![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতভর অনেক অনেক কেঁদেছি প্রিয়তম ।
আমি জানি না কেনো, অথবা কার জন্য,
চোখের নহরে প্রবলবেগে ছুটে আসা নোনা ঢল
এক অদ্ভুত উন্মাদনায় দু'কুল ছাপি- উঠেছিল কাঁপি ।
জানি না-
কার তিয়াসে ব্যাকুল হৃদয় কেঁপেছিল বারবার
প্রিয়তম,
তুমি কি জানো?
জানো?
রাতভর এক নতুন ফুসফাস শুনেছি ইথারে ।
অস্পষ্ট, ভাসাভাসা দূরের খাবলায়
গোঙানি ওঠেছিল প্রাণে।
নিঝুম কাফন ভেদ করে-
অদ্ভুত তরঙ্গমালা তার- ছোবল মেরেছিল রূহে,
আমি তর্জমা করতে পারিনি প্রিয়তম-
তুমি কি পারো?
তুমি তো জানো-
এতো সয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই ।
লালে আমার আদিকালের সেই ভয়
এই যৌবনেও ঘরে ফিরি সন্ধ্যায় ।
আমি আহ্বানকারী নই
এক অনুসারী মাত্র,
বনবাস কি আমার সইবে ?
আমার পাঁজরে ভাষা নেই প্রিয়তম- সহস্র নীলনাগ,
নীল ভরা এক অন্তহীন ভয়ের সমুদ্র ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫২
সরওয়ার ফারুকী বলেছেন: আপনার পড়া এবং মন্তব্যে মুগ্ধ। ধন্যবাদ
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লাগল।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লাগল।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লাগল।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লাগল।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
জনৈক অচম ভুত বলেছেন: দুঃখিত।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫২
সরওয়ার ফারুকী বলেছেন: খুব ভাল লাগলো, আপনার ভাল লাগায়।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮
মো:সাব্বির হোসাইন বলেছেন: বাহ! খুব সুন্দর হয়েছে।