নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরইউ

আরইউ › বিস্তারিত পোস্টঃ

১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ব্লগের সেরা ব্লগাদের সন্মাননা দিলে কেমন হয়?

০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩১

সামহোয়ারইন ব্লগ কতৃপক্ষ ১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে "ফিচার" পোস্ট লেখা প্রতিযোগিতার আয়োজন করেছেন। এর আগে ব্লগ থেকে আয়োজিত ছবি ব্লগ প্রতিযোগিতা বেশ সাড়া ফেলে ব্লাগারদের মধ্যে গত বছর এবং অসাধারণ ছবি ব্লগের সাথে সাথে আমরা চমৎকার কিছু শিক্ষনীয় পোস্টও পাই এই আয়োজনের মধ্য দিয়ে। ভালো লেখাকে উৎসাহিত করতে এবং বাংলা ব্লগ দিবস উপলক্ষে তাই এমন একটি প্রতিযোগিতার আয়োজন খুবই ভালো উদ্যোগ। ২০০৯ সাল থেকে বাংলা ব্লগ দিবস পালন হয়ে আসছে। প্রথমে যদিও ঠিক কোনদিনে বাংলা ব্লগ দিবস পালিত হবে তা নিয়ে কিছুটা বিতর্ক ছিল, ১৫ বা ১৬ ডিসেম্বর, না ২১ এ ফেব্রুয়ারী, বা অন্য কোনদিন ব্লগ দিবস হিসেবে পালন হবে/উচিত তা নিয়ে তৎতকালীন ব্লগারদের মাঝে তুমুল আলোচনা-সমালোচনাও হয়েছিল সে সময়। যাহোক, প্রথম বাংলা ব্লগ দিবস পালন করা হয় ২০০৯ সালে ১৯ ডিসেম্বর এবং এই দিনটিই বাংলা ব্লগ দিবস হিসেবে পরিচিত। একসময় দিবসটি খুব আয়োজনের সাথে বড় পরিসরে পালিত হত। এখানে একটা বিষয় উল্লেখ করে রাখি একদল ব্লগার ভিন্ন একটি দিনে (১ ফেব্রুয়ারি) বাংলা ব্লগ দিবস পালন করতো যদিও সেই উদযাপনটি খুব একটা জনপ্রিয়তা পায়নি।

আয়োজনের শুরু থেকে প্রথম দু' বছর দিসবটি পালন করে সামহোয়ারইন ব্লগ এককভাবে কিন্তু তৃতীয় আয়োজনটি হয় তৎকালীন ১৩ টি বাংলা ব্লগের উদ্যোগে। তুমুল জনপ্রিয় এই দিবসটি একসময় কেন্দ্রীয়ভাবে আয়োজনের সাথে সাথে দেশে এবং বিদেশে অনেক ব্লগার দিনটি নিজেদের উদ্যোগে পালন করতেন। ব্লগ দিবস নিয়ে মূলধারার গনমাধ্যমের আগ্রহ ছিল; তারা খবরও ছাপাতো। শিক্ষিত ও সৃজণশীল মানুষের মাঝে ব্লগ জনপ্রিয়তা পাওয়ায় এবং দিবসটি ঘিরে অনেকের আগ্রহ থাকায় দীর্ঘমেয়াদে বাংলা ব্লগ দিবসটি জাতীয় পর্যায়ে আয়োজনের কথা ভাবা হয়েছিল একসময়। এ বিষয়ে সরকারী স্বীকৃতির পাওয়ার বিষয়ে আশাবাদী ছিল কতৃপক্ষ; সরকারীভাবে ইতিবাচক সাড়াও ছিল।

অনেকেই বলেন বাংলা ব্লগিং-এর সেই যৌবনের দিনগুলো আর নেই। ব্লগ প্লাটফর্মের সাথে সাথে একটিভ ব্লগারের সংখ্যা কমেছে। এর পিছনে অনেকে অনেক কারণ চিন্হিত করলেও তা নিয়ে এই পোস্ট নয়, বরং অন্য কোন পোস্টে আলোচনা করা যাবে। বাংলা ব্লগ দিবস এখনও পালন করা হয় -- ছোট পরিসরে। পরিসর ছোট হলেও একটিভ ব্লগারদের কিন্তু ব্লগ দিবস নিয়ে আগ্রহউদ্দিপনা রয়েছে বেশ ভালো মাত্রায়, সেই আগের দিনগুলোর মতই

অনেক কথা হলো এবার আসি শিরোণামের বক্তব্যে। একসময় ব্লগ দিবসে সেই সময়কার দুর্দান্ত ও সেরা ব্লগারদের সন্মানিত করা হয়েছে। এবার এমন কিছু কি আয়োজন করা যায়? আমাদের চমৎকার কয়েকজন একটিভ ব্লগার রয়েছেন যারা তাদের জ্ঞান, প্রজ্ঞা, মানবিকতা, ও সহযোগিতা দিয়ে আমাদের ব্লগকে আলোকিত করেছেন এবং এখনো করছেন। এর মাঝে ব্যক্তিগতভাবে শায়মা, হাসান, খায়রুল, আহমেদ জিএস, এবং সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এদের নাম মনে পরছে। যেহেতু ব্লগার সংখ্যা কম সেহেতু একটিভ ব্লগারদের সাথে সাথে শুরু থেকে আজ পর্যন্ত যারা সামহোয়ারইন ব্লগে অসাধারণ সব লেখায় এবং মন্তব্যে উজ্জ্বল করেছেন তাদেরও বিবেচনা করা যায় সম্ভবত? কম একটিভ বা এখন একদমই লেখেন না এমন ব্লগারদের মাঝে ফিফা, ইমন, ম্যাভেরিক, দূর্যোজী, রেজোওয়ানা এদের কথা মনে পরছে।

যাহোক, কতৃপক্ষকে প্রস্তাবটি ভেবে দেখার জন্য ধন্যবাদ।

সবার জন্য শুভকামনা!

নোটঃ আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্লগার নোটিশবোর্ডের নাম ইচ্ছে করে উল্লেখ করিনি!

মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:৪৪

মিরোরডডল বলেছেন:




আরইউ'র আইডিয়াটা ভালো লেগেছে ।
উপরে উল্লেখিত ৫ জন ব্লগারের নামের সাথে ডঃ এম এ আলী ভাইয়ের নামটাও চলে আসে ।
বর্তমানে অসুস্থতার জন্য ব্লগে কম আসেন কিন্তু ওনার লেখা সম্মাননার দাবি রাখে ।
আই উইশ উনি সুস্থ হয়ে ব্লগে নিয়মিত হবেন ।

নোটঃ আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্লগার নোটিশবোর্ডের নাম ইচ্ছে করে উল্লেখ করিনি!

এটা মজার হয়েছে :)

০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৭

আরইউ বলেছেন:




ধন্যবাদ, মিরর!
হ্যা, ডঃ আলী সহ অনেক গুনীজন রয়েছেন আমাদের ব্লগে।

বেচারা নোটিশবোর্ড একসময় খুবই একটিভ ছিল, টুকটাক মন্তব্যও করতো। কোথায় যে হারালো বেচারা!!

২| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:১১

শেরজা তপন বলেছেন: বেশ ভাল আইডিয়া। যদিও ব্লগ দিবস নিয়ে আমার ব্যক্তিগতভাবে তেমন ইন্টারেস্ট নাই, তবুও এটা নিয়মিত আয়োজনের প্রয়োজন আছে।
হাসান বলতে, হামা না মা.হাসান? :) জানি তবুও জিগাইলাম আর কি!

০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৮

আরইউ বলেছেন:




ধন্যবাদ, শেরজা। হাসান বলতে হাসান মাহবুব-কে বুঝিয়েছি। ম. হাসানও একজন জনপ্রিয় ব্লগার ছিলেন।

৩| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৩

গেঁয়ো ভূত বলেছেন: যোগ্যতম যদি সম্মান পান এটা নিশ্চয়ই ভাল, সম্মানিত করার প্রক্রিয়া অবশ্যই থাকা উচিত, এধরণের প্রক্রিয়া চলমান থাকলে সবার না হলেও বেশিরভাগ ব্লগারদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতার মনোভাব থাকবে এবং ব্লগারদের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করি।

০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০০

আরইউ বলেছেন:




ধন্যবাদ, ভুত। আপনি ঠিক বলেছেন। তবে কতৃপক্ষ এমন কিছু না করলে তার কারণটাও আমি বুঝতে পারি—এটা নিয়ে নেতিবাচক সমালোচনা হবার সম্ভাবনাও রয়েছে; সবাইকোতো আর খুশি করা যায়না!!

৪| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: ব্লগ ডে নিয়ে আমার কোনো আকর্ষণ-বিকর্ষণ নাই। আর আমি লেখক নই- খুব সাধারণ মানের একজন পাঠক। তাই ভালো লেখকদের লেখা পড়ে জ্ঞান অর্জন করতে চেষ্টা করাই লক্ষ্য। তারপরও বিখ্যাত লেখকদের এক ঝলক দেখতে যেতে পারি।

পৃথিবীর সর্বশ্রেষ্ট ব্লাগার থাকতে অন্য কাউকে সম্মাননা দেওয়া কি ঠিক হবে? তারপর আছেন সামহোয়্যারইন ব্লগের সব চাইতে বেশী হিটখোর ব্লগার....তাদেরকে বঞ্চিত করা বেঠিক হবে। চিল্লাইয়া বলেন- ঠিক না বেঠিক?

০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০১

আরইউ বলেছেন:




ধন্যবাদ, জুল ভার্ন। আপনি যেমন একজন মনোযোগী পাঠক তেমনি একজন চমৎকার লেখকও বটে।

৫| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:১৭

কবিতা ক্থ্য বলেছেন: উত্তম প্রস্তাব।
আরইউ ভাইয়ের আইডিয়া টা ভালো।

০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০২

আরইউ বলেছেন:




ধন্যবাদ, কবিতা।

৬| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: প্রস্তাব তো ভালো লেগেছেই, সমর্থন ও জানিয়ে গেলাম।
সাথে লিঙ্ক দেয়া পোষ্ট গুলোর জন্যে ও ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৩

আরইউ বলেছেন:




ধন্যবাদ, মনিরা। এই সুযোগে ব্লগ দিবসের ইতিহাসটা একটু রিভিউ করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম।

৭| ০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: কি চমৎকার, লিঙ্কে লিঙ্কে ভরা কিন্তু তবুও কত ছিমছাম একটি পোস্ট!

প্রতিটি লিঙ্ক সংযোজনের পেছনে যে কতটা সময় ও শ্রম ব্যয়িত হয়েছে, তা যারা ব্লগে পোস্ট লিখেন তারা সহজেই বুঝবেন। কতটা ইতিহাস ঘেঁটে ঘেঁটে এ কাজটি করা হয়েছে, তা ভাবতে গেলে আপনাকে একটি 'বিগ থ্যাঙ্ক ইউ' না জানিয়ে পারা যায় না। কারণ, লিঙ্কগুলো ক্লিক করে করে পড়ে যেতে আমাদের খুব আরাম হলেও, এ কাজটি করতে অনেক খাটা খাটুনি করতে হয়েছে, নিঃসন্দেহে।

সবশেষে বলতেই হয়, ব্লগারদের সম্মাননা জানানোর তালিকায় নিজের নামটি দেখে আড়ষ্ট বোধ করছি। এত এত ব্লগারদের মাঝ থেকে আমার নামটি উল্লেখ করেই আপনি আমাকে যে সম্মান দেখালেন, তার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাতে মোটেই কুণ্ঠিত নই!

০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১২

আরইউ বলেছেন:




ধন্যবাদ, খায়রুল।

আসলে প্রথমে ভেবেছিলাম শুধু দু‘ এক লাইনে সংক্ষেপে প্রস্তাবটি রাখবো সবার সামনে। পরে মনে হলো বর্তমান সময়ের অনেকেই হয়ত ব্লগ দিবসের ইতিহাস সম্পর্কে খুব একটা জানেননা। তাই চেষ্টা করেছি সংক্ষেপে তা তুলে ধরতে। আশা করি লিংক ধরে টাইম মেশিনে চড়ে অনেকে পুরোনো দিনের সামহোয়ারইন এবং বাংলা ব্লগ দিবসের ইতিহাস ভ্রমন করে আসতে পারবেন।

যোগ্য ব্যক্তিকে সন্মান জানালে নিজেই সন্মানিত হওয়া যায়। ধন্যবাদ কৃতজ্ঞতার সাথে গ্রহণ করলাম।

৮| ০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:১৪

অপ্‌সরা বলেছেন: Click This Link
এই সেই পোস্ট ..... :(

https://bangla.bdnews24.com/blog/56380
এই পোস্ট দেখে তো চোখ ছানাবড়া হয়ে গেলো- আবারও এমন হলে কেউ কেউ আত্মহত্যা করে ফেলতে পারে। বাপরে!!!

ভাইয়া সেরা ও অসেরা/কুসেরা দুই ই পুরষ্কার দেওয়া হোক। নইলে আবার কাক চিল বসতে পারবে না ব্লগে...... :)

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১১

আরইউ বলেছেন:



আসলে সেরা বিষয়টা খুবই আপেক্ষিক আর তাই এ নিয়ে তর্ক-বিতর্ক থাকবেই। কতৃপক্ষ অহেতুক এসব ঝামেলা নিতে চাইবেনা আমি মোটামুটি নিশ্চিত। আমি ভাবছি আমিই ব্যক্তিগত উদ্যোগে একটা ৫ বা ১০ ব্লগারের লিস্ট করে ফেলবো (বিস্তারিত ব্যাখ্যা সহ)।

৯| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১:১৮

অপ্‌সরা বলেছেন: তাইলে তো তুমি পক্ষপাতদুষ্ট বদনাম উপহার পাবে।

তবে যাই করো আর তাই করো শুধু শুধু লিস্ট করলে হবে না। পুরষ্কার দিতে হবে। :)

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১:২৯

আরইউ বলেছেন:




অবশ্যই দেব—বিশেষ কারো ছড়া, কারো ক্লাসি লেখার সংকলন থাকবে পুরুষ্কার হিসেবে!

১০| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে আর সাইয়্যান ভাইকে ধন্যবাদ। ব্লগডে জমানোর জন্য এমন কিছুরই দরকার ছিল।
অপেক্ষায় থাকলাম, দূর্দান্ত কিছুর জন্য।

১১| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালো প্রস্তাব। কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে।

১২| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৮

অপ্‌সরা বলেছেন: ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১:২৯০

লেখক বলেছেন:




অবশ্যই দেব—বিশেষ কারো ছড়া, কারো ক্লাসি লেখার সংকলন থাকবে পুরুষ্কার হিসেবে!



সে সব ছাপাবে কোন প্রকাশনী!!!


নাকি প্রকাশনীও শুরু করবে এইবার....?

১৩| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: আরইউ,




কষ্টকল্পিত লেখা। শ্রমসাধ্য ।
আপনার লেখার শেষ প্যারাটির সাথে সহমত।
নিজের নামটি আছে বলে নয়, সেরা ব্লগারদের আসলেই কিছু প্রাপ্তি থাকা উচিৎ। এমন স্বীকৃতি থাকলে ব্লগে সেরা হ্ওয়ার প্রচেষ্টায় ভালো মানের ব্লগার তৈরী হবেন। সবাই নিজেকে নতুন করে সাজাতে চেষ্টা করবেন। উৎসাহিত হবেন নতুনরা্ও। কেবলমাত্র প্রতিযোগিতার মাধ্যমে ঋদ্ধ ব্লগার তৈরী করা মনে হয় সম্ভব নয়! এ পদ্ধতি "সাময়িক পোস্ট" দেয়ার মতোই সাময়িক!
তবু্ও এর উপযোগিতা থাকেই।

কিন্তু কথা হোল , "সেরা ব্লগার" কোন মানদন্ডে নির্বাচিত হবেন এবং কে বা কারা নির্বাচন করবেন ! যে পদ্ধতিতেই হোক না কেন একদল এর পক্ষে আরেক দল এর বিপক্ষে থাকবেনই। ঝামেলাটা এখানেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.