![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৬ বছর যাবত গ্রামীনফোন ব্যবহার করে আসছি, প্রথম ৪ বছর গ্রামীনফোনের অন্ধভক্ত ছিলাম । সেই সময়গুলোতে গ্রামীনফোনের বিরুদ্ধে কোন কথা শুনলেই সঙ্গে সঙ্গে তার প্রতিউত্তর দিতে কখনই ভুলিনাই । কিন্তু গ্রামীন ইন্টারনেট যেদিন থেকে ব্যবহার শুরু করলাম, তখন থেকে ওদের উপর কেন জানি ধীরে ধীরে একটা প্রবল ঘৃণার সৃষ্টি হওয়া শুরু করল । এখনো ওদের বিরুদ্ধে আমার অবস্থান দেখে নিজেই নিজেকে চিনতে পারিনা । কিন্তু সত্যি ওদের প্রতি এক সময় অনেক অনেক ভালবাসা ছিল । এখন কিসের আরো ভালবাসা থাকবে, ঘৃণা রাখার জায়গা পাইনা । ঘৃণার শুরুটা ছিল এরকম, গ্রামীন ইন্টারনেট ব্যবহারের প্রথম দিকে একদম কম স্পীড পেতাম, হঠাত একদিন অভিযোগ করে ভাল ফল পেলাম । ওরা গ্রাহকের সম্মান দিতে ভালই জানে, তারপর থেকে কোনো সমস্যা হওয়া মাত্র ওদের জানাতাম, ২-৩ দিনের মধ্যেই স্পীড ভাল হয়ে যেত । কিন্তু যখন থেকে ওরা ওদের ব্র্যান্ডের মডেম বিক্রি শুরু করল, তার ২-৩ মাস থেকে নেটের স্পীড একদম কম পাওয়া শুরু করলাম । তখন বুঝলাম, ওরা আর ওদের গ্রাহক এর দিকে তাকাচ্ছে না, তাকাচ্ছে শুধু টাকার দিকে । কারন ওদের দাবি যে, ওরা EDGE সারভিস প্রদান করে, যার স্পীড হওয়া উচিত ২৩৬ কেবিপিএস অরথাত ২৯.৫ কিলো বাইট/ সেকেন্ড । আমি আগে মোটামুটি ২০-২২ কিলো বাইট/ সেকেন্ড পাচ্ছিলাম, আর মাসিক ৯৭৭ টাকা করে দিতাম । কিন্তু তারা ২৯.৫ এর জায়গায় ২০ তো দূরের কথা, এখন ১০-১২ কিলো বাইট/ সেকেন্ড হলে নিজেকে সৌভাগ্যবান মনে হয়, কারণ মাঝে মাঝে ২-৩ এও সন্তূষ্ট থাকতে হয় ।
ওদের সমস্যা টা কি????
এরপরে আসা যাক মোবাইল কল এর সমাচার এ, ওরা মাঝে মাঝেই অনেক সুন্দর সুন্দর অফার দেয় । আমি শুধু একটা উদাহরণ ই দিব (আমার লেখাটা অন্তঃস্থ হলে এরকম অনেক অফার ই খুজে পাবেন ওদের)। কিছুদিন আগে ওরা একটা অফার দেয়, যেটাতে লিখা ছিল যে, ON লিখে পাঠালেই ৯৯ পয়সায় জিপি-জিপি কথা বলা যাবে । বেশ ভাল কথা । অধিক আগ্রহের সাথে অফারটি চালু করলাম । করে ই দেখি যে, নিচে ছোট্ট করে লেখা যে, এই কল রেট পেতে হলে ৫০ টাকার কথা বলতে হবে । মেজাজ উঠল চরমে! ওম্নি আমার পুরান ওয়ারিদ সিমটা চালু করলাম শুধু কল করার জন্য, আর গ্রামীন শুধু ইনকামিং এর জন্য রাখছি, কারন আমার গ্রামীন এর নম্বর টা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর সবাই নম্বরটা জানে, তাই নম্বর টা পরিবরতন করা সহজ মনে করলাম না ।
আর একটা ঘটনা, মন মেজাজ তো গ্রামীন এর উপর এমনি তেই চড়তি! এমতাবস্থায় সুখের সংবাদ শুনলাম যে গ্রামীন এর কল রেট কমছে ।আবারো অতি উতসাহের সহিত অফার চালু করলাম, করে ই দেখি যে নিচে ছোট্ট করে লিখা যে ‘আপন ‘ এবং ‘ডিজুস ‘ এ প্রথম মিনিটে ৯ পয়সা এবং ‘সহজ ‘ এবং ‘বন্ধু ‘ এর ক্ষেত্রে প্রথম মিনিটে ৩০ পয়সা কাটা যাবে, অম্নি যথারীতি মেজাজ চরমে ! তখন ই এই ব্লগটা লিখতে বসলাম । এসব Cheating বুদ্ধি যাদের মাথা থেকে আসে হয়তবা তাদের গালে মন শান্তি করে থাপ্পড় লাগাতে পারবনা ঠিক ই, কিন্তু এটা লেখাতে কিছুটা রাগ অন্তত কমবে, তাই লিখতে বসা…
আমি জানি, এই চরচা শুধু গ্রামীন ই করেনা অন্যান্য অপারেটর ও করে । আমার বক্তব্য হল যে, যেখানে বাংলাদেশ এর শতকরা ৬০ ভাগ জনগণ মোটামুটি অশিক্ষিত,তাদের ২০ ভাগ এর বেশি জনগণ কিন্তু মোবাইল ঠিক ই ব্যবহার করে –
“সুতরাং এই চরচা কে কি Cheating/Fraud এর আওতায় ফেলা যায়না??? ”
এটি একটি জাতীয় সমস্যা, এর সুরাহা-ই বা কি??
আপনাদের কাউরো জানা থাকলে, অনুগ্রহপূরবক বর্ণন করবেন ।
১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৪১
রুসাফী আলম বলেছেন: কি লোভ করলাম ভাই??
২| ১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৩০
টুটুল বরকত বলেছেন:
ভালো সমস্যা ধরেছেন ।
আজ যদি তারেক বা জয় এর মালিকানায় থাকত পাবলিক কত কি যে কইত ।
জয় ইউনুছের জয় ।
১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৪২
রুসাফী আলম বলেছেন: কমেন্ট ভাল লাগল
৩| ১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৩০
ড্রীমার বলেছেন: সেইম ভিক্টিম আর সেইমভাবে ধরা (৫বছর ধরে ইউজ করছি আর সবাই জানে নাম্বারটা)
৪| ১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৪১
অলস_আমি বলেছেন: ড্রীমার বলেছেন: সেইম ভিক্টিম আর সেইমভাবে ধরা (৫বছর ধরে ইউজ করছি আর সবাই জানে নাম্বারটা) .......
আমিও ভাই একই পথের পথিক
৫| ১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৩
গানার বলেছেন: ছোট করে লেখা Call Setup Charge এক জাতীয় প্রতারণা। কেনইবা দরকার এটার??
এটা কি কোন উপায়ে কল রেটের সাথে হিসাব করে রাখা যেত নাহ (
৬| ১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৫
মাসুদ রশিদ বলেছেন: হুমম.. বুঝলাম। সহমত
৭| ১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৫
সাইফুর বলেছেন: এইবারোও কি ভন্ডামি নাকি?
১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৫০
রুসাফী আলম বলেছেন: রেট অনেক কমাইছে, কিন্তু ভন্ডামি ছাড়েনাই
৮| ১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৫০
হেমন্তের ঘ্রাণ বলেছেন: কাউরেই আর বিশ্বাস হয় না । " শর্ত প্রযোজ্য " কথাটার মানে বোঝার পর ই মেজাজ চরমে উঠে ! আমি খালি ইনকামিং এর জন্য গ্রামীণ রাখি। আর রাখি ইন্টারনেট এর জন্য ( p6 package) । যথারীতি ১২কিলোবাইট/সেকেন্ড ম্যাক্সিমাম স্পিড !
আর এভারেজ ৪-৫ কিলো !
৯| ১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৭
একাকী বালক বলেছেন: gp r CEO ekta valo kotha bolchay. ja suru hoichay subscriber ra lavoban hobay but sector r jonno khub khotti hocchay. 100% sotto kotha bolchay. telco sector ta shesh bd r.
১০| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:০০
শহিদুল ইসলাম শ্যামল বলেছেন: মোবাইল কোম্পানিগুলা সবই কুত্তার বাচ্চা ।আর এদের সাথে হাত মেলায় আমাদের রাজনীতিবীদ কুত্তাগুলা ।
১১| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:০৭
জাতি জানতে চায় বলেছেন: আমাদের অনেককেই বাধ্য হয়েই হারামীরফোন ইন্টারনেট ব্যবহার করতে হয়!! এসব হারামীরফোনকে ন্যায্য সার্ভিস দিতে বাধ্য করার জন্য সরকারের তদারকি টিম গঠন করা উচিত!! এড চরম হইছে+++++++++++
১২| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:২৫
সামিউর বলেছেন: সাইফুর বলেছেন: এইবারোও কি ভন্ডামি নাকি?
১৩| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:২৬
সায়েন্স জোন বলেছেন: Aro kicu acay paile daikhen & apnar post a add koira diYen image gula
Click This Link
১৪| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:২৬
গোলাম মাওলা ডলার বলেছেন: মোবাইল কোম্পানীগুলারে দোষ দিয়ে কি লাভ?
আসল দোষতো আমাদের রাজনীতিবিদদের। শালাদের স্বার্থ হাশিলের জন্য মোবাইল কোম্পানীগুলা সুযোগ পাইছে।
আমি গ্রামীনকে ইনকামিং এবং সিটিসেল ও বাংলালিংক এর পিসিও কে আউটগোয়িং হিসেবে ব্যবহার করি।
১৫| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৩০
অপ্রিয় সত্য ৭০০ বলেছেন: +
১৬| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৩০
সায়েন্স জোন বলেছেন: জিপি এর সকল হতভাগা উইজার এবং যারা জিপির হাত হতে পালিয়ে বাঁচতে পাইছেন সকলের জন্য একটি ফেসবুক গ্রুপ প্লিজ জয়েন কইরেন-
Click This Link
১৭| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৩২
লিয়াকত আলী খান বলেছেন: ভাই citycell ব্যবহার করতে পারেন। কোন ঝামেলা নেই। যেই অফারই দিক, ২৪ ঘন্টা এক রেট। আর আমার Huawei C5320 handset দিয়ে Zoom internet চালাচ্ছি। মডেমের Speed 115.2 kbps, তা দিয়ে ভালই চালাচ্ছি। অন্তত গ্রমিণফোনের থেকে অনেক ভাল। আর খরচ:- এক মাসে 300 MB = ১১৫ টাকা 1GB = ৩১৭ টাকা
১৮| ১৬ ই মার্চ, ২০১০ রাত ২:০৪
কথক পলাশ বলেছেন: Citycell Zoom ব্যবহার করে সন্তুষ্ট আছি। শহরের কি অবস্থা জানিনা, মফস্বলে আমার Download Speed, average এ 18-20 KBps থাকে। এখানে GP Speed 10-12 KBps এর বেশি পাইনি কখনো। আমার বড় ভাই GP Internet ব্যবহার করে। এসপ্তাহেই তিনিও Zoom কিনবেন।
১৯| ১৬ ই মার্চ, ২০১০ রাত ২:২৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সহমত। এই প্রথম মিনিটে এক্সট্রা চার্জ রাখার যৌক্তিকতা আমি খুজে পাই না। মন চায়, মার্কেটিং এর যেই হালারা এইসব ফাইজলামি মার্কা প্যাকেজ ডিজাইন করে তাগরে ধইরা থাপড়াই।
যাই হোক, তারপরেও ওভারঅল কল চার্জ কমাইছে সেইটাই শুকরিয়া।
জিপিতে সাড়ে চার বছর চাকরি করছি। চাকরি ছাড়ার পড় থেকে ওয়ারিদ ব্যবহার করি। ফ্ল্যাট রেট প্যাকেজ, ৯০ পয়সা/মিনিট। আর ওয়ারিদে করলে ৪৫ পয়সা/মিনিট। এইটাই ভাল।
২০| ১৬ ই মার্চ, ২০১০ ভোর ৬:৪৪
অক্টোপাস বলেছেন: গ্রামীণ ব্যবহার পুরোপুরিই ছাড়া উচিত।
অবশ্য যারা নিজেকে ভিভিভিআইপি মনে করে বলেন: "আমার গ্রামীন সিমটা অনেক পুরোনো এটা বদলানো যাবে না".. এমন বলদের কথা আলাদা।
কারণ, এই বলদগুলোর জন্য জিপি ফাজলামোর সুযোগ পাচ্ছে এবং তারা আরো বেশি বদল হচ্ছে।
এটা হচ্ছে বলদের দুষ্ট চক্র!!!
২১| ১৬ ই মার্চ, ২০১০ ভোর ৬:৪৭
অক্টোপাস বলেছেন: শহরে থেকে যারা জিপি ব্যবহার করে তাদের কে বদল ছাড়া আর অন্য কিছু মনে করার সুযোগ নেই। মূলত: এগুলোর জন্যই জিপি "বদলের দুষ্ট চক্র" বজায় রাখতে পারছে!!
২২| ১৬ ই মার্চ, ২০১০ সকাল ৭:০১
ডিজিটালভূত বলেছেন: গ্রামীণ-কে ঘৃণাসহ মাইনাস
২৩| ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৫
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কল সেটাপ চার্জ গ্রামীনের দেখাদেখি বাংলালিংকও চালুকরছে। শালা হারামীর বাচ্চারা
২৪| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১০:০৬
শওকত বলেছেন: মোবাইল কোম্পানিগুলা সবই কুত্তার বাচ্চা ।আর এদের সাথে হাত মেলায় আমাদের রাজনীতিবীদ কুত্তাগুলা আর পত্রিকাওয়ালা শালারা।
গ্রামীণ-কে ঘৃণাসহ মাইনাস
২৫| ১৮ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৫
আশীষ কুমার বলেছেন: ম্যালাদিন হলো পোস্ট দিছেন। এতদিনে নিশ্চয়ই আওটগোয়িং নাম্বারটা সবাই জেনে গেছে। তাহলে ফেলে দিন আপানার জিপি সিম। জানি, তা করবেন না। তা করতে পারলে আর জিপি এই করার সাহস পায় না। তবে জিপির সার্ভিস অন্য সবার চেয়ে অনেক ভাল।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:২৬
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: অতি লোভ করলে এমনতো হইবই