![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বালিশেরা কেঁদে কেঁদে কয়,
কে তুমি পাষাণ পাখি ধাতব হৃদয়
সখিহীন নিশাচরা
পড়ে আছো আধমরা
পাঁজরের খাঁজে খাঁজে পুড়ো কিশলয় !
দিনমান ছুটোছুটি আউল আলাপ
হারিয়ে রাতের দেবী বাউল বিলাপ
বাধাহীন রাধা-হাসি
কাঁধেচাপা বারোমাসি
চুকচুক করে আসি স্মৃতির গোলাপ ।
মাংসাশী চোখ পুড়ে মাংসের নুরে
অপয়া রূহের কোয়া তাকায় সুদূরে
অধরার হাতছানি
কান করে কানাকানি
ফেরারি বুকের বাঁশি ঝরে হুহু সুরে ।
সৈকতে বসে দেখি অফুরান ঢেউ-
কেবলি ছুঁইতে মানা 'যাযাবর কেউ !'
©somewhere in net ltd.