![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড়-পর্বত হজমের শক্তি দাও
ইয়াজুজ মাজুজের জিভ দাও
অন্তহীন তৃষ্ণা দাও, ক্ষুধা দাও
গ্রহ-নক্ষত্র গিলবার উদর দাও
হাবিয়ার চোয়াল দাও, দহন দাও
দাউদাউ যন্ত্রণা দাও, যাক্কুমের দ্রাক্ষা দাও ।
গর্ভ কোপার বর্শা দাও
ধর্ষক দাও, ক্লান্তিহীন পৌরুষ দাও
এতিম দাও-সাবাড়ের সুখ দাও, শুয়োরের খোঁয়াড় দাও ।
ক্ষমতা দাও
ইবলিশি হায়াত দাও
রন্ধ্রে রন্ধ্রে চক্করের দক্ষতা দাও
দুর্গন্ধ দাও, প্রলয় দাও, খপ্পরের নখর দাও
আখাটা জবান দাও, ছোবলে আরেকটু বিষ দাও ।
ইস্রাফিলের শিঙা দাও
বল্লমের বল দাও, আজ্রাঈলি খাবলা দাও
দাও প্রভু দাও, তখতেতাউস দাও, ষণ্ডারের পাছা দাও ।
©somewhere in net ltd.