নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

কবিতা : সাদা চোখ

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

সেদিন তোমায় দেখলাম-
লোডশেডিংয়ের প্রতিবাদ মিছিলে.
বজ্র কন্ঠে তুমি স্লোগান বলছিলে,
হাতে ছিল প্লেকার্ড হাজার হাজার
মাঝে মাঝে উবু হয়ে কি যেন কুড়াচ্ছিলে
মনে হয় সুখ!

তোমার সামনে পিছনে কেউ নাই
ডানে বামে কেউ নাই
ব্যানার ধরার কেউ নাই
হাতে হাত রাখার কেউ নাই.
তাইতো ব্যানারকে বেনারসির মতো জড়িয়ে নিলে.

এতো হওয়ার ছিলনা-হওয়ার ছিলনা
তোমাকে আমি আকাশ দিয়েছিলাম.

আমার দিনে সূর্য ছিল
আমার রাতে চাঁদ ছিল
অমাবস্যায় জোনাকি ছিল
তোমার হাতে হাত ছিল.
এক গাল হেসে তুমি হাত ছাড়িয়ে নিলে,
জোছনা তাড়িয়ে দিয়ে
ইলেক্ট্রিসিটির আলো চুমলে.

জীবন থেকে বেচে থাকার রসদ
সংগ্রহ করতে চলতে হবে.
নাহয় তোমার সাথে গলা মিলাতাম
হাত মিলাতাম হাতে,
প্রতিবাদে ফেটে পরতাম
এভাবে কেটে পরতামনা.
মাথার কসম!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অসাধারণ!

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: টনশিল :-0

কবিতাটা বেশ এগোচ্ছিল। কিন্তু শব্দ ব্যবহারে সচেতন হতে হবে।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ।কাচা হাতের লেখা ভাই।নিজ গুনে ক্ষমা করবেন

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ক্ষমা করবার কিছু নেই প্রফেসর।

আমি আপনি আমরা সবাই শিখছি। লিখতে থাকুন। আরো ভালো হবে নিশ্চই।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর প্রফেসর সাহেব।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.