে দেখিনি। আমার শুরু করা দরকার ছিল। তাই আমি মাথার মধ্যে যেই টপিক এসেছে, যেটা সোজা মনে হয়েছে সেটা দিয়েই শুরু করে দিয়েছি। বুঝতে পারছি, ভুল হয়েছে। আমাকে সামনে আরও সাবধান হতে হবে। কথা দিচ্ছি পরেরবার থেকে আমার নোটবুক-ই হোক প্রধান তথ্যসুত্র আর কোন ইংরেজী আর্টিকেল, নিজের চিন্তা/কল্পনা বা Creativity যাই বলেন সেটাকে মিশাতে ভুলব না।
আর ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য।
ভাল থাকবেন।
শুভকামনা রইল।

১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪১

আরইউ বলেছেন:




অনেক ধন্যবাদ আপনাকে, কিশোর।
ব্লগকে ভালো ভালো লেখা উপহার দেবেন এই আশা করছি।
শুভকামনা!

২৯| ০৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৩০

মিরোরডডল বলেছেন:



ছয়মাসতো হয়ে গেলো, আর কতদিন????
এবার চলে আসা হোক।
জানিনা অন্য কোন নিক থেকে আসা হয় কিনা, ব্লগে চোখ রাখা হয় নিশ্চয়ই।
পোষ্টে অনেকসময় খুব সুন্দর ছবি দিয়েছে।
আমি সিওর কালেকশনে অনেক ভালো ভালো ছবি আছে।
একটা ছবিব্লগ আশা করি আরইউর কাছ থেকে।


৩০| ০৫ ই মে, ২০২৩ বিকাল ৫:২৪

শায়মা বলেছেন: আমিও আর ইউ ভাইয়াকে মিস করি প্রায়ই।

কোথায় যে হারালো ভাইয়াটা!!! :(


চলে আসো ভাইয়া তাড়াতাড়ি আমাদের মাঝে। :)

৩১| ০৫ ই মে, ২০২৩ বিকাল ৫:৩৪

মিরোরডডল বলেছেন:




তোমার কি মনে হয় শায়মাপু, আরইউ ব্লগে আসে অন্য নিক থেকে?

সম্ভবত একটা চাপা অভিমান আছে।
যতদূর মনে পড়ে লাস্ট টাইম একজন ব্লগারের সাথে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিলো।

৩২| ০৫ ই মে, ২০২৩ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: আসে। অবশ্যই আসে।

ভাইয়া হলো ধুমকেতুর মত। আগেও এমন ছিলো। দেখাই যেত না। কিন্তু ব্লগের ক্রান্তিকালে দেবদূতের মত এসে হাজির হত।

আমার ব্লগ জীবনে ভাইয়া এমনই একজন দেবদূত!

আমার সারাজীবনের কৃতজ্ঞতা আর ভালোবাসা আর শুভকামনা থাকবে ভাইয়ার জন্য।

৩৩| ০৫ ই মে, ২০২৩ বিকাল ৫:৪৩

মিরোরডডল বলেছেন:




তোমার এই দেবদূত ভাইয়ার জন্য Lets play a game.

কোন মাল্টি তার হতে পারে এবং কেনো এগুলো নিয়ে আমরা এমন উড়াধুরা লিখবো যে তাড়াতাড়ি কারেকশন করার জন্য কিছুদিনের মাঝেই দেবদূত চলে আসবে। বলতে আসবে যে তার কোন মাল্টি নেই, সে এখানে কোন মাল্টি নিয়ে আসেনি :)

৩৪| ০৫ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:০২

মিরোরডডল বলেছেন:
তুমি আবার সিরিয়াসলি নিওনা, ফান করে বলেছি।
ইউ নো, কখনোই এমনটা করবো না :)



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.