![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইইদ উজ্জ্বল\nলিটলম্যাগ কর্মী
প্রত্যাবর্তন
আরও একবার আমি মানুষ হয়ে মরব,
উত্থিত হতে নিষ্কলঙ্ক ফেরেশতাদের পাশে-
তবে তা থেকেও উন্নীত হতে হবে আমাকে,কারণ
ঈশ্বর ছাড়া সকলেই যে ধ্বংস হবে-
যে দিন আমার স্বর্গ পবিত্র আত্মার বলি দিব,
আমি হব তাই,
যা ছিলনা কখনও কার কল্পনা চিন্তায়-
আমার যেন বিলুপ্তি ঘটে,কারণ
অনস্তিত্ব ইন্দ্রিয়ে সুর তুলে
আমি তাঁর কাছে ফিরব-
প্রস্তর খণ্ড
আমি প্রস্তর হয়ে মরলাম উদ্ভিদ হতে
উদ্ভিদ হয়ে মরি,তো উত্থিত প্রাণে
মানুষ হয়ে উঠলাম পরে,যখন সত্য উদ্ভাসিত হল
ভয় কিসের ? দ্বিধা কেন মৃত্যুতে ?
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫
সাঈদ উজ্জল বলেছেন: আপনাকেও ধন্যবাদ 'পরিবেশ বন্ধু' ভাই।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩
মাহিরাহি বলেছেন: আল্লাহ ত্বকীকে বেহেশত নসীব করুন।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন:
আমি প্রস্তর হয়ে মরলাম উদ্ভিদ হতে
উদ্ভিদ হয়ে মরি,তো উত্থিত প্রাণে
মানুষ হয়ে উঠলাম পরে,যখন সত্য উদ্ভাসিত হল
ভয় কিসের ? দ্বিধা কেন মৃত্যুতে ?
কি অদ্ভুদ!
মাওলানা রুমির এইরকম একটা লেখা আছে।
ত্বকীর জন্য কি বলব? শুধুই একরাশ কষ্ট, আমি শুধু ছবি দেখেছি, এত মায়াময়, স্বপ্নবান চোখ!
৫| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১
হাবিব কবি বলেছেন: সাইদ ভাই আপনার কবিতাগুলো পড়তে চাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল
ধন্যবাদ