![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালের ডাকে একলা হেঁটে এলো -
আমার সেই ভালোবাসার সীলমোহরে জড়ানো একটা নীল জামা।
ভিতরে পেলাম তার ফেলে আসা অভিমানের
মোড়কে
শুকিয়ে যাওয়া তার একটা কথা, হয়তো
কোনদিন তোমার আগের ভুল লেখাগুলোর মতই
সতেজ ছিল এই মন,
রাতের পাহারাদারের মতই চিৎকার করে
বলতে ইচ্ছে হয়
সব ঝুট্ হ্যায়, সব ঝুট্, মুখোশের আড়ালেই যত
মিল ...
আর কতদিন তুষার ঢাকা তুঁষের আগুন হয়ে
জ্বলবে
তোমার সেই কলঙ্কিনী বিরহিনী ব্যাথা ?
বসেই থাকি, ঘুমন্ত আগ্নেয়গিরির বুকে কান
পেতে -
একটা হঠাৎ বিস্ফোরণ যদি হয়ে ওঠে
কবিতা ।
আজকাল আমি বড্ডো অবুঝ হয়ে উঠেছি-
বুঝতে পারছি না কেনো, হয়তো তোমার জন্য এ নেশা, শুধু নেশা,
সর্বনাশা মারিজুয়ানার মতো নেশায় বুঁদ আমি,
বাইশটা শ্রাবনেও না মরে বেঁচে থাকা
বিরহী হৃদয়ের ক্লান্তি আমার, যদি একটা শান্তির
ঘুম হতো তাহলে ভাবতাম এটা ভালবাসা নয়-ভালবাসাহীন কিছু মূহুর্ত........
আর এখন সত্যি সত্যি ভাবছি এটাই আমার ভালোবাসা......
আজো অসমাপ্ত একটা ছবি,
পাতাবিহীন গাছে লাল পলাশ,
নগ্ন প্রেম, দাঁড়িয়ে আছে একঠায়,
ক্যানভাসের পিছনে উঁকিমারা আকাশটা
যেন জীবনের ডাকে উঠে যাওয়া
মানুষটার একটা পোড়ানো হৃদয় ।
আর আমি, সিগারেটের ছাইয়ের মতো বসে
আছি
সেই পোড়া অভয়ব নিয়ে, দমকা হাওয়ায়
ঝরে পরার অপেক্ষায়......
আর সেই তার অপেক্ষায় থাকতে চাই সারাটি জীবন।
©somewhere in net ltd.