নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

''বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র''

বোধি লাভ এর অপেক্ষায়

রাশমী

সবসময় দ্বিধান্বিত

রাশমী › বিস্তারিত পোস্টঃ

ইমন জুবায়ের! আপনার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

ফেব্রুয়ারির এই উত্তাল সময়ে ও ব্লগে আসতে মন চাইতো না!! আপনার ইহলোক ত্যাগের পর মনে হ্য় ৮/১০ টা লেখা পড়েছি!! অথচ আগে নিয়মিত আপনার লেখা পড়ার পর কেমন যেন উৎসাহ নিয়ে প্রচুর পড়েছি!! কেমন জানি ওষুধের কাজ যেন!! পড়ার নেশা যোগাতো আপনার লেখা!



আপনার ব্লগ পড়া হয় আমার এখানে নাম লেখানোর আগে থেকেই!! অনেক বন্ধু এখানে লিখলেও উৎসাহে ব্লগে নাম লেখালেও আপনার পোস্টে কমেন্ট করা যেন জরুরি ছিল! আজকে ১ মাস ৩ দিন আপনার নতুন কোনো লেখা নেই!! এখন পেপার পড়তেও মজা নেই যেন। আপনি বেঁচে থাকলে আজ অন্তত ৩০ টা নতুন লেখা পেতাম!!



আমি মুলত আপনার গল্পের ভক্ত! আমাকে উৎসর্গ করে একটা গল্প ও আছে আপনার! ক্ষুদ্র পরিচয়ে আপনি আমার পছন্দের বিষয় বুঝে গেলেন!!



ইতিহাস, লালন, মিস্টিসিসম,মিথোলজি এগুলো যেন একেকটি অবশ্য পাঠ্য!!



ব্যাক্তি হিসেবে মনে হয়েছে এমন একজন রহস্যমানব যিনি সবার মন জয় করেন নিমেষে!!



অনেক ইচ্ছা ছিল যে আজকে আপনার জন্মদিনে রেজোয়ানা আপুদের মত পোস্ট দিবো ! কিন্তু আমি বলব আমার ভাগ্যর নির্মম পরিহাস যে ইহলোকের ইমন জুবায়ের কে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারিনি!!



আপনি ভাল থাকুন ইমন জুবায়ের, যেখানেই থাকুন যেন ভাল থাকেন সেটাই আমার প্রার্থনা!!









মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

রাশমী বলেছেন: :(

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

ফারমার বলেছেন: ইমন জুবায়ের বিনা চিকিৎসায় মারা গেছেন; ব্লগার হিসেবে, এ ব্যাপারটা সবার বুঝার দরকার আছে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

রাশমী বলেছেন: সহমত!!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

আরজু পনি বলেছেন:

শ্রদ্ধান্জলী নয়, শ্রদ্ধাঞ্জলি হবে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

রাশমী বলেছেন: সংশোধন করা হল!! :)

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: ইমণভাইয়া ভালো থাকুক!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

রাশমী বলেছেন: আমার প্রার্থনা ও তাই!

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

তাসজিদ বলেছেন: আপনি ভাল থাকুন ইমন জুবায়ের, যেখানেই থাকুন যেন ভাল থাকেন সেটাই আমার প্রার্থনা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

রাশমী বলেছেন: আমার প্রার্থনা ও তাই!

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯

একজন আরমান বলেছেন:
ওপারে ইমন ভাই যেন ভালো থাকে সেই কামনাই করি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

রাশমী বলেছেন: সেই কামনাই করি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.