![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো জান্নাতের পথে ভিড় করি
হৈ হৈ ছুটে যাই
নববর্ষের মতো খুশদিলে নামি
ঈদের ভোরের মতো চঞ্চল হই
এসো উৎসের পথে কিষাণের মতো প্যাঁচকোঁচ মারি
নবান্নের মতো পুণ্যেরে মাড়াই ।
কদম ফুলের মতো বেশুমার ফুটি রাখালিয়া সুর হই খেতে
এসো ডাকাডাকি করি দলবেঁধে ফিরি ঘরে
ছুটির ঘণ্টা শুনা কৈশোরি দুরন্ত যেমন
ছিঁড়ে ছুঁড়ে বেঞ্চের অসহ বন্দন ।
উৎসব করি উচ্ছ্বাসে হাসি
স্লোগানে স্লোগানে গীত গাই ফেরদৌসের
এসো ভীড় করি; নঈম,
মাওয়া আদান আকার-এ
দারুল খুলদের জৌলুসী দুয়ারে
কাতারে-কাতারে ।
ভয়ের কেতাবগুলো পুড়িয়ে দেই
নিভিয়ে ফেলি কুণ্ডলী আগুনের
উস্কিটানে লাত, মানাত, উয্যার
হুবাল ফুজ্জার ইবলিশের প্যাঁচাল
ছিঁঁড়ি; যতো গিট দেয়া ফারাওয়ী কুন্তল-
দেহে-রূহে ।
এসো জান্নাতের পথে ভিড় করি হৈহৈ ছুটে যাই
এসো অন্তহীন সৈকতে এসো- বেহুঁশ-বেহুঁশ দৌড়াই ।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
ধ্রুবক আলো বলেছেন: বাহ! সুন্দর লেখনি