নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা কি মূল্যহীন ?

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৬

স্বাধীনতা দিবস বিজয় দিবস ইত্যাদি আসলেই কিছু অতিদেশপ্রেমীভাবধারীচুতিয়াদের এভাবে হায় আফসোস করতে দেখি "দেশ কি আসলেই স্বাধীন? আমরা কি আসলেই স্বাধীন?"

হ্যা এটা মানি যে উদ্যেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো তার অনেকটাই পূরণ হয়নি, তাই বলে বাংলাদেশের স্বাধীনতাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই।

যারা দেশকে মুক্ত করতে আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে ছোট করে দেখার ধৃষ্টতা একমাত্র পাকি বংশোদ্ভূতদের দ্বারাই সম্ভব।

"দেশে এখন প্রকৃত স্বাধীনতা নাই তাই একাত্তরের সংগ্রাম মূল্যহীন" নতুন প্রজন্মের মনে এই ধারণার বিষ ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে কিছু রাজাকার শাবক।

বর্তমান প্রেক্ষাপট স্বাধীনতা সংগ্রামের উদ্যেশ্যকে রিপ্রেজেন্ট করে না বলে একাত্তরের সংগ্রাম মূল্যহীন হয়ে যায় নাই, একাত্তর তার আপন মহিমায় উজ্জ্বল ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৬

মো: তৌহিদ ইসলাম আবির বলেছেন: সহমত। তবে স্বাধীনতার চেতনা নিয়ে জনগনকে ধোঁকা দেওয়াটাও সমীচিন নয়।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশের স্বাধীনতা কি মূল্যহীন নয়। মুল্য বোঝা যায় যখন দেখা যায় দেশটি তলাবিহীন ঝুড়ি থেকে উঠে দখলদার পাকিদের চেয়ে এগিয়ে গেছে।

পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়,
মিঠাপানির মাছ উৎপাদনে তৃতীয়,
সবজি উৎপাদনে তৃতীয়,
চাল উৎপাদনে চতুর্থ,
আলু উৎপাদনে সপ্তম,
আম উৎপাদনে নবম,
খাদ্যশস্য উৎপাদনে দশম।

গ্রামে যান, সব পাকা রাস্তা। পাকা ভিটি, দামী টিনের ঘর, কেউ একবেলা নাখেয়ে আছে চিন্তাই করা যায় না। প্রত্যেকের হাতে মোবাইল, ১০০% বাড়িতে বিদ্যুৎ। চ্যালেঞ্জ দিয়ে বললাম প্রতিটি বাড়িতে ফ্রিজ পাবেন।
ভোক্তাও বেড়েছে। আগে যে গ্রাম্য বাজারে সপ্তাহে একঝুড়ি ডিম আসতো সেই বাজারে এখন সপ্তাহে ৩ ট্রাক ডিম আসে। আসে ট্রাকবোঝাই চীনা আপেল কমলা। এসব কোটিপতিরা খায় না, গ্রামবাসিরাই খায়। যত দাম বাড়ুক, কেউ খুধায় কষ্ট পায় না।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: হাসান কালবৈশাখী-
১। আপনি কি জানেন কত লোক রাস্তায় ঘুমায়?
২। আপনি কি জানেন কত ছেলেমেয়ে স্কুলে যায় না?
৩। আপনি কি জানেন কত লোক বেকার?
৪। আপনি কি জানেন অসংখ্য গ্রামে কাঁচা রাস্তার অভাব নাই? বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হয়?
৫। আপনি কি জানেন অসংখ্য কিশোর রাস্তায় ডান্ডি খায় সবার সামনে?
৬। আপনি কি জানেন কত লোক হাজার কোটি কালো টাকার মালিক?

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজীব নুর ভালো মন্তব্য করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.