নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমানা

স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নে বাস করি না ।

রুমানারাজ

নিজের উপর সব সময় বিশ্বাস রাখি ।

রুমানারাজ › বিস্তারিত পোস্টঃ

''সেই সময়'' অসম্ভব সুন্দর একটা উপন্যাস.........

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

সুনীল গঙ্গোপাধ্যায় এর ''সেই সময়" পড়েছেন কি? অসম্ভব সুন্দর একটা উপন্যাস। অথবা বলা যায় ইতিহাস + উপন্যাস। কিছুদিন আগে শেষ করলাম। অনেক ভাল লাগলো বইটা। এত সুন্দর আর তথ্যবহুল উপন্যাস মনে হয় আগে কখনো পড়িনি। অনেক অজানা কিছু জানলাম বইটা পড়ে। পুরোটা সময় যেন আমি ১৮৪০-১৮৭০ সালের ভিতর ছিলাম। যেন ওই সময় এর একজন নিরব দর্শক ছিলাম আমি। ঐতিহাসিক চরিত্র গুলা যেন আমার পাশ দিয়ে চলাফেরা করেছে। এত সুন্দর একটা উপন্যাস এর জন্য আপনাকে ধন্যবাদ জানানোর কোন সুযোগই পেলাম না। কিন্তু মন থেকে শ্রদ্ধা জানাই।



যারা গৎবাঁধা ইতিহাস এর বই পড়তে পারেন না, কিন্তু ওই সময় এর ইতিহাস জানতে চান তারা বইটা পড়ে দেখতে পাড়েন। অবশ্যই ভাল লাগবে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

রুবাইয়াত স্বপ্নীল বলেছেন: Okk..will read it as soon as possible..tnx :)

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

রুমানারাজ বলেছেন: পরে দেখতে পারেন। আশা করি ভাল লাগবে.......:)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

shfikul বলেছেন: অনেক আগে পড়েছিলাম।কি পড়েছিলাম মনে নেই।ঘড়ে আছে।আবার পড়বো তাহলে।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

রুমানারাজ বলেছেন: ভুলে গেছেন :( । ছোটবেলায় পড়ছিলেন নাকি ভাই? আবার পড়তে পারেন..........:)

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

কালা মনের ধলা মানুষ বলেছেন: যতদিন ধরে পড়ছিলাম, ততদিন যেন মোহগ্রস্থ ছিলাম !!!

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

শরৎমেঘ বলেছেন: পড়তে ইচ্ছুক। নেটে কি এর পিডিএফ ভার্সন পাওয়া যায়? থাকলে লিঙ্ক দিয়েন।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

রুমানারাজ বলেছেন: জি ভাই আমিও... @কালা মনের ধলা মানুষ

পাইলে অবশ্যই দিব।আপনি নিজেও খুঁজে দেখতে পারেন........... @শরৎমেঘ

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

শার্লক বলেছেন: পড়ে দেখতে হবে তো। শীর্ষেন্দুর দুরবীনটা খুব ভাল লাগছিল আমার। এখনো চরিত্রগুলি ভাসে আমার চোখে।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

রুমানারাজ বলেছেন: দুরবীন আমার পড়া হয় নাই এখনো,কিন্তু পড়ব।অনেক শুনছি এটার কথা......।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.