![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং ছেড়ে দিয়েছিলাম , আবার ফিরে এলুম ম ম ম ম ম
বাংলার পথে(পর্ব ৪০) -- চট্টগ্রাম ভ্রমণ ( ইতিহাস এবং থাকা খাওয়া ও দর্শনীয় স্থানের তথ্য)
চট্টগ্রাম ভ্রমণের ১ম দিন হানা দিলাম চিড়িয়াখানা ও ফয়েজ লেক। দুটোই পাশাপাশি অবস্থিত। বহদ্দারহাট থেকে মিনি বাংলাদেশ দেখে বাসে উঠলাম । বহদ্দারহাট থেকে সোজা নামলাম জিইসি মোড় হাতের ডানের রাস্তা চলে গেলো ফয়েস লেক ও চিড়িয়াখানার দিকে। জিইসি মোড় থেকে টেম্পুতে উঠে নামলাম USTC গেটে। ফয়েস লেকের বিরাট গেট দেখলেও তা বেশ দূরে তাই রিক্সা করে ১০ টাকায় পৌঁছে গেলাম। সকাল প্রায় ১০ টা। মনে হলো আমি একাই এই এলাকাতে আর দোকানিরা। গুরি গুরি বৃষ্টি পড়েই চলছে, এখানের এই এক সমস্যা বৃষ্টির মৌসুমে সারাদিনই বৃষ্টি পড়ে । তারাতারি নাস্তা সেরে নিলাম, আমি একা মানুষ সঙ্গিসাথি নেই , একা একা ঘুরার অন্যরকম একটা মজা আছে । সবকিছু সূক্ষ্ম পর্যবেক্ষণ করা যায় , বিপদ কম আসে আর নিজেকে অনুভব করা যায়। অসুবিধা হলো ট্যুর শেষে দেখা যায় নিজের কোন ছবি নেই, কিছু কিছু ব্যাপার শেয়ার করার মানুষ পাওয়া যায় না , একা একা খেতে হয় , আর রিক্সা ভাড়া বেশি লাগে
যাই হোক প্রথমে পা বাড়ালাম চিড়িয়াখানার দিকে। ১৯৮৯ সালে তৈরি করা হয়চট্টগ্রাম চিড়িয়াখানা। ৬ একর জায়গার উপর বানর, সিংহ, হরিণ ও হনুমান এই চারপ্রজাতির ১৬টি প্রাণী নিয়ে যাত্রা শুরু হয় এর।বর্তমানে এই চিড়িয়াখানায় ৭২ প্রজাতির মোট ২৮০টি প্রাণী রয়েছে বেশ ছোট দেখে অবাকই হলাম , তবুও খারাপ লাগেনি ছুটির দিনে বেশ ভালোই জমে উঠে।
এবার ছবি
১ম প্রবেশ
২য় গেট ও টিকেট কাউন্টার
আরও অনেক রকম বাদর আছে
এশিয়ান ভল্লুক
ভারতীয় সিংহ , দেশি নাই
কুমির
চিত্রা হরিণ
মায়া হরিণ
সাম্বার হরিণ
গন্ধ গোকুল
একবারে শেষ মাথায় উঁচু পাহাড়ের মত , বসে আড্ডা দেয়ার জন্য বেশ।
তার পাশে নিচে নামলে আরও কয়েকটি খাঁচা।
আরও কিছু ছবি ও এগুলো বড় করে দেখতে
বেলা ১২ টা নাগাত চলে এলাম ফয়েস লেকে। ৩১৯ একর এলাকা নিয়ে মানব সৃষ্ট এই লেকটি তৈরি করে আসাম-বাংলা রেলওয়ে ১৯২৪ সালে, রেলওয়ে এলাকার বাসিন্দাদের পানির ব্যবস্থা করতে। ইঞ্জিনিয়ার ফয় এর নাম অনুসারে এই লেকের নামকরন করা হয়। এখানে ৪৮.৭৫ একর জায়গা জুড়ে ২৭.৩০ কোটি গ্যালন পানি আছে উচ্চতা ৩০-৪০ ফিট । বাকি ২৮২.৯৬ একর জায়গাতে পাহাড় আছে। পাহাড় গুলো হল - - অরুনিমা , জল টুঙ্গি, অস্তাচল, গোধূলি , আকাশমণি , বনশ্রী, হিমঝুড়ি, আসমানি, গগনদ্বিপ, উদয়ন।
বর্তমানে লেক দর্শনার্থীদের বিনোদনের চাহিদা পূরণ করতে রয়েছে লেক’র ওপর ঝুলন্ত সেতু, অত্যাধুনিক রাইডস, মোটেল রিসোর্টস, সী ওয়ার্ল্ড, হানিমুন শ্যালে, ক্লাব হাউস, নৌকা, প্যাডেল বোট ও ইলেকট্রিক মোটর বোট, রেস্তোরা, মার্চেন্ডাইজ, গিফ্ট শপ, অবজারভেশন টাওয়ার
এখানে প্রবেশের জন্য নানা রকম প্যাকেজ রয়েছে। সব গুলোর ছবি আপলোড দিলাম ফেবুতে কারন এখানে এত ছোট লিখা বুঝা যাবে না। ফয়েজ লেক কনকর্ডের প্রবেশের জন্য একটা টিকেট কাটলাম ১০০ টাকার । লেক ঘুরতে টিকেট কাটলাম ১৫০ টাকা দিয়ে , এই ১৫০ টাকায় আছে ২০ মিনিট নৌকাতে ঘুরা, এক পিস গ্রিল চিকেন, একটা পরোটা , একটা কোক ( বেশ সাশ্রয়ী) ।
এটা ১ম গেট
রিক্সা করে আসার পর ২য় গেট
টিকেট কেটে ভিতরে ৩য় গেট
মোট ২৫০ টাকার টিকেট কাটার পর ভাবতে থাকলাম , দাম একটু বেশি ই পড়েছে । এই টাকায় নন্দনে সব কিছু ঘুরা যায়। যাই হোক, এবার পার্ক দিয়ে হেঁটে সোজা চলে গেলাম লেকের ধারে, খবর নিয়ে জানতে পারলাম রিভার ক্রুজের বোট ১ টায় ছাড়বে। কি আর করা পার্ক ঘুরতে পিছন দিকে ব্যাক করলাম। সি ওয়ার্ল্ড যেতে বোট সব সময় পাওয়া যায়। ক্রুজের বোট আলাদা। যাই হোক এবার পার্ক টা ঘুরে দেখা যাক , ,
শহীদ মিনার
এবার পার্কের সবচেয়ে উঁচু পাহাড়ে অব্জারভেসন টাওয়ারে রউনা
অবজারভেশন টাওয়ার
দূরবীনে দেখতে ১০ টাকা
উপর থেকে আশেপাশে
এবার সময় মত চলে এলাম নৌকার কাছে , টিভি নাটকে বহুল পরিচিত সেই ইঞ্জিনের নৌকা গুলান, মানুষে পরিপূর্ণ। আমি ছাড়া সবাই সঙ্গি সাথি নিয়ে আছে, একলা ভ্রমণে অনেক সময় বেশ বিচিত্র দৃষ্টিতে মানুষ তাকায় যা আমি বেশ উপভোগ করি। আজও তার ব্যতিক্রম না ।
বোট ছাড়ার জেটি
লেকের বুকে
লেকের দুপাশে এরকম রিসোর্ট আছে ভাড়া নিয়ে থাকা যায় , বর্ষায় বেশ জমবে ।
হরিণের পার্ক
কৃত্তিম ঝর্না
সি ওয়ার্ল্ডের গেট
২০ মিনিটের রিভার ক্রুজ শেষে ফিরে এলাম । কুপন দিয়ে খাবার নিলাম, একা একাই সব সাবার করলাম ,আর ভাবতে থাকলাম ২৫০ টাকা হলেও খারাপ না। অন্তত পেটপুঁজো তো হয়েছে।
>> বিভিন্ন তথ্যের ছবি ( প্যাকেজ বিবরন, নৌকা ছাড়ার সময়) ফেবু অ্যালবামে দিলাম কারন এগুলো ব্লগের ছোট ছবিতে পড়া যায় না।
এখানে দেখুন
পরিবেশ পরিচ্ছন্ন রাখুন , , রেখে আসবেন পদচিহ্ন আর নিয়ে আসবেন শুধুই ফটোগ্রাফ।
=============================================
সাজিদ ঢাকা'র ভ্রমণ পোস্ট সংকলন
=============================================
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
পথহারা নাবিক বলেছেন: ভালই লাগলো!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪২
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
সুমন কর বলেছেন: গুড পোস্ট।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৮
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০২
পেইচিং বলেছেন: একা একা ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা, ইচ্ছেমতো সময় ব্যয় করা যায়, যেদিক ইচ্ছা যাওয়া যায়, সেখানে ইচ্ছা দাড়িয়ে থাকা যায়। কেউ বলে না, চলো চলো....এখানে আর কত? এইদিকে কই যাও? ইত্যাদি ইত্যাদি....
এসবের কাছে ছোট খাট সমস্যা কোন ব্যাপার না। কোন সুন্দরী পাইলে একটু কষ্ট করে বললেই হয়, আপু একখানা পিকচার উঠায়া দিবেন?
দিলদরিয়া হইলে পিকচারের সাথে একটা হাসিও পাওয়ার চান্স থাকে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
সাজিদ ঢাকা বলেছেন:
আর দিলদরিয়া না হইলে
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: চমৎকার! ভালো লাগলো ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
মামুন ভাই
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
আরজু পনি বলেছেন:
ছবি তোলার ইচ্ছে থাকলে আসলেই একা ভ্রমণ করাই ভালো । না হলে অশান্তির শেষ থাকে না
আপনার সাথে আমিও ঘুরে এলাম । অনেক ধন্যবাদ এই ভ্রমণ পোস্টের জন্যে । বেশ কিছু দেখা আছে , তবে কিছু বাকী রয়ে গেছে, ছবি দেখে বুঝলাম ।
শুভেচ্ছা রইল , সাজিদ ।।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
সাজিদ ঢাকা বলেছেন: দিন দিন লোনলি ত্রাভেলার হয়ে যাচ্ছি , , নিজের জন্য ভালো হলেও সমাজের জন্য না , ধন্যবাদ পনি আপু
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
শরৎ চৌধুরী বলেছেন: বাহ বেশতো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ শরৎ ভাই
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯
রিদওয়ান এইচ ইমন বলেছেন: আমাদের চট্টগ্রামের দর্শনীয় স্থানকে বেশ সুন্দরভাবে তোলে ধরেছেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
সাজিদ ঢাকা বলেছেন: চট্টগ্রামের সাথে আত্মার সম্পর্ক , , আরও পোস্ট আসবে , সাথে থাকবেন , ধন্যবাদ
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি পোস্ট।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯
একলা ফড়িং বলেছেন: অনেক বছর আগে গিয়েছিলাম এখানে।. তখন অবশ্য লেকে এত সব রাইড ছিল না। বছর তিনেক ছিলাম চট্টগ্রামে আব্বুর পোস্টিংয়ের সুবাদে। খুব ভালো কিছুটা সময় কেটেছে ওখানে আমার। এসব জায়গায় বেশ ঘোরাঘুরি হয়েছে তখন!
নস্টালজিক হয়ে গেলাম
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯
সাজিদ ঢাকা বলেছেন: জন্মলগ্ন থেকেই আমার ও যাওয়া আসা চট্টগ্রামে, পরিবর্তনটা যেন হঠাৎ করেই , , ভিড় বেড়ে গেলো, রাস্তায় জ্যাম, মানুষের বিলাসী জীবন যাপন , ছেলেমেয়ে ভেদাভেদ কমে যাওয়া, নিউমার্কেট থেকে সানমারে যাওয়া, ভালোই লাগে ঢাকার গন্ধ, এখন সেই পুরনো চট্টগ্রাম পেতে চলে যাই টাইগার পাসে , পলোগ্রাউন্ড কলোনিতে, সিআরবি এর আশে পাশে , , , আমিও নস্টালজিক হয়ে যাই , , ধন্যবাদ ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
নিশাত তাসনিম বলেছেন: মুগ্ধ দর্শন । ছবি ব্লগে +++ ফয়েজ লেক যাওয়ার ইচ্ছা আছে।