![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
আকাশের ঘুড়ি এসে ঘুরে যায়
উজ্জ্বলতম দিনে
কাছাকাছি
আকাশের ছায়া এসে নিভে যায়
জলের পাতালে
পাশাপাশি
কবেকার প্রিয়তম বন্ধুর মুখ-
কবেকার লুকিয়ে ওড়ানো বিকেল/দুপুর
মাছের চোখের মতোন নিথর নিদর্শন যেন (আজ)
আমি তাকে রাখিনি মনে-
মনের অতলে
অতলান্তের বহুকাল- প্রবহে ভেসে- ভেসে ভেসে ভেঙে
আকাশের ঘুড়ি এসে ঘুরে যায়
উদগ্রীব দিনে
তারপর
নিভে যায় ছায়া
তোমাতে আমাতে আজ- মেখে আছে- বহু বছরের ক্ষত-
পুরোনো মায়া
২৪.০৯.২০১৭; উত্তরা
০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ....