নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুম্ভকর্ণের ঘুমের দেশে দানবেরা আছে জেগে

লেখক নাম : সাইইদ উজ্জ্বল

সাঈদ উজ্জল

সাইইদ উজ্জ্বল\nলিটলম্যাগ কর্মী

সাঈদ উজ্জল › বিস্তারিত পোস্টঃ

সেনাবাহিনী না আসলে ড্রোন আসবে।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

কিছু সংখ্যক রেজাকার বাদ দিলে আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি এ বিষয়ে কোন সন্দেহ নাই। কিন্তু এই ভালোবাসার প্রকাশ ঘটাই দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে। আপাতত দৃষ্টিতে দলীয় দৃষ্ঠিভঙ্গি তো খারাপ কিছু নয়। একটি গণতান্ত্রিক দেশে ভিন্ন ভিন্ন দল-মত থাকবেই।

কিন্তু দলান্ধ হয়ে যখন পরস্পরকে ধ্বংশের চেষ্টায় উন্মত্ত হই তখন বুঝতে হবে আমরা একটি ভয়ঙ্কর খাদের কিনারায় দাঁড়িয়ে আছি।



আমাদের সবারই যেন মাথা গরম হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে এই মাথা গরম সময়ে সেনাবাহিনী এসে কষে থাপ্পর দিয়ে আমাদের হুশ ফিরিয়েছে। প্রধানমন্ত্রী বিবিসির সাথে বলেছেন এই বার সেনাবাহিনী আসবে না। আমার কথা হলো সেনাবহিনী যখন আসে তখন রাজনৈতিক সরকারের হুকুম অমান্য করেই আসে। শুধু তাই নয় এর প্রথম টার্গেট হন রাজনীতিবীদরাই।



আমাদের এই ছোট্ট ভূ-খন্ডে ১৬ কোটি মানুষ বাস করে। আমি কিছুদিন ধরে ম্যালথাসের জনসংখ্যা থিউরির কথা ভাবছি। 'বুশ ডকট্রিনের' চর্চা করে এই থিউরির একটা না একটা শর্ত ইতোমধ্যে আমার তৈরী করে ফেলেছি। যদি সেনাবাহিনী না আসে তবে হয়তো আমেরিকার চালকবিহীন ড্রোন আমাদের গরম মাথার ওপর উড়ে এসে এর প্রয়োগ করবে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

আহলান বলেছেন: গতকালকে সালাউদ্দিনকেও গ্রেফতার করে পুলিশ। আমার ধারণা সরকার পায়ে পা বাধিয়েই ভেজাল গন্ডগোল জিইয়ে রাখার পলিসি নিয়েছে .... তারা শান্তি চায় না ... তাদের আচরণ শান্তির পথে নয় ....

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

টিঙ্কু জিয়া বলেছেন: ভালো লাগলো আপনার কথা । শেয়ার করলাম

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

ইসপাত কঠিন বলেছেন: ইনশা-আল্লাহ সব ঠিক হয়ে যাবে আশা করি। কোনটাকেই আসতে হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.