![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে আমার প্রেমিকা সে চুলের মত কালো ,
যে আমার প্রেমিকা সে কালীর মত কালো ,
আমি কালো চুল ভালবাসি, অন্ধকার ছোঁয়া ভালোবাসে ।
যখন অমাবস্যার অন্ধকার সাথে করে কালী নেমে আসে,
তখনেই তাকে ভালো করে দেখতে পাই ,
বেণী খোলা চুলে দুটি নাও এক ঘাটে ঘনিষ্ঠে ভিড়াই ।
অন্ধকারেই সে আমাকে বেশি ভালবাসে ,
কালী নয় ট্রয়ের হেলেন শুয়ে থাকে আমার পাশে ,
কালো চুলে রাত জেগে থাকে রতিকাড়া উচ্ছ্বাসে ।
রুচি বদলাতে পুরুষ ভগবান মাঝেমাঝে বানিশান্তায় যান,
বানি নেভালে ট্রয়ের হেলেন টঙ্গীর জরিনা সমানে সমান ।
©somewhere in net ltd.