নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

এলিট নন এলিট থ্রেশহোল্ড

২৩ শে জুন, ২০২৩ বিকাল ৪:৪৭

নন এলিটরা (পড়ুন গরীব) যখন এলিটদের কোনো পতনের খবর শুনে তখন মানুষ হিশেবে কস্ট পাওয়ার বদলে আনন্দ প্রকাশ করে।

নিজের গরীবি অবস্থার পেছনের দায় এলিটদের কাধে চাপিয়ে তাদেরকে শত্রু হিশেবে ধরে নিয়ে এলিটদের যেকোনো দুরাবস্থার খবর নন এলিটদের আনন্দ দেয়, যেমন টাইটান নিখোঁজের খবরে হাহা রিয়েক্ট । এর পেছনে হিংসাও কাজ করে।

আবার নন এলিটদের যেকোনো সাফল্যে বাকি সব নন এলিটরা খুশি হয় বাহবা দেয়, যেমন শাহিন মাস্টার বা হিরো আলম ইস্যু।

অন্যদিকে এলিটরা এইসব নন এলিটদের উত্থানকে পছন্দ করে না, নিজেদের থালায় ভাগ বসাতে চাইয়েছে বলে তারা এদেরকে ঠেকাইয়া রাখতে চায় ( আমি জিতে গেলে আমারে স্যার ডাকতে হব এজন্য আমারে হারিয়া দেওয়া হইছে :হিরো আলম)

তবে এই ঠেকাইয়া রাখার চেষ্টাকে পন্ড করে নন এলিটরা যদি একবার থ্রেশহোল্ড পার হইতে পারে তখন আর এলিটরা তাদেরকে গ্রহণ করতে কার্পণ্য করে না, থালায় যখন হাত দিয়াই দিছত তো খা।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: আপনি যে কি বুঝাতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না।

২৩ শে জুন, ২০২৩ রাত ৯:৩৫

প্রফেসর সাহেব বলেছেন: আমি কিছুই বুঝাইতে চাইতেছি না।

২| ২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:৫৬

কামাল১৮ বলেছেন: ধনী গরিবের যে দ্বন্দ্ব সেটাকে বৈরী বলেছন মহামতি কার্ল মার্ক্স।সমাজে ধনী গরিবের বৈষম্য যত কমে আসবে দ্বন্দ্বের তিব্রতা তত কমে আসবে।বৈষম্য যত বাড়বে তিব্রতা তত বাড়বে।একদিন হবে মহা বিস্ফোরণ।

২৩ শে জুন, ২০২৩ রাত ৯:৩৬

প্রফেসর সাহেব বলেছেন: ধনীগরীব থাকাটা জরুরি । নাহলে সিস্টেম কলাপস করবে।

৩| ২৪ শে জুন, ২০২৩ সকাল ১০:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: এ দ্বন্দ চলতেই থাকবে, শেষ হবে না।

ধনীগরীব থাকাটা জরুরি । নাহলে সিস্টেম কলাপস করবে। ভালো বলেছেন।

৪| ২৪ শে জুন, ২০২৩ সকাল ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পৃথিবীর বেশির ভাগ মানুষই গরীব বা দুর্বল। এজন্য সাধারণ মানুষ প্রকৃতিগতভাবেই দুর্বলের পক্ষ নেয়। আপনি দেখবেন, একটা বাঘ বা সিংহ যখন হরিণকে তাড়া করছে, আপনি মনেপ্রাণে চাইছেন, হরিণটা যাতে বাঘের খপ্পর থেকে রক্ষা পায়। বাঘ যখন হরিণটাকে ধরে ঘাড় মটকে খেতে থাকে, তখন আপনার কষ্ট হয়। এখানে শৌর্য বীর্যে বাঘটা কিন্তু প্রতাপশালী, সে বিজয়ী, কিন্তু তার বিজয়ে আপনি কষ্ট পাচ্ছেন। আবার এই বাঘটাকেই যখন একটা কুমীর খাবলা দিয়ে ধরে নদীর গভীরে চলে যায়, বাঘটা বাঁচার জন্য ছটফট করে, তখন আপনি বাঘটার পক্ষ নিয়ে তার ফিরে আসা কামনা করইছেন।

আদিকাল হতেই কেন এবং কীভাবে এই ধনী-গরীব পার্থক্য সৃষ্টি হলো, তা এক বিরাট গবেষণার বিষয় বটে। তবে, এই পার্থক্য বিমোচন করা সম্ভব না, এটা থাকবেই।

৫| ২৪ শে জুন, ২০২৩ দুপুর ১২:২১

রানার ব্লগ বলেছেন: জোর যার মুলুক তার । এখন যার গায়ে জোর নাই সে তো বলবান ব্যক্তিকে ঘৃনা করবেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.