![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতামত উপস্থাপনকারী একজন সাধারন প্রজা ।
সম্প্রতি ব্লগার ২৮ বছরের তরুণ নাজিমুদ্দীন সামাদ পুরান ঢাকার বাহদুর শাহ পার্কের কাছে অজ্ঞাতনামা হামলাকারীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী নিজের ফেসবুক পেজে বরাবরই ইসলামি চরপন্থিদের বিরুদ্ধে লোখালেখি করতেন। তার প্রোফাইলে লেখা ছিল,‘আমার কোনো ধর্ম নাই।’
এখন আমার প্রশ্ন হল ধর্ম বিষয়ক স্পর্শ কাতর ব্যাপারে লেখালেখি করার অভিজ্ঞতা কতটুকু ছিল তার। আর ইদানিং দেখা যায় ধর্মবিরোধী কোন লেখালেখি করাটা আমাদের যুবকদের একটা স্টাইল। আরে ভাই আমরা সকলেই ধর্ম নামে উগ্রবাদী ধ্যানধারণার বিরোধী। কোন সভ্য শিক্ষিত মানুষ সেটা পছন্দ করেনা। তাই বলে আমরা ধর্মত্যাগী না। ধর্ম ব্যাপারে আমাদের সবার দৃষ্টিভঙ্গি বিভিন্ন থাকতে পারে কিন্তু বিদ্বেষী মনোভাবি নই। তাই এসব ব্যাপারে অল্প বয়সে স্টাইল মার্কা লিখালেখি না করে শিক্ষা মূলক লিখা লিখলে হয়ত এমন দুর্গতি এরিয়ে যাওয়া সম্ভব। এর সাথে ব্লগার হত্যার মতো জঘন্য কাজ যারা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবী করছি।
২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১
রুবন্স বলেছেন: পরামর্শ হুমকি হয় সেটা আপনার কাছে জানতে পারলাম। আর যদি বারবার নির্দিষ্ট কারনে ভিক্টিম টার্গেট হয় তবে কারনটা দৃষ্টিগোচর করাটাই যুক্তিযুক্ত মনে করি। স্পর্শ কাতর বলে কিছু ব্যাপার থাকে যেটা এড়িয়ে লেখালেখি করাটাই বোধহয় রুচী সম্মত। আর একটা বিষয় ফেসবুক স্ট্যাটাস দিলে কেও ব্লগার হিসেবে পরিচিতি পায় সেটা জানা ছিল না কারন ভিক্টিমের কোন ব্লগিং পড়ার সৌভাগ্য আমার হয়নি তাই তার লেখা নিয়ে বিশধ আলোচনা করার উপায় নাই। যদি আপনার জানা মতে কোন ব্লগিং এ লেখা পান তো দয়া করে জানাবেন। সবশেষে আমার মতো অদক্ষ মানুষের লেখার উপর আপনার মূল্যবান মতামত দানের জন্য আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২
সোজোন বাদিয়া বলেছেন: আপনি ব্লগার হত্যাকাণ্ডকে জঘন্য বলেছেন, বিচার দাবি করেছেন সেটি ভাল। তবে যখন লেখেন, "তাই এসব ব্যাপারে অল্প বয়সে স্টাইল মার্কা লিখালেখি না করে শিক্ষা মূলক লিখা লিখলে হয়ত এমন দুর্গতি এরিয়ে যাওয়া সম্ভব। " তখন কিন্তু আপনি নির্যাতীতকেই দোষ দেন, "You blame the victim." কারো "স্টাইল মার্কা" লেখা পছন্দ না হবার, ঘৃণা করার এবং তীব্র নিন্দা করার অধিকার আপনার সম্পূর্ণ আছে। কিন্তু যখন এমন পরামর্শ দেন তখন সেটি হুমকি এবং প্রতিহিংসা হয়ে দাঁড়ায়। দুঃখিত এটির প্রশংসা করতে পারছি না।