![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে মুগ্ধ করে আমার গীতা
আমাকে দগ্ধ করে রুহের চিতা
আমাকে অধীর করে দূরের প্রীতি
আমাকে বহন করে আমার স্মৃতি।
আমাকে মগ্ন করে নগ্ন উরু
আমাকে দীর্ণ করে জীর্ণ তরু
আমাকে বেতাল করে ফাগুন বায়ু
আমাকে কতল করে আমার আয়ূ।
আমাকে রুগ্ন করে লোকজ রীতি
আমাকে বন্ধ্যা করে ধীর পিরিতি
আমাকে জমিন করে রাতের মিতা
আমাকে বাহন করে আগত পিতা।
আমাতে আমার আমি যমজ ছায়া
বর আর বঁধুয়ায় দোভাষী কায়া।
©somewhere in net ltd.