![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
০৪.
প্লাবন এসে ভরে দিয়েছে আমার দুঃখ
ঘর মাঠপ্রান্তর ফসল ও
ক্ষেত
আমি এখন তাকিয়ে আছি নির্নিমেষ নক্ষত্রে
আমার পাশে আমার
প্রেত
ও পাহাড়- ও বাঁধ- ওহ্ প্লাবন তিনি কি বোঝেন না আমার অগ্নির মন
০৫.
মাটিকে ভেঙে দিচ্ছে স্রোত.. ভেঙে দিচ্ছে কাঁটা-
জলের উপর ভেসে উঠছে
পথ
আর আমার শিয়রে বিনিদ্রা.. পথের দিকেই ঝোঁকে-
বহতায় মানুষের ঘাড় অব্দি
রাত
কে একজন ওপার থেকে দ্যাখে পোহাবার অনেক- অনেক ঘাত
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কাব্য! এবারো ভাল লেগেছে!