নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আমি হয়তো মানুষ নই

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

আমি হয়তো মানুষ নই
(গুনরে কেও পাইলে কইয়ো আমি তার কবিতার বারোটা বাজাইছি)

আমি হয়তো মানুষ নই, মানুষ গুলো অন্যরকম
দুঃখে কাঁদে,আমোদে হাসে,অনুভূতির আধার পুষে,
মানুষগুলো নষ্ট হয়না, কষ্ট পায়না নিজের দোষে।

আমি হয়তো মানুষ নই, দূপুর বেলায় তারা খুঁজি,
আলো আমার ভাল্লাগেনা।
অসংবৃত রমণী দেখে,কেন আমার কাম জাগেনা,
দ্রাক্ষারসে স্বাদ পাইনা।
রাত্রি অবাক তাকিয়ে থাকে,
জাগ্রত এই আমায় দেখে,
চোখে আমার ঘুম আসেনা, আমায় দেখে দৌড়ে পালায়।

মানুষ হলে ভূতের ভয় লাগতো, বুকে ডর লাগতো,
হাত কাটলে পা কাটলে রক্ত ঝরতো,
চোখ থেকে অশ্রু ঝরতো,
ব্যাথা পেলে চোখ মুখ কুছকে দাতে দাত চাপতে হতো।

আমি হয়তো মানুষ নই,
মানুষে হলে পেটের মধ্যে ক্ষুধা লাগতো,
পিয়াসাতে ছাতি চরের মতো ফেটে যেতো,
কাউকে ভালো লাগতো, কেউ ভালোবাসতো,
হুড তোলা রিক্সায় কেউ আমার হাত
নিজের মতো করে আপন করে নিতো ।

মানুষগুলো সব সূর্য ডুবলে কুপি জ্বালায়,
আধার তাতে দূরে পালায়।
আমি আধার চুমি বসে, একলা বসে।


মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ব্যতিক্রমী মানুষ, কথামালায় আলাদা একটা সৌন্দর্য্য আছে।

১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

প্রফেসর সাহেব বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

সেলিম আনোয়ার বলেছেন: প্রফেসর সাহেব বহুদিন পর তাও আবার কবিতা নিয়ে আপনার আগমন সুস্বাগতম ।

১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ আপনাকে মনে রাখার জন্য৷ জাগতিক ব্যাস্ততা আসতে দেয়না।

৩| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...
কবিতার আপনি হয়তো ভুতের তালতো ভাই

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬

প্রফেসর সাহেব বলেছেন: হাহাহ। হতে পারে

৪| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩২

কিরমানী লিটন বলেছেন: ভিন্ন স্বাদের - ভিন্নমাত্রার কাব্য - চমৎকার লিখেছেন.....

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৭

প্রফেসর সাহেব বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য

৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.