নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার সেকাল একাল

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২


এই ছবি দেখে আপনার চোখ বড় বড় হয়ে যাচ্ছে? আপনি অবাক হচ্ছেন? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মানুষেরও আবার চিড়িয়াখানাহয় কিভাবে ? তাহলে পুরো লেখাটি পড়ে নিন।

বিশ্ব খুব দ্রুত বদলে যাচ্ছে, এবং এই বদলানোর গতি টেকনোলজির আশ্রয়ে দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। মানুষের মনমানসিকতায়ও ব্যাপক পরিবর্তন এসেছে।যুদ্ধ, বিপ্লব এমনকি মহামারী সময়ে সময়ে নির্দিষ্ট জাতিগোষ্ঠী এমনকি পুরো মানবসমাজে ব্যাপক পরিবর্তন আনে।

একসময় নারীদের ভোটাধিকার ছিলোনা, এখন এটা ভাবতেও অবাক লাগে।
খুব বেশিকাল আগে নয় যখন মানুষের গলায় পায়ে শিকল দিয়ে বাজারে নিয়ে যাওয়া হতো, বিক্রি করা হতো। এটা কি এখন কল্পনা করা যায়?না৷ এটা এখন আমাদের কাছে বর্বরতা , কিন্তু একসময় দাস কেনা গরু ছাগল কেনার মতোই স্বাভাবিক ছিল।
একসময় মানুষ হিরোইন কোকেইন'কে মেডিসিন হিসেবে নিতো, এখন তা হচ্ছে মাদক,অবৈধ।
শুনলে অবাক হবেন আঠারো শতকের দিকে শিকাগোতে "কুৎসিত" চেহারা/শরীর নিয়ে রাস্তায় বের হলে ১ থেকে ৫০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হতো।
এভাবে শতশত উদাহরণ দেওয়া যায় যাকে আজ আমরা ঘৃণার চোখে দেখি অবাক হই কিন্তু এককালে তা স্বাভাবিক ছিল, তখনকার যুগে সেটাই ছিল সভ্যতা, সেটাই ছিল আধুনিকতা।

এখন আসি বর্তমানে, এখন আমরা অনেক কাজ যা স্বাভাবিক মনে করছি, যাকে আমরা আধুনিকতা মনে করছি কালের বিবর্তনে তা অসভ্যতা/বর্বরতায় পরিণত হবে

একজন মানুষ প্যাডেল মেরে রিকশা চালায় আর দুই/তিনজন আরামে বসে বসে যায়,সেলফি নেয়, আজ তা আমাদের কাছে স্বাভাবিক কিন্তু একদিন মানুষ এই রিক্সায় চড়ার ছবি দেখে আমাদেরকে বর্বর বলে গালি দিবে।

দশ বারো বছরের শিশু ফুল বেচে, চায়ের দোকানে কাজ করে, আমরা এটাকে স্বভাবিক ভাবেই নিচ্ছি, কিন্তু এটা তো স্বাভাবিক নয়, ওর তো এখন স্কুলে যাওয়ার কথা! খেলতে যাওয়ার কথা!

মানুষ রাতে ফুটপাতে ঘুমাচ্ছে, এটাতে অবাক হওয়ার কি হলো?, এটাতো স্বাভাবিক। এই "স্বাভাবিক" জিনিসটা'র জন্য মানুষ একদিন আমাদেরকে অসভ্য বলবে।

এখনো ড্রিংকসের খালি বোতল কিংবা চিপসের প্যাকেট রাস্তায় ফেলতে আমরা দ্বিতীয়বার চিন্তা করিনা।

লেখা ছোট করার স্বার্থে খুব বেশী উদাহরণ দিলাম না, আপনার আশেপাশে চোখ বুলিয়ে দেখেন কি সভ্যতা আপনি লালন করছেন?ভবিষ্যতের কাছে কি তা আদৌও সভ্যতা বলে বিবেচিত হবে, তখন কি মানুষ আপনাকে বর্বর, অসভ্য বলে গালি দিবেনা। যদি মনে করেন দিবে তাহলে আসুন নিজ নিজ অবস্থান থেকে সভ্য হওয়ার চেষ্টা করি, এমন সভ্য হওয়ার চেষ্টা করি যাকে হাজার বছর পরেও মানুষ অসভ্য বলে গালি দিতে পারবেনা।

স্বীকার করি মানবসভ্যতার ইতিহাসের শ্রেষ্ঠ সময়ে আমরা বাস করছি কিন্তু এটাই সর্বোৎকৃষ্ট সময় নয়। এরচেয়ে উত্তম সময় একদিন আসবে।

ছবিটি ব্লগে দেওয়ার উদ্যেশ্য হলো আমাদের মনে এই চিন্তাটা আনা যে আদতে আমরা যাকে সভ্যতা বা আধুনিকতা বলছি তা কি কালের বিবর্তনে ঠিকবে?

ছবিঃইন্টারনেট থেকে নেওয়া

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারেরই দায়িত্ব ধনী গরীবের বৈষম্য কমানো। আমরা সাধারণ মানুষ তো দেশ চালাই না...

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

প্রফেসর সাহেব বলেছেন: মন্তব্যটা আপনার নিকে'র মতোই করলেন

২| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সৃষ্টিকর্তা সকলকে সমান করে সৃষ্টি করেন নাই।
সবকিছুর ওপর ক্ষমতাশালী এবং ক্ষমতার নিরঙ্কুশ মালিক।
এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘বলুন ইয়া আল্লাহ!
তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর
আর যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান
দান কর আর যাকে ইচ্ছা অপমান কর। তোমারই হাতে রয়েছে যাবতীয়
কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।’ -সূরা আল ইমরান : ২৬

উল্লেখিত আয়াতে আল্লাহতায়ালার সর্বময় ক্ষ
মতার প্রকৃতি বর্ণনা করা হয়েছে।
আল্লাহ যাকে চান সাম্রাজ্য দান করেন আবার যার কাছ
থেকে চান সাম্রাজ্য কেড়ে নেন। যাকে চান সম্মান দান করেন,
আবার যাকে চান অপমানিত করেন, সব কল্যাণ তার কাছে।
পবিত্র কোরাআনে কারিমের এই আয়াতে বলা হয়েছে যে,
বিভিন্ন রাজ শক্তির উত্থান-পতন আর সাম্রাজ্যের পট-পরিবর্তন
হয়ে থাকে একমাত্র আল্লাহতায়ালার ইচ্ছায়।

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

প্রফেসর সাহেব বলেছেন: সব দায় আল্লাহর উপর চাপিয়ে না দিলেই কি নয়?

৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: কয়েকদিন আগে একজন ব্লগার এই বিষয়টা নিয়ে পোষ্ট দিয়েছেন সামুতে।

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫১

প্রফেসর সাহেব বলেছেন: হ্যা আমিই দিয়েছিলাম৷, ধন্যবাদ

৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মন্ত্রণালয়ের ঘুষখোর, দুর্ণীতিবাজদের আমরা সামনা সামনি তোঁয়াজ করি- এক সময় মানুষ এগুলোকে বর্বর বলবে। অসৎ রাজনৈতিক নেতা-নেত্রীদের নামে স্লোগান দেই- এক সময় মানুষ এই কর্মকে গালি দিবে। হলুদ মিডিয়ার দালালিকে মানুষ এক সময় নষ্টামি বলবে--- ইত্যাদি ইত্যাদি।

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৩

প্রফেসর সাহেব বলেছেন: ঠিক বলেছেন,ভিআইপির জন্য রাস্তা বন্ধ করা সংস্কৃতির জন্য মানুষ একদিন গালি দিবে

৫| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১১

শের শায়রী বলেছেন: কয়েক দিন আগেই এই পোষ্ট পড়ছি, এবং কমেন্টে দেখলাম আপনিই দিয়েছিলেন।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৪০

প্রফেসর সাহেব বলেছেন: হ্যা, তখন বিস্তারিত কিছু না লেখায় আগেরটি কেটে নতুন করে একটু বিস্তারিত লিখলাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.