![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ছেলে ও একটি মেয়ে একে অপরকে খুবই ভালোবাসে।
ছেলেটি মেয়েকে এবং মেয়েটি ছেলেকে মন প্রান দিয়ে ভালোবাসে।
তবে ছেলেটি সবথেকে বেশি ভালোবাসে তার পরিবারকে যার কারনে মেয়েটি ছেলেকে আরে বেশি ভালোবালে। ছেলেটির আবার অনেক মে বন্ধু আছে যা মেয়েটি পছন্দ করত না। সবসময় সে চাইত ছেলেটি যেন সর্বদা শুধু তাকে নিয়ে ভাবো। তাদের ভলোবসায় কোন লোভ-হিংসা বা কোথাও ত্রুটি ছিল না।
সত্যিকারের ভালোবাসায় যতটুকু দরকার ছিল সব ছিল তাদের মাঝে।
কিন্তু হঠাৎ করে এক কালবৌশাখির ঝর তাদের ভালোবাসার মাঝে এসে এমনভাবে আছরে পরল যার ফলে তাদের মা্ঝে বিরাট বাধা এসে দাঁরাল।
মেয়েটা অনেক চেষ্ঠা করলেও ছেলের খোঁজ নিতে পারছে না,আর ছেলে্টা ইছছে থাকা সত্তেও তার সাথে যোগাযোগ করতে পারবে না।
তারা দুজনই আগের মত এখনো রাত জাগে পুরো রাত পার করে তবে এবার কথা বলে নয়। তারা দুজনই মহান আল্লার উপর হাত তুলে অপেক্ষা করছে আর হয়ত ভাবছে কোন এক ভাবে আল্লার তাদের সহায় হবেন।
পরিবার হয়ত তাদের সেই সুযোগ দিবেন। কারন তারা পরিবারকে খুশি তাদের ভালো থাকার কথা ভেবে যেহেতু সব মেনে নিয়েছেন।
আর নাতো হয়ত তারাও সমাজে যা আজ ঘৃনিত ( জীবন ত্যাগ ) করবে। এটা তারা কখোনো চায়নি।
আল্লাহ তাদের সহায় হোক।এই প্রর্থনা করা ছারা আমাদের কিছুই করার নেই।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
কওছার বলেছেন: এটা সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
অর্বাচীন পথিক বলেছেন: লেখাটা পড়ে একটাই প্রশ্ন করতে হচ্ছে করছে। এটা কোন সত্যিয় ঘটনা কে কেন্দ্র করে লেখা ?? না কি এমনি লিখেছেন ??