নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি

মা,মাটি,দেশ ভুলতে পারিনা।

রুবেল ১ বস হ্যাপি

মা,মাটি,দেশ,ভুলতে পারি না।

রুবেল ১ বস হ্যাপি › বিস্তারিত পোস্টঃ

নিরীহ বিরোধীদল!!!নিরীহ বিএনপি!!!নিরীহ গনতন্ত্র!!! -----------------

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৯


যে বনে বাঘ নেই,সেই বনে বিড়াল ও বাঘের ভাব দেখায়।
যে দেশে শক্ত বিরোধীদল নেই,সেই দেশে ইনু,এরশাদ ও ভাব দেখায়।
বিএনপি অহিংস আন্দোলনের প্রথম বলি নিরীহ যুবদলের ভদ্র সভাপতি মি: আলাল।আহ কত নিরীহ দল,ও দলের সভাপতি।
এই মুহুত্তে যদি বলা হয় নিরীহ যুবদলের কমিটি গঠন করা হবে,তাহলে পাতি নেতা কম্মি র অভাব হবেনা।গুলশান অফিস,নয়াপল্টন অফিস কম্মি আর নেতা ফাইট লেগে যাবে পদ না পাইলে।
আর এখন সভাপতি ধরে নিয়ে গেল,এখন আর কোন আওয়াজ নেই।দুই ঘন্টা হয়ে গেল কোন মিছিল নেই।
তাইতো আমি বিএনপি কে নিরীহ দল বলি।
যেমন বনের মধ্যে হাজার হাজার হরিন থাকে, কিন্তু একটা বাঘের কাছে অসহায়।কারন তাদের মধ্যে একতা নাই।যেমন আজকের বিএনপি র মত নিরীহ।
Rubel@new york.usa

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২

রাফা বলেছেন: বিএনপি-যে রাজাকারের শক্তিতে বলিয়ান ছিলো তা আজ দিনের আলোর মত পরিস্কার।

বিএনপির আশা ছিলো শিবিরের নব্য রাজাকাররা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে।

শত হইলেও এক মায়ের পেটের সন্তান দুর্ণিতিবাজ যুবরাজের ভাই।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩৪

রুবেল ১ বস হ্যাপি বলেছেন: আমি রাজাকারের পক্ষে বলছিনা।আমি রাজাকার দের ঘৃনা করি।তবে #রাফা# দেখছেন রাজাকারের জানামাজে কত মানুষ।এর পর ও আপনাদের মত মানুষ গুলা ভালো হইলেন না।কারন আপনাদের মুলেই সমস্যা।যার বিরুদ্ধে একটা দুরনীতি ও প্রমাণ হয় নাই।তাকে কি বলছেন??
জয় বাংলা,রাজাকার সামলা।

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২০

এ কে এম রেজাউল করিম বলেছেন: রাফা বলেছেন:
বিএনপি-যে রাজাকারের শক্তিতে বলিয়ান ছিলো তা আজ দিনের আলোর মত পরিস্কার।

বিএনপির আশা ছিলো শিবিরের নব্য রাজাকাররা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে।

শত হইলেও এক মায়ের পেটের সন্তান দুর্ণিতিবাজ যুবরাজের ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.