নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরইউ

আরইউ › বিস্তারিত পোস্টঃ

মাল্টি নিকে লিখতে যে বিষয়গুলোর দিকে কড়া নজর রাখা প্রয়োজনঃ টিউটরিয়াল পোস্ট

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৫


আপনি কোন কারণে একের অধিক নিকে ব্লগে লিখতে চাইছেন? কোন সমস্যা নেই। এটা অন্যায় নয়, এতে ব্লগের কোন নীতিমালা ভঙ হয়না; এর ফলে আপনাকে কেউ ক্রিমিনাল কোর্টে প্রসিকিউট করবেনা। তুলে নিন আপনার কিবোর্ড, নতুন নিক রেজিঃ করুন, লিখতে শুরু করুন মনের আনন্দে। তবে, যদি আপনি ব্লগের অন্যদের বুঝতে দিতে না চান আপনি কার “মাল্টি” তাহলে কিছু জিনিসের দিকে আপনাকে নজর দিতেই হবে।

১। আগের বন্ধু, সিন্ডিকেট ইত্যাদি ভুলে যান কিছু দিনের জন্যঃ আগের নিকে যাদের সাথে বেশি মন্তব্য বিনিময় হত তাদের কাছ থেকে নতুন নিকে লেখা শুরুর অন্তত মাস এক-দুই তেমন কথা বিনমিয় করা যাবেনা।

২। ছবি আপলোডের ক্ষেত্রে সাবধান হোনঃ এটা ঠিক সবার জন্য প্রযোজ্য নয় তবে যাদের নিজস্ব সিগনেচার ওয়ে আছে ছবি আপলোডের তারা খুব সাবধানে থাকবেন। ধরুন আপনি সাধারণত খুব লো রেজুলেশন, ছোট সাইজের, অনেক সময় গ্রেইনি ছবি আপলোড করতেন আগের নিকে। এবার কিন্তু এভাবে আপলোড করবেননা। খেয়াল রাখুন ছবির রেজুলেশনের দিকে।

৩। আগের নিকের ভয়ানক বদভ্যাস বদলাতে হবেঃ ধরুন আগের নিকে আপনি মারিং-কাটিং-পেস্টিং করে অভ্যস্ত ছিলেন, অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিতেন, সম্পাদনার নামে অন্যের লেখা মেরে দিতেন। নতুন নিকে এই কাজটি করা যাবেনা - পোস্টেও না অন্যের পোস্টে মন্তব্যেও না।

৪। বানান খেয়াল করেঃ আগের নিকে আপনার যে বানানগুলো ভুল হত নতুন নিকে সেই বানানগুলো ভুল করা যাবেনা। নতুন নিকে প্রয়োজনে ইচ্ছে করে নতুন বানান ভুল করুন!! আগের নিকে যেমন তাড়াহুড়োয় (বা মোবাইল দিয়ে টাইপ করার কারণে) একই বাক্য অনেক ভুল হত, নতুন নিকে তা যেন না হয়।

৫। মন্তব্য দেখতে কেমন খেয়াল রাখুনঃ ধরুন আপনি মন্তব্য লেখেন কবিতার মত ছোট ছোট লাইনে, কয়েক বাক্যের সিংগেল প্যারায় নয়। নতুন নিকে প্যারা ব্যবহার করুন।

৬। মন্তব্যে কী লিখছেন খেয়াল রাখুনঃ আগের নিকে মন্তব্যে আপনার যদি ফুটনোট দেয়ার অভ্যাস থাকে, নতুন নিকে এটা করবেননা; আপনার মন্তব্য যে কপিপেস্ট তা “এটা একটা কপিপেস্ট মন্তব্য“ টাইপের ফুটনোট না দিয়ে অন্যভাবে উল্লেখ করুন।

৭। শব্দ চয়ন, বাক্য গঠনের দিকে নজর দিনঃ আপনি কী লিখছেন, কীভাবে লিখছেন খেয়াল রাখুন। ধরুন আগের নিকে আপনি খুব বেশি বাগধারা, প্রবাদ-প্রবচন ব্যবহার করতেন। নতুন নিকে নিজেকে সামলে রাখুন, কম ব্যবহার করুন। মন্তব্যে-প্রতিমন্তব্যে ছড়া টরা না কাটাই ভালো হবে আপনার জন্য।

আপনার “মাল্টি নিক” আপনার সম্পদ। একে যত্নে রাখুন। যদি আপনার মনে হয় আপনার নতুন “মাল্টি” ধরা খেয়ে গেছে তাহলে আরেকটি “মাল্টি” খুলে ফেলুন আর এই পোস্টে লেখা টিপস ও ট্রিকসগুলো মেনে চলুন।

চিয়ার্স!!

ছবিঃ Two face scary clown /Rudy Ligget / Creative Commons - CC0

মন্তব্য ৬৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২২

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া বড়ই উপকারী ও প্রয়োজনীয় পোস্ট!

তবে তোমার মালটির বড় ভাই আসলটি আজও জানতে পারলাম না।

এই দুঃখ নিয়ে মরে যেতে হবে একদিন!! :(


মরে গেলে তুমি জানবে না তাই নিজের দুঃখে নিজেই কান্দি! :((

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৪

আরইউ বলেছেন:



এত এত নিয়ম মেনে চলি দেখেইতো এখনো ধরতে পারেননি! গুপ্তবিদ্যা আজ উন্মুক্ত করে দিলাম।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা আমার পক্ষে মাল্টি নিক খোলা সম্ভব না। কারণ আমি প্রথম দিনেই ধরা খেয়ে যাব।

বানান খুব গুরুত্বপূর্ণ। একই ভুল বানান দুই নিকেই করলে ধরা খাওয়ার সম্ভবনা বেড়ে যায়। শব্দ চয়ন এবং বাক্য গঠনও এক হওয়া যাবে না।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩২

আরইউ বলেছেন:



খুলেই দেখুননা আরেকটা নিক, সাড়ে চুয়াত্তর!

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩২

অপ্‌সরা বলেছেন: তুমি কি ভেবেছো আমি এসব গুপ্ত বিদ্যা জানিনা!!! তবে আমার প্রবলেম যেই উদ্দেশ্যে যেই লেখা লিখবার জন্য মালটি নিয়ে আসি লেখা শেষে না বলে দিলে মনে হয় হায় হায় আমি লিখলাম এত সুন্দল কলে আল কেউ দানলো না!! :( তাই তো বলে দিতে হয়! :)

আমি না বললে জীবনেও কেউ বুঝতো না খুবই খুবই এক্সপার্ট ছাড়া।

শুধু একবার ভুল করেছিলাম। তখনও বলে দিতে চাইনি। লেখার মাঝেই ধরা খেলাম!!! হা হা হা তাতে কি যায় আসে!! ফুহ!!!!!!! :P

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৭

আরইউ বলেছেন:




আপনার মত এত ইফেক্টিফ ও প্রডাক্টিভ ওয়েতে, এবং সৃজনাশীলতার সাথে ব্লগে অন্য কেউ মাল্টিপল পারসোনায় লিখতে পেরেছে কিনা আমি জানিনা। টেক আ বো!

এই টিউটরিয়ালে কোন পয়েন্ট এড করতে চান?

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৪

নতুন বলেছেন: যারা কয়েকটা মাল্টি নিক চালায় এরা গুরু লেভেলের ব্লগার।

চিন্তা করি মানুষের খাইয়া দাইয়া কি পরিমান সময় হাতে থাকলে শুধু মাত্র অন্য ব্লগাকে কমেন্ট করলে অনেকেই মাল্টি নিক পরিচালনা করতেন B-))

এটা নিয়া একটা ভিডিও টিউটোরিয়াল বানাইয়া ফেলান। ফেসবুকারাও কাজে লাগাবে, পুরাই ভাইরাল হইয়া যাবে টিউরোটিয়াল।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৮

আরইউ বলেছেন:



প্যারালাল একের অধিক নিক চালানো খুবই ডেজারান্স। যেমন ধরুন এক নিকে আমি সাধু আরেক নিকে ইবলিশ। সাধু নিকে লগডইন অবস্থায় ভুলে ইবলিশ নিকের মন্তব্য করে ফেললেতো সমস্যা। এমনটা এই ব্লগেই হয়েছে।

ভিডিও টিউটরিয়ালের আইডিয়াটা মন্দনা। তবে সময় করে করা হবেনা!

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৪

অপ্‌সরা বলেছেন: এই টিউটোরিয়াল মানে মাল্টি নিকে লিখতে গেলে সবচাইতে যে ইম্পোর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ বিষয়টিতে খেয়াল রাখতে হবে তা হলো রুলস এন্ড রেগুলেশন বা ব্লগ নীতিমালার দিকে দৃষ্টি রেখে মাল্টি নিকের ব্যবহার।

মাল্টি নিকে লেখার যে সুবিধা দেওয়া হয়েছে ব্লগে তার যথার্থ মূল্যায়ন করা। মানে ঝগড়া বিবাদ বা অন্যের সাথে লাগতে আসার জন্য নিজের মুখ মুখোশের আড়ালে লুকিয়ে স্ব পরিচিত নিকটিকে মাল্টিনিকের মুখোশে আড়াল করে ভেতরের কূৎসিৎ রুপটাকে প্রকাশ করার জন্য মাল্টির আশ্রয় নিয়ে নিজের কাছেই নিজে ছোট না হওয়া।

তার বদলে একেক নিকে একেক রকম সৃজনশীল লেখা লিখে নিজের ও দশের মাঝে জ্ঞান, বিদ্যা বা আনন্দধারা ছড়িয়ে দেওয়া। সোজা কথা মালটি নিক নিয়ে এসে ঝগড়া বিবাদ মারামারি করে নোংরামীতে অংশ নিয়ে মেধা ও সময় নষ্ট না করে নিজের কাজে এগিয়ে যাওয়া। এতে সকলেরই মঙ্গল।


ভাইয়া মহা সিরিয়াস মন্তব্য দিয়ে দিলাম। হা হা হা

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৭

আরইউ বলেছেন:



যথার্থ বলেছেন, ধন্যবাদ। মাল্টি নিক আসলে দোষের না, সমস্যা হচ্ছে নিকটিকে কীভাবে ব্যবহার করা হচ্ছে।

আমি ব্যক্তিগতভাবে মনে করি কে মাল্টি নিকে লিখলো, কেন লিখলো ইজ নান অফ মাই বিজনেস। তবে দেখলাম কেউ কেউ মাল্টি নিকে লিখতে গিয়ে বেসিক কিছু জিনিসে ভুল করে ফেলে তাই পরোপকারী আমি এই লেখাটা না লিখে পারলামনা। হা হা হা!

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০০

সোনালি কাবিন বলেছেন: আপনি কি পোড়া জিনিস্টাকে আরো পোড়াতে চান? B-))

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৮

আরইউ বলেছেন:



ছিঃ কীসব বলছেন এসব মাইরী!!

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

টিউটোরিয়াল পড়ে খুব মজো পেলুম :)
মনে হচ্ছে, কোনো মাল্টিকে আপনি ধরে ফেলেছেন :)

কিছু কিছু মোবাইল সেটে নাকি কমেন্ট কবিতার মতো বের হয় :)
ভালোই তো, কবিতা লেখার সফটওয়্যার হিসাবে ওটা কাজ করে :)

আমার পুরোনো কিছু মাল্টির কমেন্ট দেখে আমি নিজেই এখন
তাজ্জব বনে যাইঃ :) স্টাইলে ওরা একেকটা ইউনিক ছিল :)


যাই হোক, ভালো লিখেসেন :) শুভেচ্ছা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৭

আরইউ বলেছেন:




আসলে সফলতার সাথে মাল্টি নিকে লিখে এনোনিমিটি রক্ষা করাটা বেশ কঠিন। ব্লগে এটা মেনটেন করে লেখা কঠিন কেননা এখানে সবাই সবার লেখার সাথে, লেখার ধরণের সাথে পরিচিত। আর এখন ব্লগার সংখ্যা এত কম যে ধরে ফেলা আরো সহজ হয়ে গেছে।

একটা নিকের মন্তব্য নিজের অন্য নিকের সাথে না মেলা ইউনিক হওয়া মানে আপনি সচেতন ছিলেন, কমিটেড ছিলেন; আপনি জানতেন কীভাবে নিজেকে আড়াল করতে হয়।

কবিতার মত কমেন্ট লেখার সেট টা পেলে আমিও হয়ত কবি বনে যেতাম। হা হা হা!

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৯

জুল ভার্ন বলেছেন: খুব উপকারী পোস্ট। সাবধানের মার নেই। =p~

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩২

আরইউ বলেছেন:



ধন্যবাদ।

“বাঁচতে হলে জানতে হবে!“

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এই পোস্ট আমার জন্য না।
তবে ঘোষণা দিয়ে আমার একটা মাল্টি নিক খোলা ইচ্ছে ছিলো। হলো না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৬

আরইউ বলেছেন:




কেন হবেনা! খুলুন একটা নতুন নিক (তবে কাউকে না বলে)। দেখি আমরা ধরতে পারি কিনা।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো বুদ্ধি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭

আরইউ বলেছেন:



এটা একটা জনসচেতনতা মূলক ভালো কাজ বলতে পারেন!!!

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: আ গুড টিউটোরিয়াল।
কিন্তু আমার মনে হয় একটা মাল্টি নিক সফলভাবে চালাতে যতটা এফোর্ট দিতে হবে এবং ফোকাসড থাকতে হবে, মাল্টি নিকে লেখার কোন কারণই সেটার জন্য যথেষ্ট হতে পারে না।
ভালো লিখেছেন। আশাকরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাদের উদ্দেশ্যে এ পোস্টটি লেখা হয়েছে, তারা উপকৃত হবেন এবং সতর্কও হবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৪

আরইউ বলেছেন:



ধন্যবাদ, খায়রুল! আসলে সাধারণ একজন ব্লগারের মাল্টি নিকের কোন প্রয়োজনই হয়না। কেউ যদি কবিতা লিখতে একটা নিক, গল্প লিখতে আরেকটা, ছবি ব্লগের জন্য আরেকটা নিক ব্যবহার করেন এবং সৎভাবে নিকগুলোকে মেনটেন করেন (এর জন্য কোন বাড়তি এফোর্ট দেবার দরকার নেই) তাহলে কোন সমস্যা নেই। কিন্তু সমস্যা হয় যখন কেউ কেউ মাল্টি নিক খুলে নিজের পোস্টে লাইক, কমেন্ট বাড়ায় তখন। কী এক আজব প্রজাতি এরা!

আমিও আশা করছি দু‘ একজন সাবধান হবে। তাদের উপর যে ব্লগাররা নজর রাখছেন তা ভুলে যাবেনা।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৭

কামাল৮০ বলেছেন: আমি শুধু কমেন্ট করি ,তার পরও আমার একটাই নিক।একটা কাভা সাহেব পোষ্ট দিয়ে বন্ধ করে দিয়েছেন।দুই এক জন ছাডা প্রায় সবাই বন্ধের পক্ষে সমর্থন করে মন্তব্য করেছে।বাকি দুইটা লগ ইন করতে পারি নাই।বর্তমানে কি অবস্থা জানি না।কিন্তু সব সময় একটা নিয়েই ছিলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

আরইউ বলেছেন:



আমি আমার জন্য একাধিক নিকের কোন প্রয়োজনিয়তা দেখিনি, দেখিনা। এই নিকেই আমি আমার যা বলার বলতে পারি।

আমি কখনোই ব্যানের পক্ষেনা, যদিনা চরম অন্যায় কেউ করে থাকেন বা বারবার একই ভুল কেউ করে।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৭

অপু তানভীর বলেছেন: বর্তমানের কালের মাল্টি গুলো খোলাই হয় আপনার প্রথম নিয়মটা না মানার জন্য । মানে নিজের পোস্ট নিজের পছন্দের সিন্ডিকেটকে সমর্থন দেওয়ার জন্যই । এই কারণে তারা ধরা খায় সবার আগে ।

যদিও পোস্ট বহির্ভূত তবুও মনে হল এখানে বলি কথাটা । বর্তমানে এখন যে যে মাল্টিগুলো আছে তার বেশির ভাগই অতি অল্প সময়ের ভেতরে খোলা । আর তাদের কোন পোস্ট নেই । কেবল তারা মন্তব্য করার জন্যই মাল্টি খোলে । এই জন্য ধরা খায় সহজে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

আরইউ বলেছেন:




মোটেও পোস্টর বিষয়ের বাইরে কিছু বলেননি, অপু। আপনার সাথে দ্বিমত করার কোন উপায় নেই।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৪

ককচক বলেছেন: মাল্টি নিক ব্যবহারে মজা আছে। আপনি সবার সম্পর্কে টুকটাক ধারণা রাখেন, কিন্তু আপনারে কেউ জানেনা। ব্যাপারটা উপভোগ করার মতো।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১০

আরইউ বলেছেন:



ভালো কাজে ব্যবহার করলে মাল্টি নিক নিয়ে আমার কোন অভিযোগ নেই। কিন্তু অনেকে এর অপব্যবহার করে থাকে।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৬

কাছের-মানুষ বলেছেন: মাল্টি নিক থাকুক সমস্যা নেই তবে মাল্টির আড়ালে ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড হলে সমস্যা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১১

আরইউ বলেছেন:



একদম মনের কথাটা এক লাইনে বলেছেন!

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩১

রানার ব্লগ বলেছেন: এত্ত পরিশ্রম করবে কে??

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১১

আরইউ বলেছেন:



আহ, পরিশ্রম না করলে আম, ছালা, লেঁজ সব নিয়ে ধরা পরে যাবে যে!

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:২৪

ঢাবিয়ান বলেছেন: আর ইউ, অপ্সরা, অঙ্গনা, পোড়া বেগুন , সোবুজ, নিমো , কানিজ রিনা এই মাল্টি নিকগুলো কাদের ধরতে পেরেছি =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১২

আরইউ বলেছেন:



অন্য কাউকে বলে দেবেননা দয়াকরে!

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আমার একটা মাল্টি আছে এই মেঘ এই রোদ্দুর
কিন্তু পোস্ট দেয়ার সময় পাই না

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৩

আরইউ বলেছেন:



সময় করে লিখুন ঐ নিকে।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: ৮| মাল্টি নিকে মডুকে তোহফা দিয়ে কখনোই একদিনেই নিরাপদ হবেন না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৪

আরইউ বলেছেন:



মডু তোফা নেবে না!

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কি দরকার এত কিছু সামলে মাল্টি নিক পরিচালনার। মাল্টি নিয়ে পাল্টি দিতে আমি চাইনা। +++

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৫

আরইউ বলেছেন:



এই সহজ কথাটা বুঝলেতো হতোই।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১২

মিরোরডডল বলেছেন:




এই পোষ্টটা আর কিছুদিন আগে হলে সম্প্রতি দুইজন ব্লগার তাদের মাল্টি থেকে এতো দ্রুত এক্সপোজ হতো না ।
এই টিপসগুলো কাজে লাগিয়ে হয়তো সারভাইভ করে যেতো :)

একজন তবু ট্রাই করেছিলো, অনেকে বোঝেওনি, শেষে গুবলেট করে দিলো।
আরেকজন শুরু থেকেই তার স্বভাবসুলভ কমেন্ট আর চিরাচরিত কপি পেস্ট বহাল রেখে ধরা :)

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৯

আরইউ বলেছেন:



আমি উহাদের তিড়িং বিরিং দেখে হাহাপগে! আমি খেয়াল করেছি আপনি আকারে ইঙিতে ওনাদের পোস্টে বলেছেন এদের সাবধান হতে। কিন্তু এদের ঘটে ছটাক খানেক বুদ্ধি থাকলেতো হতই।

কেউ যদি অনেস্টলি নিজেকে নতুন করে প্রেজেন্ট করতে চায়, নতুন করে শুরু করতে চায় সেটা সে করতে পারে। কিন্তু তার আগের ভুলগুলো আবার করা চলবেনা।

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩২

মিরোরডডল বলেছেন:




আবার কিছু মাল্টি বেশি চালাকি করে ধরা খায় ।
লাস্ট ফিউ মান্থস ব্যাক একজন কিছুদিন ছিলো, সে শুধু আরইউ’র মতো করে লিখতো ।
আমি একদিন তানভীকে বলেছিলাম যে এই মাল্টি অন্যদের একটা ইম্প্রেশন দেবার ট্রাই করছে যে এটা আরইউর মাল্টি ।

শুধু আরইউ না, আরও কয়েকজনের কমেন্ট ফলো করে সেরকম কমেন্ট করে, জাস্ট অন্যদের কনফিউজড করার জন্য।
এদের মাল্টির পারপাসটাতেই সমস্যা ।
সামুতে না আসলে জানতাম না কতোরকম পাগল আছে :)
মানুষের কতো স্পেয়ার টাইম !


১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৭

আরইউ বলেছেন:




বুঝতে পেরেছি কার কথা বলছেন। “এই ব্লগ ছাড়া আমার আর কোথাও কোন শাখা নেই“ কথাটা লিখে রাখতে হবে।

অঢেল সময় মানুষের, অঢেল!

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

শেরজা তপন বলেছেন: অনেকেরই বেশ উপকারে লাগবে- তবে আমার দিয়ে এই জন্মে হবে না যদি এই নিকটা না হারাই!
বেশ ভাল গবেষনা করেছেন প্রিয় আরইউ :)

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৮

আরইউ বলেছেন:



ধন্যবাদ, শেরজা। সামনে জাতীয় নির্বাচন আসছে। একটু জনস্বার্থে কাজ টাজ করছি আরকি!!

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

কামাল৮০ বলেছেন: @ঢাবিয়ান,সোবুজ কখনো কারো মাল্টিনিক ছিল না।তখন আমার এই একটাই নিক ছিল।একটা নিক বন্ধ হয়ে গেলে দেরি না করে আরেকটা চালু করেছি। তাই আপনার কাছে মনে হয়েছে সোবুজ মাল্টি নিক।কোথাও দেখাতে পারবেন না আমার চারটা নিক একই সময়ে কমেন্ট করছে।তখন ধর্মীয় পোষ্ট বেশি ছিল আর আমি ধর্মের বিরুদ্ধে মন্তব্য করে নিক হারিয়েছি।

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

অপ্‌সরা বলেছেন: ১৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:২৪১

ঢাবিয়ান বলেছেন: আর ইউ, অপ্সরা, অঙ্গনা, পোড়া বেগুন , সোবুজ, নিমো , কানিজ রিনা এই মাল্টি নিকগুলো কাদের ধরতে পেরেছি



ভাইয়া প্লিজ!!!!!!!!!!!!!!!!!! আর কারুটা লাগবে না শুধু আর ইউ ভাইয়ার আরেকটা আসলটি বা মালটি আমাকে বলো বলো বলো!!! :(

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৭

ঢাবিয়ান বলেছেন: @অপ্সরা , নাহ বলব না আপু। কারন কইলেও স্বীকার করবে না। জনাব সোবুজ অবস্য নিজেই ধরা দিয়েছেন। আসলে মানুষ কি আর কখনও নিজের মাল্টি হতে পারে? হাতের ছাপের মতই কোন না কোন ছাপ রেখে যাবেই হোক সেটা কমেন্ট বা পোস্টে। ব্লগার অপু , আখেনাটেন এবং ভুয়া মফজ অবস্য মালটি ধরার ব্যপারে ওস্তাদ। আ্মি খুব বেশি দক্ষ না। তবে যারা খুব বেশি এক্সপোজ করে ফেলে নিজেদের তাদের ধরা আর এমন কি কঠিন ব্যপার। আমি যেই মাল্টি নিকগুলোর উল্ল্যেখ করেছি তাদেরকে ব্লগের সব নিয়মিত ব্লগাররাই ধরতে পেরেছে বলে আমার ধারনা :`>

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৭

আরইউ বলেছেন:



আমার ন্যুনতম ধারণা নেই আমাকে কার মাল্টি বলে ভাবছেন আপনি। তবে, স্বচ্ছতার খাতিরে একটা জিনিস পরিষ্কার করতে চাই আমি বর্তমানে একটিভ এমন কোন নিকের সাথে এসোসিয়েটেড না। আমার ১ম নিকের বয়স ব্লগের বয়সের প্রায় সমান, ২য় নিকের বয়স ১৩ বছর। এখন ভেবে দেখুন আপনার প্রেডিকশন কতটা সঠিক হতে পারে!

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০০

অপ্‌সরা বলেছেন: আমি যদি না ধরা দিতাম জন্মেও পারতে না!!!!

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৯

অপ্‌সরা বলেছেন: ভাইয়া আমি মরে যাবার আগে আমাকে তোমার আসলটি মেইল করে বলে দিও। নাইলে কিন্তু ভূত হয়ে আসবো তোমাদের বাসায় ঢিল মারতে!!!!!!!!!

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮

আরইউ বলেছেন:



হা হা হা। আচ্ছা বলবো কোন এক সময়ে।

একটা হিন্টস দেই কানে কানেঃ আমার ১৩ বছরের পুরোনো নিকের সর্বশেষ করা ২০ টি মন্তব্যের (২০১৩ এর শেষের দিকে) একটি আপনাকে করা।

২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২১

অপ্‌সরা বলেছেন: ম্যাভেরিকভাইয়া :)

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৫

আরইউ বলেছেন:



ম্যাভেরিকতো ব্লগে আছেন এখন। এই পোস্টে মন্তব্যও করেছেন এবং আমি জবাবও দিয়েছি। আগে বলেছিনা “বর্তমানে একটিভ এমন কোন নিকের সাথে এসোসিয়েটেড না।”

৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৪

অপ্‌সরা বলেছেন: ২৯ নং কমেন্ট মুছে দিতে পারো।

পোস্টের নাম ছিলো পরবাসী স্বর্ণলতা।


তাই তো বলি এত গিয়ানী ভাইয়াজানটা কে রে!!!!!!!!!!!!! হা হা হা

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৬

আরইউ বলেছেন:



নাহ! হয়নি। তাই মুছে দিলাম না।

৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৬

অপ্‌সরা বলেছেন: হবে না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :((

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৮

আরইউ বলেছেন:



কোন সমস্যা নেই। আরেকদিন আরেকটা ক্লু দেব। আমরা এই রহস্যের সমাধান করবো একসাথেই।

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪২

অপ্‌সরা বলেছেন: দেখো তার আগে যেন মরে না যাই।

আমি বড়ই কৃতজ্ঞ মানুষ। কিন্তু কৃতজ্ঞতার কোনো প্রতিদান দিতে পারিনা কখনও কখনও কাউকে কাউকে। আমি ব্লগে বহুদিন আছি এবং আসলেই আমি ব্লগে অনেক অনেক আনন্দ নিয়েই বেঁচে আছি আজও। কিন্তু তাই বলে আমার উপর দিয়েও কম ঝড় ঝাপ্টার চেষ্টা করা হয়নি। এই ঝড়ঝাপ্টাগুলো ছিলো খুবই অপ্রত্যাশিত এবং অবাক করা।
জানো আমাকে কিছুদিন আগে একজন পুলিশ অফিসার জিগাসা করেছিলো আপনার কোনো শত্রু আছে? আমি বলেছিলাম না নেই। সত্যিই আমার জানা মতে আমার কোনো শত্রু নেই আমার রিয়েল লাইফে তখন সে বললো কি জানো? আমি আপনার অনেক বড় শুধুই একটা মাত্র শত্রুই দেখতে পাচ্ছি যে আপনার পিছে চাকু হাতে দাঁড়িয়ে আছে।

শুনে তো আমি আক্কেল গুড়ুম! সে তখন বলে আপনার শত্রু আপনার আনন্দময় জীবনযাপন। আর তাই এত আনন্দ একটু লুকিয়ে রাখেন! ভাইয়া আমি সেটার কারণ শুনে আক্কেলের উপর আক্কেল গুড়ুম। মানুষের কি খেয়ে কাজ নেই! কারো আনন্দও সহ্য হয় না!!!

মনে আছে আমার অঙ্কন চর্চার পোস্ট নিয়ে সেই এক নাম্বার ওয়ান গাঁয়ে মানে না আপনি মোড়লের লাগতে আসা। তখন তুমি হামা ভাইয়া আর শিপুভাইয়া এবং আরও অনেকেই ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করেছিলে সেই আপদকে। আসলে ব্লগ আমাকে অনেক শিখিয়েছে আমি নিজেও জানতাম না আমি জীবনেও কোনো আর্ট স্কুলে না গিয়ে ইউটিউব দেখে দেখে এই শিল্পচর্চার চেষ্টা চালাবার আনন্দ নিয়েও মানুষের এই রকম হিংসুটে কাজ কারবার করতে হয়!


যাইহোক অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৭

আরইউ বলেছেন:



যতটা আনন্দ নিয়ে বেঁচে থাকা যায় ততই ভালো। আপনি যেমন আছেন তেমনই থাুকুন, যতদিন সম্ভব। কে কী বললো তা নিয়ে পরে থাকার সময় কোথায়; জীবন অনেক ছোট।

সে এক বিরাট ইতিহাস, কী করে ভুলি! ওরে বাবা তার যে হম্বিতম্বি। আমি অবশ্য ঐ ব্লগারের নাম ভুলে গেছি।

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৮

অপ্‌সরা বলেছেন: হা হা সে তো ছিলো দুই দিনের বৈরাগী। তাকে তো ভুলে যাবারই কথা। কিন্তু আমি আমার কাউকেই ভুলি না। যাইহোক আমি আনন্দেই বেঁচে থাকতে চাই জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত!

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩১

আরইউ বলেছেন:



জীবনে আনন্দ থাক সবসময়...

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৭

অঙ্গনা বলেছেন: হাও কাম ?
আমাকে ধরে ফেলেছে কিন্তু রিয়েল নাম বলে নাই। বাট দ্যাটস এগেইন রিমাইন্ড মি সবাই প্রেডিক্টেবল আজকে অথবা কাল।
এই আইডিতে এত লাইক কমেন্ট যে এখন বইসা বইসা ভাবতাছি কোনটা চালু রাখুম।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩২

আরইউ বলেছেন:



আপনার যে নিকে লিখতে ইচ্ছে হবে সেই নিকেই লিখবেন!

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩১

অপ্‌সরা বলেছেন: এই আইডিতেই থাকো অঙ্গনা। এত বীর সাহসী নারী আমাদের মাঝে আর নেই। :)

৩৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৯

অঙ্গনা বলেছেন: অপ্‌সরা
ও যে মানে না মানা ......
আঁখি ফিরাইলে বলে না না না আ আ আ আ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.