নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

শাঁখের করাত

০৯ ই মে, ২০২০ রাত ৩:০৬

শাঁখের করাত... একবার সামনে একবার পেছনে;
আগে-পিছে করতে করতে বন উজাড়।

নটী বিনোদিনীর মতো কোমর দুলাইয়া...
নাচতে গেলে কি ক্যাচ ক্যাচ আওয়াজ হয়?
তাহলে রথের কামাইর দিন শেষ,
হৃত যৌবন আর ফিরে আসেনা।

রাত্তিরে সব ফুল কালো লাগে!
যাকে দেখো তাকেই তোমার ভালো লাগে?

এক ফাইল বটিকা আনতে-
গোপিনাথ কঁবিরাজের কাছে যাইতে,
রিক্সায় উঠে দেখি চালকের পিঠে টি-শার্টে লেখা...
"রোদ অথবা বৃষ্টি না থাকলে রিক্সার হোড তোলা নিষেধ"।

অসফল পারমানবিক পরিক্ষার কষ্টের চাইতে-
ঘুড়ি ছেঁড়ার কষ্ট বেশী।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ ভোর ৪:১৭

রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।
আজ আমিও একটা কবিতা লিখেছি।

০৯ ই মে, ২০২০ ভোর ৪:৪৪

প্রফেসর সাহেব বলেছেন: পড়ে এলাম, ভালো লাগলো। বিরামচিহ্ন নিয়ে একটু ভাবলে ভালো হয়৷

২| ০৯ ই মে, ২০২০ ভোর ৪:১৯

নেওয়াজ আলি বলেছেন: কমনীয় ভাবনা

০৯ ই মে, ২০২০ ভোর ৪:৪২

প্রফেসর সাহেব বলেছেন: ধরতে পেরেছেন তাহলে।

৩| ০৯ ই মে, ২০২০ সকাল ১১:২৬

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল পড়তে ।

০৯ ই মে, ২০২০ দুপুর ১২:৩৭

প্রফেসর সাহেব বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম

৪| ২৩ শে মে, ২০২০ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: শেষের লাইনদুটো চমৎকার হয়েছে!
রাত্তিরে সব ফুল কালো লাগে... - কথাটা সত্য ও সহজবোধ্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.