নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

আমাদের মুক্তিযুদ্ধ :আমাদের সিনেমা

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫২


বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এদেশে খুবই কম সিনেমা নির্মাণ করা হয়েছে, হাতে গোনা যে কয়টা হয়েছে তার মধ্যে পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা বলা যায় খুব অল্প কয়েকটাকে। তবে অন্যান্য যেকোনো সাবজেক্টের উপর নির্মিত সিনেমার চেয়ে মুক্তিযুদ্ধের উপর নির্মিত সিনেমা গুলো অনেক বেশী মান সম্মত, এমনকি সর্বকালের সেরা বাংলা সিনেমার তালিকা করা হলে অনায়াসে বেশ কয়েকটা মুক্তিযুদ্ধের সিনেমা সেখানে স্থান করে নেবে।

খুব আক্ষেপের বিষয় হলো যে এদেশে শত শত চলচ্চিত্র পরিচালক থাকলেও মুক্তিযুদ্ধের উপর সিনেমা নির্মাণে আগ্রহ দেখিয়েছেন খুব কমই।চাষী নজরুল,হুমায়ুন আহমেদ,নাসির উদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলামরাই "প্রায়" অর্ধেক সিনেমা নির্মান করেছেন, আর বাকিরা বাকি অর্ধেক. ট্যালেন্টের অভাব না সাহসের অভাব তার উত্তর আপনারা দেবেন (বাজেট কোন অজুহাত হতে পারেনা)।হ্যা মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে সাহস লাগে তাইতো ৭৫ থেকে ৯৩ পর্যন্ত (১৭ বছর) মুক্তিযুদ্ধের উপর কোন পূর্ণাঙ্গ সিনেমা হয়নি। অথচ মুক্তিযুদ্ধের উপর নির্মাণের জন্য অসংখ্য উঁচুমানের প্লট রয়েছে। অপারেশন জ্যাকপট,বঙ্গবন্ধু,খালেদ মোশাররফ,মতিউর রহমান।জাত পরিচালকের হাতে পড়লে এগুলা দিয়ে মাস্টারপিস বানানো যায়।

উইকিপিডিয়ার সাহায্যে নিচে (মুক্তির সন ক্রমানুযায়ী) মুক্তিযুদ্ধের উপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের তালিকা দিলাম,কোন সিনেমা মিসিং হলে জানাবেন, এড করে দেওয়া হবে। ভূলের জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।

এগুলোর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটা??
আমার 'হাঙর নদী গ্রেনেড '

১.ওরা ১১ জন (১৯৭২)
পরিচালক: চাষী নজরুল ইসলাম

২.অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী (১৯৭২)
পরিচালক:সূভাস দত্ত

৩.রক্তাক্ত বাংলা (১৯৭২)
পরিচালকঃমমতাজ আলী

৪.আবার তোরা মানুষ হ(১৯৭৩)
পরিচালক: খান আতাউর রহমান

৫.ধীরে বহে মেঘনা (১৯৭৩)
পরিচালক: আলমগীর কবির

৬.মেঘের অনেক রঙ (১৯৭৪)
পরিচালকঃ হারুনর রশীদ

৭.আলোর মিছিল (১৯৭৪)
পরিচালক: নারায়ণ ঘোষ মিতা

৮.সূর্যগ্রহণ (১৯৭৬)
পরিচালকঃআব্দুস সামাদ

৯.একাত্তরের যীশু (১৯৯৩)
পরিচালক: নাসির উদ্দিন ইউসুফ

১০.আগুনের পরশমণি (১৯৯৪)
পরিচালক :হুমায়ুন আহমেদ


১১. নদীর নাম মধুমতী (১৯৯৫)
পরিচালক: তানভীর মোকাম্মেল

১২.হাঙর নদী গ্রেনেড(১৯৯৭)
পরিচালক: চাষী নজরুল ইসলাম

১৩.মুক্তির কথা (১৯৯৯)
পরিচালক: তারেক মাসুদ,
ক্যাথরিন মাসুদ

১৪.উত্তরের খেপ (২০০০)
পরিচালক: শাহজাহান চৌধুরী

১৫.মাটির ময়না (২০০২)
পরিচালক: তারেক মাসুদ

১৬.শ্যামল ছায়া (২০০৪)
পরিচালক: হুমায়ূন আহমেদ

১৭. জয়যাত্রা (২০০৪)
পরিচালক:তৌকির আহমেদ

১৮.মেঘের পরে মেঘ (২০০৪)
পরিচালক: চাষী নজরুল ইসলাম

১৯.খেলাঘর (২০০৬)
পরিচালক:মোরশেদুল ইসলাম

২০.অস্তিত্বে আমার দেশ (২০০৭)
পরিচালক :খিজির হায়াত খান

২১.আমার বন্ধু রাশেদ (২০১১)
পরিচালক: মোরশেদুল ইসলাম

২২.গেরিলা (২০১১)
পরিচালক: নাসির উদ্দীন ইউসুফ

২৩.মেহেরজান (২০১১)
পরিচালকঃ রুবাইয়াত হোসেন

২৪.জীবনঢুলী (২০১৪)
পরিচালক:তানভীর মোকাম্মেল

২৫.অনিল বাগচীর একদিন(২০১৫)
পরিচালক:মোরশেদুল ইসলাম

২৬. ভুবন মাঝি (২০১৭)
পরিচালক: ফাখরুল আরেফিন খান

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: আট নম্বরের পর আর দেখা হয় নাই।। সেখানে এক নম্বরকেই প্রাধান্য দেবো।।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

প্রফেসর সাহেব বলেছেন: দেখে ফেলুন, মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ, বেশ কয়েকটা ছবি দেখা হয়নি দেখতে হবে

১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

প্রফেসর সাহেব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগল :)

নতুন কেয়কটা্ই দেখা হয়নি!

সাহসী নির্মাতা আসবে কোত্থেকে? যেখানে মত ভিন্ন হলেই জেল, গুমের সংষ্কৃতি চলে!

তারপরও সময়ের প্রয়োজনেই প্রয়োজন ইতিহসাকে চিত্রবদ্ধ করার।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

প্রফেসর সাহেব বলেছেন: মোটামুটি একমত

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

কালীদাস বলেছেন: সবগুলো দেখা হয়নি। দুইটা দেখে কষ্ট পেয়েছি খুব: জয়যাত্রা আর একাত্তরের যীশু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.