নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা কোন রকমে শেষ , , এখন আমি কর্পোরেট __ > সামুতে কেবল ভ্রমণ ব্লগ লিখি , না আসলে লিখতাম আবার লিখা শুরু করবো , , , শার্ট টাইয়ের নিছে বৈরাগী মনটা এখনও জীবিত আছে তাই মাঝে মাঝে সব কিছু তুচ্ছ করে বেড়িয়ে যাই বাংলার পথে থে থে থে থে থে

সাজিদ ঢাকা

ব্লগিং ছেড়ে দিয়েছিলাম , আবার ফিরে এলুম ম ম ম ম ম

সাজিদ ঢাকা › বিস্তারিত পোস্টঃ

বাংলার পথে(পর্ব ৩০) -- সোনাকান্দা দুর্গ ও কদম রসুল দরগা , নারায়ণগঞ্জ

০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

বাংলার পথে(পর্ব ২৯) -- হাজীগঞ্জ কেল্লা - কিল্লারপুল , চাষারা , নারায়ণগঞ্জ



হাজীগঞ্জ দেখার পর এবার সোনাকান্দার দিকে যাত্রা । সোনাকান্দা যেতে হলে পার হতে হবে শীতলক্ষ্যা নদী । তাই হাজীগঞ্জ দুর্গের সামনে থেকে রিক্সা ঠিক করলাম লঞ্চ টার্মিনাল পর্যন্ত ৩০ টাকা । টার্মিনাল টা মোটামুটি ভালোই , টিকেট কেটে ভিতরে গেলাম কিন্তু নৌকা ছাড়ে একটু পাশে থেকে , , টার্মিনাল আর নৌকা ঘাট পাশাপাশি কিন্তু যেতে হবে বাইরে দিয়ে ।

নৌকাকে উঠে বড়ই একটা সুন্দর দৃশ্য দেখলাম নদীর পারে সারিসারি উঁচু বিল্ডিং , , দেখতে ভালোই লাগছে । নদী প্রশস্ত বেশি না , আর পানির অবস্থা বেশি ভালো না , বুড়িগঙ্গার মতই অবস্থা ।









সোনাকান্দা দুর্গ :



নদীর ওপার থেকে সোনাকান্দার দূরত্ব বেশি না । সোনাকান্দা দুর্গ দেখতে অবিকল হাজীগঞ্জ দুর্গের মত । তবে একটু ছোট ।

ফটুক দেখেন , একই রকম দেখে যাবেন না তা কিন্তু না



















কদম রসুল দরগা :



সোনাকান্দা থেকে রউনা দিলাম , কদম রসুল দরগার দিকে । সোনাকান্দা থেকে মোটামুটি দূর । এখানে পাথরের উপর হজরত মুহাম্মদ (স) কদম মোবারক রয়েছে । ইতিহাস থেকে জানা যায় , সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আফগান নেতা মাসুম খান কাবুলি পদচিহ্ন সম্বলিত এ পাথরটি একজন আরব বনিকের নিকট থেকে ক্রয় করেছিলেন। ঢাকার জমিদার গোলাম নবী ১৭৭৭-১৭৭৮ সালে এই সৌধটি নির্মাণ করেন । আর এর প্রধান ফটক নির্মাণ করেন গোলাম নবীর ছেলে , গোলাম মুহাম্মাদ ১৮০৫-১৮০৬ সালে ।























এর ভিতরেই পাথরটি সংরক্ষিত থাকে





এই পাথরেই রয়েছে পদচিহ্ন , সময়ের সাথে অস্পষ্ট হয়ে যাচ্ছে





এখানে অনেকেই মানত করে সুতো বাধে





ভিতর থেকে প্রবেশদ্বার





প্রবেশদ্বারের পাথর





প্রবেশদ্বার থেকে রাস্তা ।



কোন ভুল থাকলে সংশোধনে সাহায্য আশা করে এখানেই শেষ।



পরিবেশ পরিচ্ছন্ন রাখুন , , রেখে আসবেন পদচিহ্ন আর নিয়ে আসবেন শুধুই ফটোগ্রাফ।



==================================

সাজিদ ঢাকা'র ভ্রমণ পোস্ট সংকলন

==================================

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: যাওয়ার ইচ্ছা আছে ,

১০ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৮

সাজিদ ঢাকা বলেছেন: একদম কাছেই ঘুরে আসতে পারেন :) :)

২| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৮

চুক্কা বাঙ্গী বলেছেন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আমি ঢাকার কাছাকাছি জায়গা খুজছিলাম ঘোরার জন্য। প্রিয়তে নিলাম।

১০ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৮

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকেও :) :)

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই, কদম রসুলের পাথরটার ছবি সরিয়ে দেন।
এই পাথরের সামনে রাতের পর রাতের পর রাত কাটিয়েছি। কিন্তু একটা নজর দেখার সাহস করতে পারিনি।
আশা করি বুঝতে পেরেছেন, আবেগটা কোন্ জায়গায়। অবশ্য এমন না, যে এ ছবি নেটে নাই।
আপনার ইচ্ছা।

আর আপনার ছবিগুলো দেখে তো মাতোয়ারা।
কদম রসূল দরগা, নিজের আপন সম্পত্তি মনে হয়। ছবি দেখেই মনে হল, নোংরা ব্লগ ছেড়ে চলে গেছি। প্লাস তো রইলই।

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

সাজিদ ঢাকা বলেছেন: লিসানি ভাই , আপনি আমার একজন অনুসারিত ব্লগার , আপনার লেখা মোটামুটি পড়ি , , , কদম রসুলের পাথরটার ছবি বিষয়ে আরেকটু খোলাসা করে বলেন ...... ধন্যবাদ ভালো থাকবেন :) :)

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আমি এটাকে আমার নবী দ.'র পায়ের ছাপ মনে করি।
এ বিষয়ক হাদীস রয়েছে,
রাসূল দ. যখন খালিপায়ে ক্লান্তদেহে হাঁটাচলা করতেন, তখন আল্লাহর হুকুমে মাথার উপর মেঘ চলত, পায়ের তলায় পাথরও আরামদায়কভাবে নরম হয়ে যেত।

এগুলা মিথ নারে ভাই।
এগুলাকে মিথ যে মনে করে, সে আস্তে আস্তে ধর্ম থেকে দূরে সরে যায়।

আল্লাহকে সর্বশক্তিমান মনে করব, আবার এইসব ব্যাপারকে কুসংস্কার মনে করব-
রাসূল দ.'র হাদিসকে সত্যি মনে করব, অলৌকিকতাকে মিথ মনে করব-

এইটাই কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশন থেকেই ইসলামে যত ভেদাভেদের সূত্রপাত।

রাসূল দ.'র পায়ের ছাপ অনেক অনেক জায়গায় রয়েছে। বাংলাদেশে আছে আমাদের জানা মতে তিন জায়গায়। দুটা জায়গার নাম বলতে পারব, না:গঞ্জ ও চট্টগ্রাম। দু দরবারেই শ্রদ্ধা জানাই। আর তৃতীয় একটা জায়গায় রয়েছে। সেখানেও গেছি। কিন্তু তাঁরা প্রকাশ করেন না বলে আমরাও প্রকাশ করি না।

রাসূল দ.'র পবিত্র চরণের ছাপ রয়েছে তুর্কি সম্রাটের প্রাসাদ তোপকাপিতে।
তাঁর পবিত্র দাঁড়ি ও চুল মুবারক, রয়েছে বাংলাদেশেও। দেখেছি। গিয়েছি। কিন্তু কোথায়, তাও বলা সম্ভব না। যাঁদের কাছে আছে তাঁরা গোপন রাখেন।

বাংলাদেশে আর কোথাও আছে কিনা জানা নেই।
তবে আছে কাশ্মীরের হজরতবাল মসজিদে। আছে তোপকাপি প্রাসাদ সহ অনেক অনেক জায়গায়।

আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের আঁসু গলে, ঝরনারও পানিতে,
বিজরী চায় মালা হতে,
পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়...

তার ভাবে বিহ্বল রাঙা পায়ের তলে-
পর্বত জঙ্গম টলোমলো করে,
খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল-
ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.