নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আকাঙ্ক্ষার কুত্তা

৩০ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৫



আমি ছিলাম আকাঙ্ক্ষার কুত্তা।
খাবার দিলে খেয়েছি। হুকুম দিলে পালন করেছি।
কারণ আমি জানতাম হুকুমের সাথে কী-করে দাঁড়াতে হয়, বসতে হয় কিংবা গড়াতে হয়।
আমাকে পোষা হয়েছিল। তৈরি করা হয়েছিল সম্পূর্ণতায়।
এমন-কি যখন স্বপ্ন দেখতাম, দেখতাম গলায় শিকল বাঁধা রয়েছে আমার।

আকাঙ্ক্ষা হচ্ছে এক চর্বিচিহ্ন যুক্ত হাড়।
উত্তাপে সঞ্চালিত দুশ্চরিত্রার গন্ধের মতো।
প্রহার শেষে ফুটে ওঠা আঘাত-চিহ্ন যেমন।
খরগোশ তাড়াতে ছোঁড়া লাঠির মতন।

বছরের পর বছর ধরে শুয়ে থাকি আকাঙ্ক্ষার পায়ের কাছে।
আর শুনতে পাই এই গান, কেউ আমাকে ডাকছে।
লাল শাড়িপরা এক নারী।
বন্দুক হাতে এক লোক।
ফল আর ফুলে পরিপূর্ণ এক টেবিল।
আগুনের শিয়াল, পাথরের পাখি।

তারপর, হঠাৎ সব নাই।

যা অবশিষ্ট ছিল, বৃষ্টি আর বাতাসে মিলিয়ে গেল।

আর আমি আকাঙ্ক্ষারেই শেষ পর্যন্ত অনুসরণ করে গেলাম।

--জয় হারজো

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১২:৩২

অধীতি বলেছেন: জীবনমুখী কবিতা।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৩৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই

২| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৭

সিগনেচার নসিব বলেছেন: খুবই দ্রুত পড়ে ফেললাম । চমৎকার কবিতা

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৩৯

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ নসিব ভাই

৩| ৩১ শে মার্চ, ২০২১ রাত ২:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে।

৩১ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ব্রো..

৪| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৩৮

ঋতো আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত

৫| ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা +

৩১ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ছবি আপা। ভালো আছেন নিশ্চই

৬| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৩

মা.হাসান বলেছেন: বছরের পর বছর ধরে শুয়ে থাকি আকাঙ্ক্ষার পায়ের কাছে

খুব সুন্দর।

ছবিটা বুঝতে পারলাম না। অথবা, যদি বুঝতে পেরে থাকি তাহলে বুঝতে হবে খুব ক্যাচালের ছবি বা পোস্ট।

৩১ শে মার্চ, ২০২১ রাত ১০:৩২

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। ছবিটি কবি জয় হার্জোর। এই কবিতাটির রচয়িতা। আমি এর বাংলা অনুবাদ করেছি। হার্জো নেটিভ আমেরিকান কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.