নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

নলেজ বনাম বিলিফ

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১:২৩



বিশ্বাস (Belief) হইতেছে যেইটা আপনে জানেন না, জানলে সেটা জ্ঞান (knowledge) হয়ে যায়, সেইটা আর বিশ্বাস থাকে না।

আপনে জানেন যে আপনার দুই হাত আছে, ক্যামনে জানেন? দুই চোখ দিয়া দেখতেছেন, দুই হাত দিয়া শরীর অনুভব করতে পারতেছেন ইত্যাদি ইত্যাদি, এভাবে জানেন যে আপনার দুই হাত আছে, এটা আপনার জানা, বিশ্বাস না।

আপনি বিশ্বাস করেন এবার আপনার প্রিয় দল টুর্নামেন্ট জিতবে, আপনি বিশ্বাস করেন ৯৯ করে অপরাজিত ব্যাটার আজ সেঞ্চুরি মারবে, বিশ্বাস করেন যার সাথে প্রেম করতেছেন তার সাথে বিয়ে হবে। কিন্তু এর কোনোটাই আপনি জানেন না, আপনার প্রিয় দল টুর্নামেন্ট না ও জিততে পারে, ৯৯ তেই আউট হয়ে যেতে পারে ব্যাটারটি, বা যার সাথে প্রেম করছেন তার বিয়ে হয়ে যেতে পারে অন্য জায়গায়।

বিশ্বাস মানেই অজানা, আর বিশ্বাস জাস্টিফাইড হয়ে গেলে তখন সেটা জ্ঞান হয়ে যায়, আপনার প্রেমিকার মা বাপ যদি আপনার পরিবারের সাথে কথা বিয়ের ব্যাপারে একমত হয় তখন আপনার বিশ্বাসের পক্ষে তথ্য চলে চলে আসে, এই তথ্যগুলো আপনার বিশ্বাসকে জাস্টিফাই করে, তখন আপনি বলতেই পারেন যে আমি জানি অমুকের সাথে আমার বিয়ে হবে।

বিশ্বাস এবং জ্ঞান একসাথে চলে না, একটার উপস্থিতিতে অন্যটি জায়গা ছেড়ে দেয়, বিলিভ ইজ এ ডাউট ।

(জানা knowing এবং জ্ঞান knowledge দুইটা আলাদা বিষয় যদিও তবে এই ক্যাচালে আইজ আমি নাই, লেখা সহজ করার লাইগা দুইটারে একসাথে মিলাই ফেলছি)

এই নিয়া Edmund Gettier এর রিসার্চ পেপার আছে "Is justified true belief is knowledge?" ভদ্রলোক প্রশ্ন রাইখা শুরু করছেন, শেষে কি উত্তর মিলছে জানতে হইলে পেপারটি পড়তে পারে, লিংক কমেন্টে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১:২৩

প্রফেসর সাহেব বলেছেন: https://fitelson.org/proseminar/gettier.pd

https://youtu.be/ikeip50MQOg

২| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১:৪২

কামাল১৮ বলেছেন: বিশ্বাস হলো প্রমান ছাড়া মেনে নেয়া।জ্ঞান হলো বস্তুর বা বিষয়ের অন্তরনিহীত বিষয়াদী জেনে তার গতি প্রকৃতি বুঝতে পারা।

৩| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩০

জ্যাক স্মিথ বলেছেন: যেখানে জ্ঞানের ছিটেফোঁটাও নেই সেখানেই বিশ্বাস কি রোল প্লে করে।

৪| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ একটা বিষয়, কিন্তু আশ্চর্য্য জটিলতায় ভরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.