নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরইউ

আরইউ › বিস্তারিত পোস্টঃ

টাইমলাইনঃ ১৪ তম বাংলা ব্লগ দিবস, ২০২২

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫৪

আর কিছু দিনের মধ্যে পালিত হতে যাচ্ছে ১৪ তম বাংলা ব্লগ দিবস। প্রতিটি ব্লগ দিবসের আয়োজন মানে বাংলা ব্লগের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায়ের সংযোজন। এবারের আয়োজনটি নিয়ে পরে যেন বিস্তারিত লিখতে পারি তাই উল্লখযোগ্য ঘটনাগুলো এই টাইমলাইনে সংরক্ষণ করে রাখছি।

১. ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০১ -- আমার যতটুকু মনে পরে এবারের ব্লগ দিবস নিয়ে ২০২২ সালের বাংলা ব্লগ দিবস নিয়ে জানা আপুকে একটি খোলা চিঠি শিরোনামে প্রথম পোস্টটি করেন সত্যপথিক শাইয়্যান

২. ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৭ -- সত্যপথিক শাইয়্যান আরেকটি পোস্ট লেখেন ব্লগ ডে'র দিন আমি যে সুস্বাদু স্মোকড ফিস রান্না করে নিয়ে আসবো! শিরোণামে।

৩. ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪১ -- কতৃপক্ষের হয়ে ব্লগ দিবসের আয়োজন নিয়ে প্রথম পোস্ট আসে ব্লগ মডারেটর কাল্পনিক_ভালোবাসা; পোস্টের শিরোণাম ব্লগারদের পূর্নমিলনী প্রসঙ্গে।

৪. ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪১ -- কাল্পনিক_ভালোবাসা এ বিষয়ে পরবর্তিতে ১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ‘ফিচার’ লেখা প্রতিযোগিতা। পোস্টে ব্লগ দিবস উপলক্ষে ব্লগারদের কাছ থেকে নির্দিষ্ট কিছু বিষয়ে "ফিচার" পোস্ট লেখার আহ্বান জানান। তিনি প্রতিযোগিতায় জয়ী "তিনটি ফিচার পরবর্তীতে ব্লগ দিবস উপলক্ষে প্রকাশিতব্য বিশেষ স্মরণিকায় প্রকাশ করা হবে" বলে পোস্টে উল্লেখ করেন।

৫. ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪১ -- ব্লগ দিবসের "ফিচার" লেখার আয়োজনের প্রথম সমালোচনা আসে স্বাধীন বাংলা ৭১ থেকে। উনি কাল্পনিক_ভালোবাসা-র ১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ‘ফিচার’ লেখা প্রতিযোগিতা। পোস্টে প্রতিযোগিতা কতটুকু স্বচ্ছ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। মন্তব্যে তিনি বলেনঃ

"প্রতিযোগিতায় কি সচ্চথা থাকিবে ভাই? নিরপেক্ষতা বজায় থাকুক। মডারেটর থেকে বলা হয়েছে মডারেটর এর গটনকমূলক সমালোচনা করা যাবে। কিছুদিন ধরে মনে হইতাছে একটি বিশেষ সিন্ডিকেট এর সাথে ব্লগ মডারেশনের সখ্যতা আছে এবং মডারেশনের অপরেশানে সে সিন্ডিকেট বিদ্যমান। উহা সবক্ষেত্রে মডারেটস দের প্রশ্নবিদ্ধ করছে করবে। হয়তো ক্ষমতা বলে আপনি বলবেন আমি মিথ্যা বলছি। তা বলতেই পারেন। আমি আমার অভিমত জানালাম আমার যা মনে হয়েছে তার উপর ভিত্তি করিয়া।
সুন্দর সুন্দর ফিচার পড়ার অপেক্ষাতে রহিলাম।" (এই পোস্টের ৩ নাম্বার মন্তব্য দ্রষ্টব্য)

৬. ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১৫ -- ঠাকুরমাহমুদের এই পোস্টে, যা ব্লগ দিবস সংক্রান্ত নয়, ঠাকুরমাহমুদের কাছে মোহাম্মদ গোফরান ফিচার লেখা প্রতিযোগিতায় কে জয়ী হতে পারেন এ বিষয়ে প্রশ্ন রাখেন। সম্ভবত উনি ব্লগ দিবস সংক্রান্ত কোন পোস্টের মন্তব্য ভুলে সম্পূর্ণ বিষয় বহিঃর্ভুত অন্য পোস্টে করেন। অথবা, সম্ভবত উনিও স্বাধীন বাংলা ৭১ এর মত প্রতিযোগিতায় স্বচ্ছতা নিয়ে চিন্তিত।

৭. ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩১ -- আরইউ ১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ব্লগের সেরা ব্লগাদের সন্মাননা দিলে কেমন হয়? শিরোণামের পোস্টে ব্লগারদের সন্মাননার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান কতৃপক্ষের কাছে।

৮. ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৬ -- অপু তানভীর স্বপ্রনোদিত হয়ে কীভাবে ফিচার লিখতে হবে এই বিষয়ে সামহোয়্যারইন ব্লগের ফিচার লেখার প্রতিযোগিতায় যেভাবে ফিচার লিখবেন .... শিরোণামে একটি দিকনির্দেশনামূলক পোস্ট প্রকাশ করেন।

৯. ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪১ -- প্রতিযোগিতার জন্য প্রথম ফিচারটি প্রকাশ করেন সত্যপথিক শাইয়্যান; পোস্টের শিরোণাম লঙ্গিউ গুহা - চীনে মাটির নিচে প্রাচীন এক আশ্চর্যজনক পৃথিবী

১০. ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮ -- জুল ভার্ন তার প্রসঙ্গঃ আসছে ১৪তম ব্লগ ডে উপলক্ষে লেখা প্রতিযোগিতা..... পোস্টে আশংকা প্রকাশ করেন যে অনিয়মিত ব্লগাররা শুধুমাত্র পুরুষ্কার/সন্মাননার আশায় "ফিচার" লেখায় অংশগ্রহণ করবেন। তিনি যুক্তি দেখান যে এই প্রতিযোগিতা শুধু নিয়মিত ব্লগারদের অংশগ্রহনে হওয়া উচিত।

১১. ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৭ --মানব ইতিহাসের সবচেয়ে বড় নৌযুদ্ধে চীনের এক সেনাপতি'র শোচনীয় পরাজয় শিরোণামে প্রতিযোগিতার দ্বিতীয় পোস্টটিও সত্যপথিক শাইয়্যান-এর লেখা।

১২. ১৩ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩৫ -- একজন অতিমানবী: ক্রিস্টিয়ানে নুসলাইন-ফলহার্ড শিরোণামে প্রকাশিত রিম সাবরিনা জাহান সরকার-এর লেখাটি প্রতিযোগিতার তৃতীয় এন্ট্রি।

... চলবে

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১:১৫

অপ্‌সরা বলেছেন: কেবলি ল্যাপটপ বন্ধ করে ঘুমাতে যাচ্ছিলাম। তোমার পোস্ট দেখে একটু থামলাম।
ভাইয়া আমার মনে হয় ফিচার লেখা প্রতিযোগীতা শুনে অনেকেই দমে গেছে। কারণ ফিচার লেখার আগে অরগানাইজ রাইটিং কি না জানলে গরুর রচনা ঘোড়ার রচনা হয়ে যায়। অবশ্য গরুর রচনাও অরগানাইজড রাইটিং। যাইহোক আমার মনে হয়েছে এই ব্লগে অনেক অনেক ফিচার আসতো। এখনও আসে যা থেকে আমরা অনেক কিছুই শিখি। কিন্তু এই স্বচ্ছতা মচ্ছতা নিয়ে কেচাল হবে ভেবেই অনেকেই অংশও নেবে না।

একটা রুল করে দিতে হবে-

যে যে এইখানে লিখে প্রত্যেককে একটা করে ফিচার লিখতে হবে। আগামী সাত দিনের মাঝে না লেখা জমা দিলে ১৪ দিনের কারাবাস মানে ব্যান খেয়ে থাকতে হবে। :)

এতে মানুষ শিখবে প্রতিযোগীতায় জয়ী হওয়াটাই বড় কথা নহে অংশগ্রহনই জরুরী।

আর স্বচ্ছতার কথা যারা বলবে তাদের জন্য রুল-
ফিচার লেখার নিয়ম কি তাহা একটা করে বলে যেতে হবে.......

নইলে শিরোনাম এক, মাথার উপরে ছবি আরেক, ভেতরের কন্টেন্ট আরেক ,উপসংহার জগাখিঁচুড়ি আর মন্তব্য তো প্রশ্নপত্র ফাঁস জেনারেশন হয়ে যাবে। :(


তবে হ্যাঁ ফেসবুকের মত লাইক কমেন্ট পঠিত সংখ্যা যার যত বেশি হলে জয়ী হবে এই কথা বললে আমার মনে হয় ফিচার মিচার নিয়ম কানুন নিয়ে কারো মাথা ব্যথা থাকবে না। গরু গোবর ছাগল পাগল যাই কিছু হোক না কেনো লিখে লিখে নিজেই নিজের লাইক কমেন্ট পঠন সংখ্যা বাড়িয়ে কে কাকে ল্যাং মেরে এগিয়ে যেতে পারবো সেই প্রতিযোগীতায় লিপ্ত হবো আমরা। :)

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১:২৫

আরইউ বলেছেন:




হাসা উচিতনা তবু হো হো করে হাসলাম আপনার মন্তব্য পড়ে। মজা করে অনেক কঠিন কিছু কথা বলেছেন। এই পোস্টের ৬ নং পয়েন্টটা আমি যোগ করবো কিনা সেটা অনেকক্ষন ধরে ভেবেছি, লিখেছি, বাদ দিয়ে আবার লিখেছি। ঠিক কী ভাষায় লেখা উচিত তা নিয়ে ভাবতে হয়েছে। পয়েন্টটা রেখেছি কারণ আমার মনে হয়েছে পরে টাইমলাইনের জনয় এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য বিবেচিত হবে।

২| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১:১৯

সোনাগাজী বলেছেন:



৭ই নভেম্বরে লেখা আপনার ভয়ংকর গুরুত্বপুর্ণ লেখাটি ( ১৮৭টি মন্তব্য, ১২০০ বার ক্লিকড) যোগ করুন।

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১:২৮

আরইউ বলেছেন:




আপনি কি দয়াকরে পোস্ট পড়ে ও বুঝে পোস্ট সংশ্লিষ্ট মন্তব্য করতে পারবেন? যদি না পারেন তাহলে আর কোন অপ্রাসংগীক মন্তব্য না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ।

৩| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩১

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, আপনার অনুরোধ রক্ষা করা হবে।

৪| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৩

শেরজা তপন বলেছেন: বেশ ভাল উদ্যোগ! আপনাকে ধন্যবাদ বিশদে যাবার আগে ওয়ার্ম আপ করার জন্য।
জমজমাট একটা আয়োজন হবে ধারণা করছি।

আমি ব্লগার @ গাজী সাহেবকে প্যানেল জাজের একজন বানানোর জোর দাবি করছি।

১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০১

আরইউ বলেছেন:




ধন্যবাদ, শেরজা। আমিও একটি জমজমাট আয়োজনের অপেক্ষায়।

৫| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৪

জুল ভার্ন বলেছেন: পোস্টের ৫ নম্বরটা জোশ হয়েছে! নিজেকে হাইড করতে চাইলেও 'পোচে'র সাথে মিল আছে, সাথে অল্পবিদ্যা ভয়ংকরী আলামত সুস্পষ্ট!

১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০১

আরইউ বলেছেন:




কোন সন্দেহ নেই তাতে।

৬| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার উদ্যোগ।

১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০২

আরইউ বলেছেন:





অনেক ধন্যবাদ, মশিউর!

৭| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: অনুষ্ঠিতব্য ১৪তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে আনুপুঙ্খিক ঘটনাবলীর ক্রমধারা টাইমলাইনে সংরক্ষণ করার আপনার এ উদ্যোগটি চমৎকার ছিল। কিন্তু হা হতোস্মি! সেই ব্লগ দিবস পালনের কথাটাই এখন অনিশ্চয়তার দোলাচলে দুলছে (বিস্মৃত হয়েছে বললাম না), আর কথা ছিল আপনার এ লেখাটা "চলবে", কিন্তু সেটাও আর চলেনি!

যাহোক, একবার ঘোষণা যখন করা হয়েছিলই, একটা নতুন তারিখ নির্ধারণ করে অনুষ্ঠানটি সম্পন্ন করে ফেললেই হয়! ২০১৯ এর টাতেও তারিখ পুনঃনির্ধারণ করায় আমি রেজিস্ট্রেশন করেও যোগদান করতে পারিনি, দেশত্যাগ করার কারণে।

১৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৭

আরইউ বলেছেন:



আমি আর সময় করতে পারিনি, খায়রুল। দুঃখিত! ব্লগ দিবস আশাকরি সামনে কোনদিন পালন করা হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

আসুন, নতুন পোস্ট নিয়ে ব্লগে আসুন।

আপনাকে ব্লগে খুব দরকার।

১৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৮

আরইউ বলেছেন:




কোথাও যাইনি, এখানেই আছিতো, বিজন!

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭

মিরোরডডল বলেছেন:




superb!!!

কোন এক পোষ্টে
আর ইউর আজকের
একেক টা কমেন্ট পড়ছি
আর হাসতে হাসতে মরছি :)

১০| ১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪০

মিরোরডডল বলেছেন:




হা হা হা আর ইউ
you're really something :)

উফ!!! কমেন্ট পড়লাম আর হাসলাম!
বেচারার ব্লগিং জীবন নাজেহাল!


১৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৫

আরইউ বলেছেন:




মন্তব্য খেয়ালই করেনি! দুঃখিত। বেচারা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদও দেখছে এবার...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.