![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারও কিছু গোপন অশ্রু আছে
আমার প্রাণেও দুখের প্রবাহ বয়,
যতো ফুল দেখো তুলতুল এই ঠোঁটে
সবকটি তার ফুল নয় ফুল নয়!
অগণন কাঁটা বিঁধে আছে চারপাশে
ঠোঁটের আড়ালে শক্ত দাঁতের মতো,
দশদিশি জুড়ে বিদ্যুৎ করে খেলা
বাউল বেণীতে ফণাদল উদ্যত।
যতো উন্মাদ ভেবেছো আমারে তুমি
তা'রো উন্মাদ বুকের বিরহ ভূমি,
নির্ঘুম আজো রাতের পেয়ালা হাতে
ভোরের খোয়াবে শুধুশুধু যাই চুমি।
ঘোরাঘুরি করি আজব রাতের দেশে
এ রাতের বুঝি শেষ নেই প্রিয়তম,
বহতা জীবন অন্ধকূপের তীরে
চারধার যার কেবলি আঁধার সম!
আমার বুকেও ব্যথা কিছু আছে নীল
ব্যথার তারারা বড়ো বেশি ঝিলমিল,
শুকনো হৃদয় দারুণ আহত কেঁদে
বড় হয়রান- হাসিও না খিলখিল।
২| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৩৪
শাহজালাল হাওলাদার বলেছেন: ভালো লাগলো।
৩| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৫৩
মুসাফির নামা বলেছেন: চমৎকার কবিতা,দারুণ+
৪| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ২:৫৯
সরওয়ার ফারুকী বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্য। ধন্যবাদ বন্ধুগণ
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৫৯
বিজন রয় বলেছেন: আমারও কিছু গোপন অশ্রু আছে
আমার প্রাণেও দুখের প্রবাহ বয়,
যতো ফুল দেখো তুলতুল এই ঠোঁটে
সবকটি তার ফুল নয় ফুল নয়!
এই প্রধমটুকু বেশি ভাল লেগেছে।