![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের জনপ্রিয় Musicians Band
""
LRB"""
"""AURTHOHIN"""
Band সবচেয়ে দুজন পরিচিত ব্যাক্তি ""আইয়ুব বাচ্চুর""' সাথে অর্থহীনের চলছে কাঁদা মারামারি যা দেশের ভাবমূতি বিনষ্ট হচ্চে ।
অর্থহীনের দেয়া একটি সাম্প্রতিক ফেইসবুকে স্ট্যাটাস দেখুন নিচে কপি করে দেওয়া হল :
Aurthohin
অনেকেই আমার শেষ স্ট্যাটাসটার আসল মর্মটা ধরতে পারেন নি। আমি সেখানে আইয়ুব বাচ্চুর অর্থহীন সম্বন্ধে তার মনোভাব প্রকাশ করেছি। আমি জানতে চেয়েছিলাম আপনাদের কি মনোভাব অর্থহীন কে নিয়ে। আপনাদেরও কি মনে হয় যে অর্থহীন বাংলা মিউজিকে নতুন কোন মাত্রা যুক্ত করেনি? যাইহোক, আজকে সেই ইন্টারভিউ সংক্রান্ত কিছু কথা বলছি অ্যাজ প্রমিসড!
বেশ কয়েক বছর আগের কথা। এলআরবি ব্যান্ডের একটা ইন্টারভিউ আনন্দধারা ম্যাগাজিনে ছাপা হয়। সেখানে এলআরবি তাদের ব্যান্ডের কথা বলতে বলতে হঠাত আমাকে এবং অর্থহীন ব্যান্ডকে আক্রমন করা শুরু করে! স্ট্যাটাসের সাথে ইন্টারভিউ এর একটা স্ক্যান্ড কপি দিলাম। এটা পড়লেই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে।
তারপরেও আমি তাদের কিছু ইন্টারভিউ এ দেয়া কথাবার্তা নিচে আপনাদের সুবিধারতে তুলে ধরার চেষ্টা করলাম...
======================
আইয়ুব বাচ্চুঃ নতুনদের যদি আমরা সিনিয়ররা সাপোর্ট না দিই, তাহলে ওরা বেড়িয়ে আসবে কিভাবে? এটাই কারন।
স্বপনঃ কিন্তু বস অর্থহীনের সুমন তো বলে নাকি আইয়ুব বাচ্চু পারসোনালি নতুনদের কোন সুযোগ দেয় না! এটা পারটিকুলারলি এই সুমন বলে বেড়ায়। এটা মনে হয় আপনাদের সবার জানা উচিত।
আনন্দধারাঃ আমি এটা শুনিনি। অর্থহীনের সুমন এমন কিছু বলেছে কিনা জানিনা। তবে জানি সুমন নিজেও নতুন ব্যান্ডেদের নিয়ে কাজ করেন, যেভাবে এলারবি নতুনদের হেল্প করে। এলআরবি বা আইয়ুব বাচ্চুকে কাছে থেকে চিনি, আমি দেখেছি নতুন ব্যান্ড বা নতুন কোন সিঙ্গারকে কিভাবে সুযোগ করে দেয়া হয়।
আইয়ুব বাচ্চুঃ সুমন যদি এমন কমেন্ট করে বেড়ায় আমাকে বা এলারবিকে নিয়ে, করতেই পারে। ওর সে যোগ্যতা আছে। কারন ও বেইজটা ভালই বাজায়। কিন্তু এভাবে কমেন্ট করে বেড়ালে যেটা হবে সেটা হচ্ছে কোন মিউজিশিয়ান হয়তো কারো পাশে গিয়ে দাঁড়াবে না। যেমন লাস্ট কনসার্টে ব্ল্যাকের মিরাজের পাশে এসে দাড়িয়েছিলাম আমরা সবাই। এমনটি হয়তো আর হবেনা যদি সুমন দের সংখ্যা এভাবে বেড়ে যায়। আর যদি এমন মন্তব্য শুনি আমরা, তাহলে কি কারো পাশে গিয়ে দাঁড়ানো যায়?
আর একটা কথা সাধারন পাঠক এবং শ্রোতাদের জন্য বলি- amadergaan.com- এ যা বলা হয়, তা-ই যেন সবাই না জেনে না বুঝে বিশ্বাস না করেন। এটা সুমন পরিচালনা করে। বহিঃবিশ্বে বাংলাদেশ এবং বাংলা গান সম্পর্কে ভুল ধারনা দেয়ার অধিকার ওদের নেই। বাংলা ব্যান্ড মিউজিক আজকের পর্যায়ে আসার পেছনে অর্থহীনের কোন অবদান নেই। ব্যান্ড মিউজিকে নতুন মাত্রা যোগ করেছি আমরা- এলারবি, মাইলস, নগর বাউল, সোলস, ফিডব্যাক, ওয়ারফেইস, রেনেসাঁসহ কয়েকটি ব্যান্ড। এখন যোগ করছে আর্টসেল, ব্ল্যাক- অর্থহীন না। হতে পারে অর্থহীন ভাল ব্যান্ড।
==========================
যাইহোক, এলআরবি অথবা আইয়ুব বাচ্চু আমাকে নিয়ে এই কথাগুলো বলেছিলো। আমার ব্যান্ডের কোন অবদান বাংলাদেশের সঙ্গিতাঙ্গনে আছে কিনা সেটা আপনারাই বিচার করবেন। কারন শ্রোতা তো আপনারা। আমার গান সবার ভাল লাগা সম্ভব না। কারো কাছে ভাল লাগবে, কেউ হয়তো ডাস্টবিনে ফেলে দিবে। এটা খুবই স্বাভাবিক। আইয়ুব বাচ্চুর কাছে আমার অথবা অর্থহীনের গান ভাল লাগেনা। এতে খারাপ কিছু দেখি না।
আমাদের নবী কে একবার একজন এসে বলেছিলো যে তার নাতি নাকি অনেক মিষ্টি খায়। তিনি যেন তার নাতিকে বোঝান মিষ্টি কম খাবার জন্য। আমাদের নবী বেশ কয়েকদিন চেষ্টা করে নিজে মিষ্টি খাওয়া কমিয়ে তারপর সেই উপদেশটা দিয়েছিলেন।
সুতরাং, এলআরবি এর অর্থহীনের গুটি দ্যা ফিনালে গান টা মঞ্চে লাইভ করে তারপর অর্থহীন কেমন ব্যান্ড তাদের কি অবদান সেটা নিয়ে পাব্লিক্লি কথা বললে ভাল হতো মনে হয়। নাহ... এটা জাস্ট আমার একটা ক্ষণিকের চিন্তা। কারো কিছু করতে হবেনা নিজেকে প্রুভ করার জন্য!
এলআরবি এর সব গান স্বাভাবিক ভাবেই আমার পছন্দ না। তাই বলে আমি কখনো নিউজপেপারে অথবা টিভি চ্যানেলে গিয়ে তাদের ছোট করি নি। ম্যাগাজিনে আমার নামে যেসব ডাহা মিথ্যা অপবাদ তারা দিল, সেটা কি আইয়ুব বাচ্চু ভেরিফাই করেছেন ম্যাগাজিনে পাব্লিশ করার আগে? নাকি লোকমুখে শুনেই বলে দিয়েছেন? নাকি নিজেরাই বানিয়ে বলেছেন? এটা জানার প্রয়োজন বোধ করছি।
নাকি সকাল বেলা ঘুম থেকে উঠে মন ভাল নেই তাই বলে ফেললাম টাইপের চিন্তাধারায় বলে ফেলেছেন একটা কথা। এই মিথ্যার কি কোন বিচার হবেনা? আমার নামে পাব্লিক্লি মিথ্যা অপবাদ দিলে সেটা কাদা ছোড়াছোড়ির পর্যায়ে পরবেনা? আমি জবাব দিলেই সেটা কাদা ছোড়াছোড়ি? আমি কোথায় এই কথাগুলো বলেছিলাম? ব্যান্ড মেম্বার স্বপন ভাই যে কথাটা বলে বসলেন সেই কথার উপর বেইজ করে আইয়ুব বাচ্চু তো আমাকে ছাড়লেন না। একবারো চিন্তা করলেন না তিনি পাব্লিক্লি কি বলছেন আমাকে নিয়ে।
আইয়ুব বাচ্চু নিঃসন্দেহে বাংলাদেশের মিউজিক সিনের একজন লেজেন্ড। তিনি অনেক সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়েছেন।কিন্তু তাই বলে কি তার সাত খুন মাফ? কিসের উপর ভিত্তি করে তিনি আমাকে নিয়ে মিথ্যা কথা ম্যাগাজিনে বলেছেন আমি জানতে চাই। আমি জানতে চাই তাকে কে এই রাইট দিয়েছে? আমাকে কেন বলা হয়েছে আমি amadergaan.com পরিচালনা করি? লেজেন্ড বলে কি এইসব মিথ্যা কথা বলা মানুসটাকে আমি ছেড়ে দিব? amadergaan.com এর মত একটা ওয়েবসাইট যারা বাংলাদেশে প্রথম দেশের মিউজিসিয়ানদের অ্যালবাম লিগালি বিক্রয় করে! তাদের নিয়েও মিথ্যা কথা বলতে তার মুখে কথা আটকায় নি। আর তিনি ক্লেইম করেন বাংলাদেশের মিউজিকের ভালর জন্য তিনি কাজ করেন? আমাকে আর amadergaan.com কে অ্যাকিউজ করলেন আমরা বাংলাদেশের মিউজিক নিয়ে বহিঃবিশ্বে ভুল ধারনা দেই? একেবারে 'দেশদ্রোহী' বানায় দিলেন আমাদের? অন্য মিউজিসিয়ানদের কে নিয়ে মিথ্যা কথা মিডিয়াতে বলা কি 'ভাল' একটি কাজ?
আমার মেইন্সট্রিম মিউজিকে আসার পিছনে অবদান হলো নগর বাউলের জেমস ভাইয়ের। আমি ছিলাম তখন ১৬ বছরের একজন কিশোর। তিনি আমাকে ফিলিংস এর প্র্যাক্টিসে আস্তে বলেন। আমাকে সুযোগ করে দেন মেইন্সট্রিম একটা ব্যান্ডে বাজানোর। তাঁকে তো কোনদিন দেখি নি মিডিয়াতে গিয়ে অন্যদের নিয়ে মিথ্যা বলতে। তিনি কি লেজেন্ড না?
লেজেন্ড বলে কি জনাব আইয়ুব বাচ্চু আমাকে অথবা তার জুনিওর মিউজিশিয়ানদের নিয়ে যখন ইচ্ছা যা খুশি বলবেন এবং আমরা মুখ বন্ধ করে বসে থাকবো? লেজেন্ড বলে কি তিনি লাইভ টিভি চ্যানেলে নতুন সম্ভাবনাময় মিউজিশয়ানদের ফোন করে অপমান করবেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অ্যাকিউজিশন দিবেন যখন তখন? (এ ব্যাপারে আমার আগামী একটি লেখায় ভিডিও ফুটেজ পাবেন)।
আমরা তো তার মুখ থেকে আমাদের প্রশংসা শুনতে চাইনি। চেয়েছি সত্যটা শুনতে। তার সত্য কথা বলার এই সাহসটুকু কি আমরা আশা করতে পারি না? সত্য কথা বলার সৎসাহস না থাকলে মুখ বন্ধ রাখলেই চলে! মিথ্যা বলার দরকার কোথায়? আইয়ুব বাচ্চু সাহেবের কাউকে জোড় করে ইন্সপায়ার করার দরকার নেই, তাই বলে ডিমোরালাইজ করবেন কেন পাব্লিক্লি? আর তাই যদি করেন তাহলে এত ভালোমানুষি দেখানোর দরকার কি? তার প্রাইভেট ফেসবুক প্রোফাইলে সে যা খুশি বলুক, সেটা তার ব্যাপার, কিন্তু নিউজপেপার বা টিভি চ্যানেলে পাব্লিক্লি বলবেন কেন? তিনি যদি এইসব কাজ করতে থাকেন, তখন আমরা কেন পাব্লিক্লি এইসবের প্রতিবাদ করতে পারবোনা? নাকি তিনি 'লেজেন্ড' দেখে তার জন্য সব মাফ?
আমার আজ এই কথাগুলো লেখার উদ্দেশ্য তার সাথে আমাকে কম্পেয়ার করা নয়, আমার আজ এসব লেখার উদ্দেশ্য তার আসল চেহারা আপনাদের সামনে তুলে ধরা। মানুষের সামনে মিষ্টি ভাষায় কথা বলে সেই মানুষটাকে নিয়েই তার কিছুক্ষন পরেই অন্যের কাছে খারাপ কথা বলা কি লেজেন্ডের কাজ? জী ভাই ও বোনেরা, আমার কাছে শুধু তথ্য নয়, সাক্ষ্য প্রমাণও আছে! যা শীঘ্রই প্রকাশ করব।
আইয়ুব বাচ্চু তার ইন্টারভিউতে আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে গিয়ে হথাত ব্ল্যাক ব্যান্ডের তৎকালীন বেজিস্ট মেরাজের জন্য পাশে দাঁড়ানো নিয়ে কথা বলেছেন। বলেছেন আমার মত সবাই যদি মিউজিসিয়ানদের নিয়ে এরকম কথা বলে(?) তাহলেতো কেউই আর মেরাজের বিপদে যেভাবে দাড়িয়েছিল, সেটা হবেনা। আমার কথা হলো মেরাজের সেই রোড অ্যাক্সিডেন্টের পর আমি কি হাত গুটিয়ে বসেছিলাম? জনাব আইয়ুব বাচ্চু তো সকালে হসপিটালে গিয়ে তাদের সাথে দেখা করে ঢাকার বাইরে কনসার্ট করতে চলে গিয়েছিলেন। সেটা কি আমরা দেখিনি?
আইয়ুব বাচ্চু সাহেব। মেরাজের জন্য আমি কি করেছি আর কি করি নাই সেটা আপনার চেয়ে মেরাজ এবং তার বাবা মা অনেক ভাল করেই জানেন। এইসব হাস্যকর কথা বলে নিজেকে আরো ছোট করবেন না! আমি কারো উপকার করলে সেটা উপকার করার জন্যই করি। লোক দেখানোর জন্য করি না। যে কারনে এই ব্যাপারটি মেরাজের আশেপাশের মানুস ছাড়া কেউ জানেনা।
তবে আজ কেন মেরাজের ব্যাপারে বললাম এই কথা? বললাম কারন আইয়ুব বাচ্চুর মিথ্যা কথা থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য। দেশের মানুসের সামনে 'ভালমানুস' সাঁজার জন্য নয়। সেটাই যদি হত, তাহলে আমার 'উপকার' এর লিস্ট টা কিন্তু অনেক অনেক বড়! যেটা ২ দিন পর পোস্ট করতে করতে পৃথিবীর সবচেয়ে ভাল মানুস হয়ে যেতে পারতাম।
আপনারা যারা আমার সাথে আইয়ুব বাচ্চুর কম্পেয়ার করছেন... উভয় পক্ষকেই ভাল কথা অথবা গালি দিচ্ছেন, তাদেরকে থামার জন্য অনুরোধ করছি আমি। আমার এই লেখার উদ্দেশ্য কে বড়, কে বেটার মিউজিশিয়ান সেটা নয়। আমার এই লেখার উদ্দেশ্য আমার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করা।
আপনার দেখুন, শুনুন, নিজের বিচার বুদ্ধিমত্তা দিয়ে নিজেরাই জাজ করুন। আমরা ২ জন এক না। আমি মিউজিক করি কারন এটা আমার প্যাশন। তিনি মিউজিক করেন কারন এটা তার পেশা। এবং কে কত বড় লেজেন্ড সেটা বিচার করবেন যখন আমাদের দুজনেরি মিউজিক এর বয়স সেইম হবে। সুতরাং আজকের দিনটি ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। ১০ বছর পর আমার অবস্থানের সাথে কম্পেয়ার করেন। হয়তো আমাকে আপনারা মনে রাখবেন অথবা ভুলে যাবেন। এটা আমার ইচ্ছেমত হবেনা। আপনারাই বলবেন আমি কি। রেস্পেক্ট তো আর পয়সা দিয়ে কিনতে পারবোনা, অথবা আমার ফেসবুক স্ট্যটাসের লাইক এর সংখ্যা দিয়েও বুঝতে পারবোনা। আপনাদের হৃদয়ে আছি নাকি নেই সেটাই মুল বিষয় হবে এন্ড অফ দ্যা ডে।
অনেকেই আজ আমাকে প্রশ্ন করতে পারেন... এতদিন পর এত পুরানো একটা ইন্টারভিউ কে কেন তুলে ধরলাম? এটার উত্তর হল, আপনি যদি একটা ভাল অথবা খারাপ কাজ করেন অথবা কথা বলেন, সেটা পুরনো হবার সাথে সাথে কি হারিয়ে যাবে? কথা বা কাজের তো কোন এক্সপায়ারি ডেট নেই! ভাল অথবা খারাপ কাজ অথবা কথার কি কোন প্রতিক্রিয়া থাকবেনা? এই ইন্টারভিউ সংক্রান্ত আমার লেখাটি একটি 'স্নিক প্রিভিউ' অথবা 'টিপ অফ দ্যা আইসবার্গ' মাত্র। বলতে পারেন একটা ইন্ট্রডাকশন। অনেকদিন ধরে এই মানুষের আমার প্রতি এবং আমার ফেলো মিউজিশিয়সিয়ানদের প্রতি অবিচার সহ্য করে এসেছি। কিন্তু আমিও আপনাদের সবার মতই একজন মানুস। আমারো ধৈর্যের একটা সীমা আছে। আমিও দুঃখ পেলে কাঁদি আর খুশি হলে হাসি। আপনারা যেমন আপনাদের বিরুদ্ধে অন্যায় করলে সেটার প্রতিবাদ করেন, আমিও সেটা করতে চাই।
আমাকে দেশের অনেক মানুস মিউজিশিয়ান হিসেবে চেনে, কিন্তু সর্বপ্রথম আমি একজন মানুস। তাই আজকে আমার এই প্রতিবাদের শুরু! আমার সাথে আইয়ুব বাচ্চুর এই ব্যাপারটা এখন পার্সোনাল পর্যায়ে চলে এসেছে। তিনি আমাকে পার্সোনালি অ্যাটাক করেছেন। আমারোতো সবাই কে পছন্দ না। আমার কিছু বলার থাকলে আমার পার্সোনাল প্রোফাইলের স্ট্যটাসে (এই প্রোফাইল নয়)এই সব নিয়ে মাঝেমধ্যে কথা বলি। স্ট্যাটাসের প্রাইভেসি রাখি ফ্রেন্ডস অনলি। যেখানে আমার কাছের কিছু মানুস সীমাবদ্ধ। ব্যাপারটা অনেকটা ক্যাফেতে বন্ধুবান্ধবের সাথে বসে কথা বলার মত। সেই প্রোফাইলে আমি আমার 'সেলেব্রিটি' স্ট্যাটাস মেন্টেইন করি না। কিন্তু তিনি আমাকে অ্যাটাকটা করেছেন পাব্লিক মিডিয়াতে! যেটা তার দরকার ছিলনা! তিনি পারসোনালি আমাকে অ্যাটাক করতেই পারতেন। আমাকে কল দিতে পারতেন! কিন্তু সেটা তিনি করেন নি!
তিনি আমার বিরুদ্ধে যা বলেছেন তা যদি সত্যই হতো, তাহলে কেন তিনি আমার সাথে ফেস টু ফেস সেটি করতে পারলেন না সেটা আমার বোধগম্য নয়! আমার কোন কিছু তার পছন্দ না হলে বাম্বা কে ইনভল্ভ করার হেতু কি সেটাও বুঝতে পারছিনা। তিনি নিজেই তো আমার পিছনে প্রথমে লাগলেন! আমিতো লাগিনি! নিজেই পাব্লিক্লি আমাকে নিয়ে মিথ্যা কথা বললেন! আমিতো বলিনি! সুতরাং আজ এসব ব্যাপারে বাম্বা অথবা অন্য কাউকে ইনভল্ভ করতে চাইছেন কেন? আমার শ্রধ্যাভাজন অন্যান্য মিউজিসিয়ানদের কেন গিয়ে বলছেন আমাকে এইসব লেখালিখি পাব্লিক্লি বন্ধ করতে? জী... এটা আমাদের পার্সোনাল ম্যাটার! আমিও তাই এখন থেকে পার্সোনালই এর বিরুদ্ধে লড়ব। কিন্তু লড়ব পাব্লিক মিডিয়াতেই... ঠিক যেমন ভাবে তিনি পাব্লিক্লি আমার বিরুদ্ধে গিয়েছিলেন... যদিও ব্যাপারটা অনেক দুঃখজনক! জনগন কে আমার সম্বন্ধে মিথ্যা ধারনা দেয়া হলে সেটাতো আমার জনগনের সামনেই লড়তে হবে। বাসায় একা একা বসে প্রুভ করলেতো জনগন আর জানবেনা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা!
আজ যদি আমি আবার চুপ করে যাই, তাহলে যে কাজটি হবে সেটা হলো, মিউজিক ইন্ডাস্ট্রি তে যখন তখন যে যাকে নিয়ে অন্যায় ভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে থাকবে। "অমুকে তো বেচে গেছে সুতরাং আমারো কিছু হবেনা" এই মানসিকতা ঢুকে যাবে সবার মাঝে। অন্যায় কে প্রশ্রয় দিয়ে আমরা এই মিউজিক ইন্ডাস্ট্রি কে ধ্বংস করার পাঁয়তারা করব, যেটা কোনভাবেই এক্সেপ্টেবল না! আমাদের বড়দের যেমন শ্রদ্ধা করা শিখাতে হবে, ঠিক তেমনিই ছোটদেরও স্নেহ করা শিখাতে হবে।
আমার এই স্ট্যটাস অথবা লেখার সাথে অন্য কোন মিউজিশিয়ানদের সম্পর্ক নেই। এই সবই আমার ব্যাক্তিগত মতামত। এখানে ২ জন মানুষের মধ্যে এক ধরনের যুদ্ধ চলছে। এটি মিউজিক ইন্ডাস্ট্রির যুদ্ধ নয়। এটি পার্সোনাল যুদ্ধ। যেহেতু আইয়ুব বাচ্চু এই পার্সোনাল যুদ্ধটি পাব্লিক্ল্য মিডিয়াতে শুরু করেছেন, তাই আমারো এই যুদ্ধ পাব্লিক্লি মিডিয়াতেই শেষ করতে হবে। সুতরাং আপনারা সবাই ঠাণ্ডা হন। পপকরন নিয়ে বসেন। দেখুন এবং শুনুন। বিচারের দিন না হয় নিজ বুদ্ধিমত্তা দিয়ে নিজমনে বিচার করবেন। আশা করি কি বলতে চাচ্ছি সেটা বোঝাতে পেরেছি।
শেষ করছি একটা ছোট কথা বলে...
কিছুদিন আগে জনাব আইয়ুব বাচ্চু নিজেই তার স্ট্যটাসে লিখেছিলেন, "ছুঁড়ে দেয়া কথা আর ছুঁড়ে দেয়া তীর !!! কখনও কি চাইলেও ফেরানো যায়???"
উত্তরটা আমিই বরং আজ দিয়ে দিই। না, জনাব আইয়ুব বাচ্চু, ফেরানো যায় না। আপনিও এর ব্যাতিক্রম নন। আপনার ছুঁড়ে দেয়া কথাই আজ তুলে ধরলাম এই স্ট্যাটাসে। এবং সামনে আরো কথা তুলে ধরব! বানানো মিথ্যে কথা নয়, আজকের মত প্রমান সহ কথাই থাকবে সেখানে!
আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।
(চলবে...)
Bassbaba - Sumon
Aurthohin
আপনি এবার বলুন কি হতে চলছে আমাদের দেশের ব্যান্ডগুলো
২| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:২১
কওছার বলেছেন: আপনি ঠিকই বলেছেন @নুর ইসলাম ভাই
৩| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮
আমি তুমি আমরা বলেছেন: ফেসবুকে অর্থহীনকে ফলো করি। তিনি স্ট্যাটাসে যা বলেছেন তা কিন্তু প্রমাণসহ বলেছেন। এলয়ারবি'র সাক্ষাতকারের স্ক্যান্ডকপিও তিনি আপলোড করে দিয়েছেন। সেই ছবিটা এখানে যোগ করে দিলে ভাল করতেন।
এখন আইয়ুব বাচ্চু এ বিষয়ে কি বলেন তাই দেখার অপেক্ষায়।
৪| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: ওদের নিজেদেরই এখন ভাত নাই আর এখন নিজেরাই কামড়া কামড়ি করছে !
গানের প্রতি দরদ থাকলে কে কি বলল , আর সে কি কি নতুন ধারা সৃষ্টি করেছে , এগুলো প্রশ্ন করা বা এই বিষয়ে মাথা ঘামানো আসলেই অর্থহীন ।
৫| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
শাহ আজিজ বলেছেন: সব বাদ দিয়ে গানের ব্যাসিক শিখুন আর শেখান। অনেকেরই ব্যাসিক নেই তাই স্টেজে লাফালাফি ছাড়া আর কিছু হয়না।
মান্না দের জীবদ্দশায় একটি লাইভ শোতে বলেছিলেন আমি শিখে গান গাইতে এসেছি আর কিশোর গান শিখতে শিখতে গায়ক হয়েছে । অনেকেই মাইন্ড করেছিলেন কিন্তু যখন জানা গেল মান্না দে গানে গ্রাজুয়েট করে শুরু করেছেন তখন কেউই আর আপত্তি করেননি।
আপনাদের এখনো শেখার সময় আছে ।
কি শিখতে হবে সেটি বোধকরি বলার দরকার নেই , দোহাই ঝগড়া থামান।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮
কওছার বলেছেন: কিশেরদের বয়স ই এটা লাফানোর আপনারা যদি এটা ভালো ভাবে নিতে না পারেন তবে কিশেরদের তাতে কিছু আসা যায় না
আপনার মন্তব্যের JOnno Dhonnobad
ভালো থাকুন @শাহ আজিজ
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৪
নুর ইসলাম রফিক বলেছেন: নিজেরাই নিজেদের কে কামড়ে রক্তাক্ত করছে।
আহত হচ্ছে সঙ্গিত প্রেমিরা