![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমি ছোট্ট ছিলাম,
বেশ তো ছিলাম নিজের মত;
হচ্ছে যত বয়স আমার,
বাড়ছে তত মনের ক্ষত।
যখন আমি অবুঝ ছিলাম,
মত্ত ছিলাম নিজের মাঝে
বুঝ হয়ে আজ নিঃস্ব আমি,
স্বপ্ন ভাঙে সকাল সাঁঝে।
যখন আমি একলা ছিলাম,
দুঃখ হত জোড় দেখে;
আজ যখন তোমায় দেখি,
ভাবি, আমি কি ভুল পথে?
প্রশ্নটা খুব যে জটিল,
উত্তর খুঁজি অবিরাম;
তোমার কাছে পাইনি আমি,
আমার মনের কোনো দাম।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
কওছার বলেছেন: Dhonnobad bondhu
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৪
হাসিবুল হাসান শান্ত বলেছেন: ভালো লাগলো কবিতাটি পরে ৷