![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন আমি কাঁদি ?
কেন আমি পাই রূহী টান, কস্তূরী ঘ্রাণ সেই আদি !
কেন আসে ঢেউ ভেঙে যায় পাড় সবটাই বৃথা মনে হয়
দুই চোখে ঝরে লাভা প্রাণ খসে পড়ে পথে কেঁপে ওঠে অনাথ হৃদয় ।
কেমন আনারকণা দানায় দানায় নাচে চাঁদ !
মাজুর প্রাণেও জাগে প্রেম মধু নামে করে আহ্লাদ
ভেতরে প্রবল ঢেউ বিদ্যুৎ চমকায় রূহে
মাছুম ঠোঁটের ধ্বনি শুনি শৃঙ্খল ছিঁড়ি মরুকুহে
নুহের নৌকা ভাসে মাল্লা'য় হাসে আবাবিল
গুনতিতে গুটিকয় তাঁরা আনারকণা'য় আঁকা দিল ।
কেন আমি কাঁদি ?
কেন আমি বিগ্রহে লাল, নিগ্রহে আক্রোশে নাদী !
কেন ফুঁসে ওঠি গর্জাই ক্রোধে রক্তের নদ করি পান
জবানে তুফান ছুঁড়ি কতলে শীতল হই মগজে যে বধ্যের ঘ্রাণ ।
পাঁজরে সিমার নাচে হামানি কামান করে খেলা
প্রবল বাহুর খাপ খোলে কেটে যায় নির্বোধ বেলা
দাঁতের আড়ৎ পিষে বনসাই মগজের বিষ
উথল থুতের নিব ছুঁয়ে কাতরায় জামানার শিস
শিরিন সিনার কোণে খাব দেখে নাচে খাবখোর
ধাতব খুরের ঢেউ উড়ে দ্রোহী তর্জনী খোলে দোর ।
কেন আমি কাঁদি?
কেন আমি তড়পাই দুখে, সৈকতে পুড়ে প্রাণ সাধি ।
কেন মাখি ধুলো হাঁপি নির্জনে ছুটোছুটি করে হই কাৎ
বুকের পুকুর নড়ে আবোলতাবোল জপি নির্ঘুম পাড়ি দেই রাত ।
ইথারে আতর পুড়ে দূরে ওরা ঝিলমিল গা'য়
আমার কাতর চোখে সিনাই-শরাব দিনমান শুধু কাতরায়
নতুন আযান উড়ে শ্যামলার তীরে সুজলায় নামে মরু-উম
জোয়ান সিনায় ঝরে অমর গজল পাগড়ির খামে সাইমুম
অস্ফুট স্বর বুনে মুক্তির ধ্বনি নুরের নহরে ডুবে তাজ
'বিদায়, বিদায়' ওহে প্রভুর পিয়ার কিংখাবে মোড়া মহারাজ!
কেন আমি কাঁদি?
কেন আমি শঙ্কিত রূহে, আছড়াই মুখে
কেন হই বেদনায় নীল- আনারের আলা যদি চোখে ।
©somewhere in net ltd.