![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
১.
নিশুতি আমার মনের মতো নয়
নিশুতি মনের মতো হয় না
একটু বড় হয়ে পাশ কেটে বেড়িয়ে যায়
তেমন করে
মন মাখিয়ে
তাকে ভালোবাসতে পারি না
নিশুতি আমার মনের মতো হয় না
০৩.০৭.২০১৭; চন্দ্রা
২.
অতঃপর
এক সমুদ্র পাড় হয়ে আরও এক মহাসমুদ্রের পর আমার
ভাসানো মন ও শরীর
খোলা পড়ে থাকে
আমি সূর্য-স্নানে পৃথিবীর আয়ুকে আমার দিকে টানি
আর ঠিক তখনই আহ্নিক গতির নিয়মে
একটা ব্যাপক পরিবর্তন আসে
আমার হাত আরো প্রসারিত হয়.. আরো প্রসারিত হয়
এবং তার গোলার্ধিক অবস্থান
আমার মাথার ভেতর আমার মস্তিষ্কে পাক খেতে খেতে
আমার মনস্তাত্ত্বিক শরীরে ভর করে
আমি দেখতে পাই..
ভর দুপুরে কাঠ-ফাটা রোদের মধ্যে আমার নিশুতিকে
আমি আবারও দেখতে পাই নিশুতি
৩.
অথচ ও আমার মনের মতো ছিল না কোনো দিন
০৩.০৭.২০১৭; উত্তরা
৪.
সত্যি বলতে কি-
আমি
আমি
এবং আমি ও নিশুতি
আমরা কেউ-ই আক্ষরিক অর্থে এই কবিতাটির চরিত্রের
বাইরে নেই
৫.
অতঃএব পাঠক-
আমাদের দেখতে অনেকটা একই রকম মনে হলেও
নির্ধারিত সময়ে আমরা যা আমরা তা-ই
শুধুমাত্র এই সময়টুকু পেরুলেই
চৈতন্যে একটা এলার্ম বাজবে আপনার
আর তখন
আপনি চাইলে অনেকখানি বদলে নিতে পারেন আমাদের
আপত্তি করবো না
কেননা আমরা কেউ-ই নিজেদের অবস্থানে মনের মতো
নই
৬.
শুধুই লাইন থেকে লাফিয়ে নেমে যাচ্ছি স্পেসে
তারপর
স্পেস থেকে আবার পংক্তিতে
এ-ই আমাদের আপাত যাপন
৭.
নিশুতির এবং আমার
০৪.০৭.২০১৭; উত্তরা
০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৫
ঋতো আহমেদ বলেছেন: কখনও কখনও মনে হয় আমরা কেউ-ই নিজেদের অবস্থানে মনের মতো নই; - তাই যাপিত জীবনকবিতা্য় আশা'ই আমাদের প্রেরণা হয়ে থাকে।
২| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭
উম্মে সায়মা বলেছেন: কেননা আমরা কেউ-ই নিজেদের অবস্থানে মনের মতো
নই
জীবনের চরম সত্য। ভালো লাগল।
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ সায়মা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবি ও তার জীবন কবিতার ব্যবধান ঘুচে খুঁজে নিক আপন আশ্রম!!!
আশাবাদ প্রতিটি স্পেসে!!