![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের জন্য সত্যকে অনুভব করার চেষ্টা করি।
লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন এই দেশে জন্মগ্রহণ করে নিজেকে খুব ধন্য মনে করি। আর গর্বে বুক ভরে যেত। জন্মের পর থেকেই স্বাধীনতার সুফল ভোগ করতে থাকি প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে। যা আমার পূর্ব পুরুষেরা আমাদের জন্য রেখে গেছে।
পড়াশুনা শুরু থেকে যা শুনতাম। পড়াশুনা শেষ করে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে দেখলাম স্বাধীনতার সুফল ভোগ করার আরেক মহাউৎসব। আমি তো খুশিতে আত্মহারা। এই তো আমাদের স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসেবে কিছু পাওয়ার সুবর্ণ সুযেগ। স্বাধীন দেশে স্বাধীনভাবে চাকুরী করতে পারবো।
তাই ছুটে গেলাম সেখানে। কিন্তু সেখানে আমার বাবা বা দাদার কারও নাম উল্লেখ নেই। তাই ভারাক্রান্ত মন নিয়ে লজ্জায় মুখ ঢেকে চলে আসলাম। আর মনে মনে বাবার উপর প্রচণ্ড অভিমান হচ্ছিল।
তাহলে আমার বাবা কি রাজাকার ছিল? কিন্তু বাবা তো কোনদিন তার রাজাকারীর কথা আমাকে অবহিত করেনি। হতেই পারে। কোন বাবা তার রাজাকারীর কথা তার সন্তানের সামনে প্রকাশ করবে না এটাই স্বাভাবিক। তাই এবার আমার বাবার রাজাকারীর মুখোস উন্মোচন করতে বেরিয়ে পড়াল। কারণ, আমার বাবা বলে কি হবে? আমি তো নতুন প্রজন্ম। বাবা রাজাকার হলেও তাকে কোন অবস্থাতেই ছাড় দিতে রাজী নই।
কিন্তু একি দেখলাম। রাজাকারদের তালিকাতেও আমার বাবার নাম নেই। তবে ১৯৭১ সালে মাহান স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাবা কি ছিল?
তাহলে আমারা বাংলাদেশে কোন কোটাতে চাকুরী পাবো? যদি থেকে থাকে তাহলে তা জানতে চাই। যদি না থাকে, তাহলে কোন অপরাধে আমাকে কোটার বাহিরে রাখা হলো? কেন আমাকে বঞ্চিত করা হলো? কথিত মুক্তিযোদ্ধার ঘরে জন্মগ্রহণ না করাই কি আমার অপরাধ? আর যারা কোটার নামে চাকুরী পাচ্ছে তারা কি মুক্তিযোদ্ধাদের ঘরে জন্মগ্রহণ করে পুণ্যের কাজ করল?
১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২
বিষণ্ন মন বলেছেন: আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিল না রাজাকার?
আমার বাবা যদি সুবিধাবাদী এবং সুযোগ সন্ধানী হয়ে থাকে তাহলে তৎকালীন সময়ে সাড়ে ৭কোটি মানুষের মাধ্যে প্রায় ৫কোটি মানুষও তাই ছিল। কারণ তাদের নামও মুক্তিযোদ্ধা অথবা রাজাকারের তালিকায় নেই।
২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩০
সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।
১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২
বিষণ্ন মন বলেছেন: সহমত
৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬
অপরাজিতা হিমু বলেছেন:
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারো যুদ্ধে যেতে হবে............
এই যুদ্ধ অধিকার আদায়ের
কোটা প্রথার অভিশাপ থেকে মুক্তির যুদ্ধ
কোটা প্রথা নিপাত যাক................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ রাত ১:০৮
আহমদ শরীফ বলেছেন: সুবিধাবাদী এবং সুযোগ সন্ধানী ।