নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহিদুল আলম

স্বপ্ন ভেঙ্গে সত্যরা উঠেছে আজ জেগে কমেছে জীবনের মূল্য এখন প্রেমহীন আবেগে, সব দেনা আজ শোধ করা হবে স্মৃতির দোল্‌না কেবলই দোল খাবে, ছেড়ে যেতে হবে, যা ছিল চির চেনা সবই মিথ্যা, অদৃশ্য কে করে শুধুই বেঁচা-কেনা।

সহিদুল আলম › বিস্তারিত পোস্টঃ

চোখের দেখা, মনের দেখা

১৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১২

চোখের দেখাই দেখা নয়, মনের দেখাই দেখা

তোমার কাছেই প্রথম আমার, ভালবাসতে শেখা।



চোখে দেখি, তুমি আছ ক্রোশ ক্রোশ দুরে

মনে দেখি, বসে আছো আমারই অন্তরে।



চোখের কাছে, সবকিছুই যেন গোলকধাঁধা

মনের কাছে, তুমি আমি একই সুরে বাঁধা।



চোখ বলে, দেখতে হবে আরো ভালো করে

মন বলে, যা দেখেছি তাই রাখবো ধরে।



চোখের ভাষা, বোঝার জন্য বিজ্ঞ চোখ চাই

মনের ভাষা, বোঝার জন্য মন হলেই হয়।



চোখ তার রঙ বদলায় পলক পড়ার সাথে

মন থেকে যায় একই রঙে মনের আরশিতে।



চোখের কথা, বুঝতে হলে মনের কাছে যাই

মনের কথা, বুঝতে হলে চোখের দরকার নাই।



চোখ তবু মনের কাছেই বাঁধা পড়ে রয়

চোখের দেখা, মনের দেখা এভাবেই হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৩

ভুং ভাং বলেছেন: ++

২| ১৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৯

সহিদুল আলম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.