নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

মডারেট মুসলিম ইমাম শালগুমি

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৪



IMAM CHELGHOUMI, ফ্রান্সের একটি মসজিদের ইমাম, তিউনিসিয়া থেকে আগত, মডারেট মুসলিম। ইজরায়েল প্যালেস্টাইন ইস্যুতে বিভিন্ন টিভি শো তে উনাকে ডাকা হয়, সেগুলায় গিয়ে তিনি উনার মডারেটর মুসলিম নামের সম্মান রাখেন। হামাসরে তুলাধুনা করেন, ইসরায়েলের জন্য কাঁদেন। জুইস কমিউনিটি থেকে বাহবা পান, ফরাসি সিভিল সোসাইটি থেকে বাহবা পান। প্রো প্যালেস্টাইন মিছিলে না গেলেও এন্টিসেমেটিক বিরুধী মিছিলে হাজির হোন। ফরাসি মিডিয়া উনারে ইসলামের রিপ্রেজেনটেটিভ হিশেবে হাজির করে। উনার ভাংগা ভাংগা উচ্চারণে ফরাসি বলা সবাই উপভোগ করে, মাঝেমধ্যে উনি কি বলেন কেউ বুঝেনা। উনি নিজেও বুঝেন বলে মনে হয় না।

কিন্তু উনার উপর ফ্রান্সের মুসলিম কমিউনিটি নাখোশ, নাখোশ অমুসলিম প্রো প্যালেস্টাইনেরাও। তারা উনাকে ইসলামের রিপ্রেজেনটেটিভ মানতে নারাজ, তাই উনার অনুষ্ঠানের ক্লিপে গিয়ে মানুষ উনাকে নিয়ে মজা নেয়, কেউ গালাগালিও করে। কেউ যে উনাকে ঘৃণা করে তা না, হিরো আলমের মতো আর কি। কেউ ভালোবাসেনা, তবে ঘৃণাও করেনা, সমালোচনা করে, হাসিঠাট্টা করে।

তো ফ্রান্সের মিডিয়া প্রো ইসরায়েল, সেখানের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে ৭ অক্টোবর আর হামাস, ফিলিস্তিনে যে এতো মানুষ মরছে তার আলোচনা কেউ করতে রাজি না।

তো এই টিভি টক শো'র প্যারোডি করে একটি ভিডিও বানান কমেডিয়ান MALIK BENTALHA, ভিডিও রিলিজের পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ব্যপক সাড়া পরে, টুইটারে এপর্যন্ত ২৫ মিলিয়ন মানুষ এই ভিডিও দেখেছে, ভিডিওতে ইমাম শালগুমি চরিত্রে মালেক নিজে অভিনয় করেন, অন্যান্য চরিত্রে আছেন একজন প্রো প্যালেস্টাইন, যাকে বলতেই দেওয়া হয় না, বাধা দেওয়া হয়। দুইজন প্রো ইজরায়েলি, যাদের কাজই হচ্ছে ইজরায়েলকে ডিফেন্ড করা আর ফ্রান্সে ইসলামিস্টদের হার বাড়ছে আর করিম বেনজেমা একজন ইসলামিস্ট সেটা প্রমাণ করা। আর আছেন সঞ্চালক, যিনিও প্রো ইসরায়েল, যার কাজই হচ্ছে প্রো প্যালেস্টাইনদের মুখ থেকে হামাস যে একটা সন্ত্রাসী সংগঠন সেটা বের করানো।
সবার অভিনয় এতো সুন্দর আর এতো সাবলীল হয়েছে, আর ভিডির প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাঞ্চলাইন যে আপনি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত হাসি থামাতেই পারবেন না, এমনকি ফ্রান্সের কয়েকজন পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই ভিডিও রিটুইট করছে।

অনেকে মন্তব্য করছেন যে জনগণ যা দেখতে চায় মিডিয়া সেটা দেখাতে পারে না, ফ্রান্সের বেশিরভাগ মানুষ প্যালেস্টাইনের পক্ষে অথচ মিডিয়া ইসরায়েলের, এজন্য এই ভিডিওতে মানুষের এতো আগ্রহ। কারণ এই ভিডিওতে মানুষ যা শুনতে চায় তা প্যারোডির মাধ্যমে বলা হয়েছে।

ফ্রান্সবাসীদের জন্য ভিডিওর লিংক কমেন্টে ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১:০০

কামাল১৮ বলেছেন: যা বলে সেটা যুক্তিপূর্ণ কিনা সেটা দেখার বিষয়।নাকি মুমিনদের মতো বিশ্বাস থেকে বলে।

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮

প্রফেসর সাহেব বলেছেন: আপনি কোন পয়েন্ট থেকে দেখছেন যেটার উপর নির্ভর করে এটা যুক্তিপূর্ণ কি না।

২| ২৬ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:৩০

সামরিন হক বলেছেন: লিংকটা তো দেখছি না।



শুভেচ্ছা রইল।

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

প্রফেসর সাহেব বলেছেন: দুঃখিত, আগে দিতে ভুলে গেছিলাম। এখন দিছি, নিচে চেক করতে পারেন।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:২৫

মৃতের সহিত কথোপকথন বলেছেন: Link নাই

৪| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১২

বিজন রয় বলেছেন: ধর্মকে যারা জীবনের সবকিছু উর্ধে মনে করে তারা মডারেট হতে পারে না।

৫| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১২

বিজন রয় বলেছেন: মডারেট মানে সবাই মিলে সহাবস্থান।

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯

প্রফেসর সাহেব বলেছেন: হাজার বছর ধরে ধর্মকে সবকিছুর উর্ধ্বে মেনেও সহাবস্থান সম্ভব হইছে যুদ্ধও হইছে এখন আপনে একেবারে অসম্ভব বললে তো সেটা মানতে পারবো না।

৬| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৩

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: @বিজন রয়ঃ

এই হিন্দুদের ভাবতে হবে ভোট ও রাজনীতি নিয়ে পোস্টের লেখক কি মডারেট? বাংলাদেশের অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বীরা কি পোস্টের লেখকের মতই মানসিকতা পোষন করেন?

৭| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: জানলাম।

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ

৮| ২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

প্রফেসর সাহেব বলেছেন: Click This Link

৯| ২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬

কাঁউটাল বলেছেন: আংঁরেজি অনুবাদ নাই? ফেরেন্চ ভাষা বুজি না।

২৬ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

প্রফেসর সাহেব বলেছেন: দুঃখিত, ইংরেজি নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.