নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কবি হেলাল হাফিজ অন্ধ হওয়ার পথে।প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করছি

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০১



এই ব্লগের মাধ্যমেই কবি হেলাল হাফিজের কবিতার সাথে পরিচয় হয় আমার,কোন এক যাদুমন্ত্রে আমি তার কবিতার প্রেমে পাগল,ব্যক্তি হেলাল হাফিজের রহস্যময় জীবন যাপন তার প্রতি আমার আকর্ষন আরো বাড়িয়ে দেয়।তো যাই হোক আজকে একটি অনলাইন পত্রিকা মারফত জানতে পারলাম যে কবি নাকি অসুস্থ।
গ্লুকোমা আক্রান্ত হয়ে একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৬৮ বছর বয়সী এই কবির, অন্য চোখটির অবস্থাও সঙ্কটাপন্ন এখন।
“আমি লেখালেখির লোক, অথচ আমিই কি না অন্ধ হয়ে যাচ্ছি,” সাংবাদিকের কাছে এভাবেই নিজের অসহায় অবস্থার কথা বলেছেন কবি।
পত্রিকা মারফত জানতে পারলাম ধীরে ধীরে টাকা জমাচ্ছেন তিনি, যাতে বাংলাদেশের বাইরে গিয়ে হলেও উন্নত চিকিৎসা নিতে পারেন।কিন্তু চিকিৎসার জন্য কারো কাছে হাত পাততে রাজি নন তিনি। তার ভাষ্য হচ্ছে “আমি একজন কবি। নিজের জন্য সাহায্য চেয়ে কিছু লিখে আমার সার্বভৌম স্বত্বা ক্ষতিগ্রস্ত করব না,”।

আমাদের প্রধানমন্ত্রী তো দেশের অনেক সাহিত্যিকের চিকিৎসা ব্যায় বহন করেছেন,তিনি কি দয়া করে এই জনম দুঃখি কবির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেননা???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

প্রথমকথা বলেছেন: প্রধান মন্ত্রী নিশ্চয় দেখবেন। বিনম্র শ্রদ্ধা কবির প্রতি। প্রধান মন্ত্রী নিশ্চয় দেখবেন। বিনম্র শ্রদ্ধা কবির প্রতি।

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৬

প্রফেসর সাহেব বলেছেন: নিশ্চয় দেখা উচিত

২| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

খায়রুল আহসান বলেছেন: খবরটা পড়ে যারপরনাই ব্যথিত হ'লাম। এ নিরীহ, নির্বিরোধ, চিরকুমার প্রেমিক কবির প্রতি কৈশোর থেকে আমার মনে শ্রদ্ধা পোষণ করে এসেছি। শুধু প্রধানমন্ত্রী নয়, আপামোর জনসাধারণের এগিয়ে আসা উচিত কবির সাহায্যে; কবিতাপ্রেমী, কবিতানুরাগী ব্যক্তিরা তো বটেই।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

ক্লে ডল বলেছেন: বিষয়টি জানা ছিল না!! কবির আরোগ্য কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.