![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতামত উপস্থাপনকারী একজন সাধারন প্রজা ।
দূর্ভাগ্যজনকভাবে সারা বিশ্বে একটি Myth প্রচলিত যে মুসলিমরা আমেরিকাতে [যুক্তরাষ্ট্র] বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের পরে এসেছে! এই Myth প্রায় সব অমুসলিম ও বেশিরভাগ মুসলিমরই বিশ্বাস, কিন্তু বাস্তবতা সেটা থেকে পুরোপুরিই ভিন্ন!! বাস্তবতা হল আমরা মুসলিমরা আমেরিকাতে অনেক আগে থেকেই ছিলাম, আমরা ইউরোপীয়ানদেরও ৬০৩ বছর আগেই আমেরিকাতে এসেছিলাম!!!
[জানি তথ্যটি হজম করতে সমস্যা হচ্ছে তাই পুরো লেখাটা পড়লে মনে হয় হজমে সুবিধা হবে, ইন-শা-আল্লাহ আশা করি বদ হজম হবে না!]
আমরা মুসলিমরা, আমেরিকাতে বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের অনেক আগেই ছিলাম। উনবিংশ শতাব্দীর শেষ পঞ্চাশোর্ধে আমরা মুসলিমরা ‘Cowboy & Indian’-দের সাথে আমেরিকান ওয়াইল্ড ওয়েস্টদের শান্ত ও স্থির হতে সহায়তা করি। আমরা মুসলিমরা ১৮৬১-১৮৬৫ পর্যন্ত আমেরিকার গৃহযুদ্ধের সময় আমেরিকান ইউনিয়ন রক্ষার্থে যুদ্ধ করেছিলাম। আমরা মুসলিমরা ১৮১২ সালে অস্ত্র হাতে আমেরিকার উপকূলীয় অঞ্চল বৃটিশদের আক্রমণের হাত থেকে রক্ষার্থে প্রস্তুত ছিলাম। আমরা মুসলিমরা আমেরিকার স্বাধীনতা ও বিপ্লবের সময় বৃটিশদের বিরুদ্ধে ১৭৭৬ সাল থেকে যে যুদ্ধ শুরু হয় সেটাতে অংশ নিয়েছিলাম। আমরা মুসলিমরা, যুক্তরাষ্ট্র হওয়ার আগে [১৭৭৬ এর পূর্বে] আমেরিকার দক্ষিণের [আমেরিক তখন দুইটা অংশে বিভক্ত ছিল উত্তর ও দক্ষিন] কৃষির ভিত্তি স্থাপন করি। আমরা মুসলিমরা ষোড়শ শতাব্দীতে Spanish Conquistador [Spanish Conqueror]-দের সাথে আমেরিকাতে অভিযান [Exploration] চালায়। আমরা মুসলিমরা ১৪৯২ সালে যখন কলম্বাস কথিত আমেরিকা ‘আবিষ্কার’ করে তখন আমরা তার সাথেই ছিলাম! আর হ্যাঁ অবশ্যই, আমরা মুসলিমরা, কলম্বাস জন্মানোর বহু আগেই আমেরিকাতে ছিলাম!
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
ওবায়েদুল আকবর বলেছেন: আচার্য ব্যাপার।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
নীল আকাশ আর তারা বলেছেন: এরকম informative লেখা দিলে সোর্স টা দিয়ে দিতে হয় । লেখাটা ভাল হয়নাই। আরেকটু গুছায় লিখলে ভাল হত।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
রুবন্স বলেছেন: what an idea...শেখার আছে বহুত কিছু
৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
মুদ্দাকির বলেছেন: চলেন সামনে তাকাই ............।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
এম আর ইকবাল বলেছেন: ????????????????
৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
নবীউল করিম বলেছেন: আপনার লেখাটার জন্য ধন্যবাদ।
মুসলমানদের আমল ও আকিদা নামতে নামতে এমন এক পর্যায় এসে পৌঁছেছে যে, এই সত্য কথাটা কেউ বিশ্বাস তো করবেই না, উল্টা তীব্র ব্যাঙ্গ কোরবে!
এই কথাটা আমি অনেক আগেই নাগরিক ব্লগে প্রকাশ করেছিলাম। কিছু ব্লগার আছে খুব নিয়িমিত, যাদের কাজ হচ্ছে তির্যক মন্তব্য করা আর যতো রকম ভাবে সম্ভব অপদস্ত করা। কিন্তু অনুসন্ধান করে দেখবে না, কথাটা সত্যি না মিথ্যা।
আজকাল নেটে মোটামুটি সব কিছুই খুঁজে পাওয়া সম্ভব। যেটা প্রয়োজন সেটা হোল আন্তরিকতা ও সত্য জানার ইচ্ছা।
আপনি এখানে লিঙ্ক গুলো না দিয়ে ভালোই করেছেন। যাদের জানার ইচ্ছা আছে তাঁরা খুঁজে নেক। আপনার এই সংবাদটার সাথে আমি আরও একটা সংবাদ যোগ করছি, যেটা জেনে সবাই শুধু ভীমরই খাবে না নির্ঘাত পাগল ঠাউরাবে.........
ইউরোপ যে আর্ট( ভিঞ্চি, গগ, মাইকেল এঞ্জেলো, পিকাসো ইত্যাদির) নিয়ে গর্ব করে, সেই আর্ট গুলোতেও তৎসময় এবং তৎপূর্ববর্তী সময়ের মুসলিম মনিষী ও পৃষ্টপোষকদের সরাসরি প্রভাব ছিল। এটা শুনার পর যে পাঠকের বদন বাঁকা হয়ে গেছে বা যে বাক রোহিত হয়ে গেলো বা যারা মুসলমান শব্দটা শুনলেই বায়ু চেপে রাখতে পারে না তাদের বলছি, নেটে নিউইয়র্ক মিউজিয়ামের কিউরেটরের ভিডিয় সমৃদ্ধ বয়ান পাওয়া যায়, যেখানে উনি বেশ কিছু মরডান আর্ট বোদ্ধাকে এই বিষয়ে বয়ান করছে প্রমান সহকারে! খুঁজে নেন........................
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪
রুবন্স বলেছেন: ভাই আমি আসলে পাঠক ক্যাটাগরিতে আছি বলতে পারেন, গবেষক ক্যাটাগরিতে পরি নাই। জানার অভাব আছে অনেক। সখ করে ভাল লেগেছিল কারো এই পোস্টটি সেটাই আমি কপি করে নতুন ব্লগার হিসাবে পোস্ট করেছিলাম প্রথম দিকে। আমি বুজতে পারেছি ব্লগ বা অনলাইনে অনেক অভিজ্ঞ, জ্ঞানী তথ্য ভান্ডার সমৃদ্ধ লেখক ও পাঠক আছেন। উনারা আমার নিজের কাছে একটি ভাল লাগা পোস্ট শেয়ার করাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সংবাদের সত্য মিথ্যা আমর থিকে ব্লগার রাই অনেক বেশী জানেন। পোস্টের এই সংবাদটা কোথায় যেন পরেছিলাম সেটা মনে নেই তাই লিংক শেয়ার টা এখন আর দিতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। আর কষ্ট করে মূল্যবান সময় থেকে আমার ব্লগ পোস্ট টি পরে এবং মন্তব্য করে আমাকে উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ ।
৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
আশফাকুল তাপস বলেছেন: এইটুক একটা লেখায় মোট ১১ বার "আমরা মুসলিম" (একসাথে) কথাটা ইউজ করা হইসে।এজ আ ম্যাটার অফ ফ্যাক্ট প্রতিটা লাইন শুরু হইসে "আমরা মুসলিম" দিয়ে।কোন দাবীর সপক্ষে কোন রেফারেন্স দেয়া হয় নাই।মূল দাবী অর্থাৎ কলম্বাসের আগে "আমরা মুসলিম" সেখানে ছিল সেটা আসছে সবার শেষে,তাও এক্সাক্টলি কত সাল থেকে সেটা উল্লেখ করা হয় নাই।
সব মিলায় একটা থার্ড ক্লাস গার্বেজ লেখা।এগুলি অশিক্ষিত মানুষের ওয়াজ মাহফিলে হুজুররা বলে বোকাসোকা মূর্খ মানুষগুলিকে উত্তপ্ত করতে পারে,এর বেশি কিছু হয় না।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
রুবন্স বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: বদ হজম হয়েই গেল......
....দেখি আপ্নার পোষ্টটা ওবামারে ফরোয়ার্ড করে দিয়ে পরের বছর হতে 'কলম্বাস ডে' এর বদলে 'মুসলিমস ডে' পালন করার প্রস্তাব দেই।